ETV Bharat / sports

রোহিতের সঙ্গে ছবি পোস্ট রাহানের, মজার প্রতিক্রিয়া দিলেন ধাওয়ান - রোহিতের সঙ্গে ছবি পোস্ট রাহানের, মজার প্রতিক্রিয়া দিলেন ধাওয়ান

রোহিত শর্মার সঙ্গে টুইটারে একটি ছবি পোস্ট করেছিলেন অজিঙ্কা রাহানে ৷ সেই ছবিতে মজার প্রতিক্রিয়া দিলেন শিখর ধাওয়ান ৷

রোহিতের সঙ্গে ছবি পোস্ট রাহানের, মজার প্রতিক্রিয়া দিলেন ধাওয়ান
রোহিতের সঙ্গে ছবি পোস্ট রাহানের, মজার প্রতিক্রিয়া দিলেন ধাওয়ান
author img

By

Published : Jun 18, 2020, 3:37 AM IST

দিল্লি, 17 জুন: একজন টেস্ট ফরম্যাটের সহ অধিনায়ক ৷ অন্যজন সীমিত ওভারের সহ অধিনায়ক ৷ ম্য়াচের পর রোহিত শর্মার সাক্ষাৎকারের একটি ছবি পোস্ট করেছিলেন অজিঙ্কা রাহানে ৷ তারা কী নিয়ে আলোচনা করছেন নেটিজেনদের অনুমান করতে বলেছিলেন ৷ সেই ছবিতেই মজার উত্তর দিলেন ভারতীয় দলের ওপেনার শিখর ধাওয়ান ৷ তাঁর এই উত্তরে বেশ মজা পেয়েছে নেটিজেনরা ৷

ছবি পোস্ট করে রাহানে লিখেছেন, "এটা পূর্ণ কর ৷ যে উত্তরটা সবথেকে ভালো হবে সেটাই আমার স্টোরিতে পোস্ট করব ৷" এর উত্তরে নেটিজেনদের নানারকম প্রতিক্রিয়া পাওয়া গেছে ৷ তবে সবথেকে মজাদার উত্তর এসেছে শিখর ধাওয়ানের থেকে ৷ তিনি লিখেছেন, "রোহিত জিজ্ঞাসা করছে ভাই মুখে কী রয়েছে ? এর উত্তরে রাহানে বলেছে, অজিঙ্কা মশলা ৷" ধাওয়ানের উত্তরে নেটিজেনদের পাশাপাশি মজা পেয়েছেন রাহানেও ৷

এখনও পর্যন্ত মাঠে ফেরেনি ক্রিকেট ৷ লকডাউন শিথিল হওয়ার পর অনুশীলনের অনুমতি পেয়েছে ক্রিকেটাররা ৷ তবে কবে থেকে ক্রিকেটাররা মাঠে নামবে তা নিয়ে এখনও কিছু জানায়নি BCCI ৷ লকডাউনের মধ্যে তাই ইনস্টাগ্রাম লাইভের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন ক্রিকেটাররা ৷ সোশাল মিডিয়ায় নানারকম ভিডিয়ো পোস্টের পাশাপাশি ক্রিকেটারদের একে অপরকে নিয়ে মজা করতেও দেখা গেছে ৷

দিল্লি, 17 জুন: একজন টেস্ট ফরম্যাটের সহ অধিনায়ক ৷ অন্যজন সীমিত ওভারের সহ অধিনায়ক ৷ ম্য়াচের পর রোহিত শর্মার সাক্ষাৎকারের একটি ছবি পোস্ট করেছিলেন অজিঙ্কা রাহানে ৷ তারা কী নিয়ে আলোচনা করছেন নেটিজেনদের অনুমান করতে বলেছিলেন ৷ সেই ছবিতেই মজার উত্তর দিলেন ভারতীয় দলের ওপেনার শিখর ধাওয়ান ৷ তাঁর এই উত্তরে বেশ মজা পেয়েছে নেটিজেনরা ৷

ছবি পোস্ট করে রাহানে লিখেছেন, "এটা পূর্ণ কর ৷ যে উত্তরটা সবথেকে ভালো হবে সেটাই আমার স্টোরিতে পোস্ট করব ৷" এর উত্তরে নেটিজেনদের নানারকম প্রতিক্রিয়া পাওয়া গেছে ৷ তবে সবথেকে মজাদার উত্তর এসেছে শিখর ধাওয়ানের থেকে ৷ তিনি লিখেছেন, "রোহিত জিজ্ঞাসা করছে ভাই মুখে কী রয়েছে ? এর উত্তরে রাহানে বলেছে, অজিঙ্কা মশলা ৷" ধাওয়ানের উত্তরে নেটিজেনদের পাশাপাশি মজা পেয়েছেন রাহানেও ৷

এখনও পর্যন্ত মাঠে ফেরেনি ক্রিকেট ৷ লকডাউন শিথিল হওয়ার পর অনুশীলনের অনুমতি পেয়েছে ক্রিকেটাররা ৷ তবে কবে থেকে ক্রিকেটাররা মাঠে নামবে তা নিয়ে এখনও কিছু জানায়নি BCCI ৷ লকডাউনের মধ্যে তাই ইনস্টাগ্রাম লাইভের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন ক্রিকেটাররা ৷ সোশাল মিডিয়ায় নানারকম ভিডিয়ো পোস্টের পাশাপাশি ক্রিকেটারদের একে অপরকে নিয়ে মজা করতেও দেখা গেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.