ETV Bharat / sports

বাবা হচ্ছেন হার্দিক, কোহলি-শাস্ত্রীদের শুভেচ্ছা

চলতি বছরে ভ্যালেন্টাইন্স ডে-র দিন ইয়টে চড়ে নাটকীয় ভঙ্গিমায় অভিনেত্রী তথা বান্ধবী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে আংটি বদল করেন হার্দিক ৷ এরপর হঠাৎ 31 মে লকডাউনের মধ্যে বাবা হওয়ার কথা ঘোষণা করে চমকে দিলেন পান্ডিয়া ৷

বাবা হচ্ছেন হার্দিক, কোহলি-শাস্ত্রীদের শুভেচ্ছা
বাবা হচ্ছেন হার্দিক, কোহলি-শাস্ত্রীদের শুভেচ্ছা
author img

By

Published : Jun 1, 2020, 1:55 PM IST

মুম্বই, 1 জুন: বাবা হচ্ছেন ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া ৷ অনুরাগীদের চমকে দিয়ে গতকাল রাতেই এই সুখবর দিয়েছেন হার্দিক ও তাঁর বাগদত্তা নাতাশা স্ট্যানকোভিচ ৷ আর তারপর থেকেই ক্রিকেট জগতে বইছে শুভেচ্ছার ঝড় ৷ অধিনায়ক বিরাট কোহলি, কোচ রবি শাস্ত্রীরা ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানিয়েছেন হার্দিক-নাতাশাকে ৷

চলতি বছরে ভ্যালেন্টাইন্স ডে-র দিন ইয়টে চড়ে নাটকীয় ভঙ্গিমায় অভিনেত্রী তথা বান্ধবী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে আংটি বদল করেন হার্দিক ৷ এরপর হঠাৎ 31 মে লকডাউনের মধ্যে বাবা হওয়ার কথা ঘোষণা করে চমকে দিলেন পাণ্ডিয়া ৷ সুখবর দেওয়ার পাশাপাশি বেশ কিছু ছবিও পোস্ট করেছেন তিনি ৷ তার মধ্যে একটি ছবিতে নাতাশার বেবি বাম্প স্পষ্ট ৷ আরও একটি ছবি পোস্ট করে বিয়ের জল্পনাও উসকে দিয়েছেন হার্দিক ৷ ছবি দেখে মনে হচ্ছে কোয়ারানটিনে থাকার সময়ই চারহাত এক করে ফেলেছেন নাতাশা-হার্দিক ৷ যদিও বিয়ে নিয়ে কোনও কথা বলেননি তিনি ৷ বছর 26-এর এই অলরাউন্ডার ইনস্টা পোস্টে লেখেন, "এতদিন পর্যন্ত নাতাশা এবং আমার জীবন খুব ভালোভাবে কেটেছে ৷ এই যাত্রা আরও সুন্দর হতে চলেছে ৷ আমরা দুজনই এক নতুন জীবনের অপেক্ষায় রয়েছি ৷ আপনাদের শুভেচ্ছা ও আশীর্বাদ কাম্য ৷"

বিয়ের পোশাকে হার্দিক-নাতাশা
বিয়ের পোশাকে হার্দিক-নাতাশা

এই ইনস্টা পোস্টের কিছুক্ষণ পরই অধিনায়ক বিরাট কোহলির শুভেচ্ছা আসে ৷ তিনি লেখেন, "তোমাদের দু'জনকেই শুভেচ্ছা ৷ পরিবারে আগত তৃতীয় সদস্যের জন্য অনেক আশীর্বাদ ও ভালোবাসা রইল ৷"

কোহলির শুভেচ্ছা
কোহলির শুভেচ্ছা

শুভেচ্ছা জানিয়েছেন হেড কোচ রবি শাস্ত্রী, পেসার মহম্মদ সামি, রোহিত শর্মার স্ত্রী ঋতিকা সচদেব, ইশান কিষাণ এবং IPL টিম মুম্বই ইন্ডিয়ান্সও ৷

শাস্ত্রীর শুভেচ্ছা
শাস্ত্রীর শুভেচ্ছা

মুম্বই, 1 জুন: বাবা হচ্ছেন ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া ৷ অনুরাগীদের চমকে দিয়ে গতকাল রাতেই এই সুখবর দিয়েছেন হার্দিক ও তাঁর বাগদত্তা নাতাশা স্ট্যানকোভিচ ৷ আর তারপর থেকেই ক্রিকেট জগতে বইছে শুভেচ্ছার ঝড় ৷ অধিনায়ক বিরাট কোহলি, কোচ রবি শাস্ত্রীরা ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানিয়েছেন হার্দিক-নাতাশাকে ৷

চলতি বছরে ভ্যালেন্টাইন্স ডে-র দিন ইয়টে চড়ে নাটকীয় ভঙ্গিমায় অভিনেত্রী তথা বান্ধবী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে আংটি বদল করেন হার্দিক ৷ এরপর হঠাৎ 31 মে লকডাউনের মধ্যে বাবা হওয়ার কথা ঘোষণা করে চমকে দিলেন পাণ্ডিয়া ৷ সুখবর দেওয়ার পাশাপাশি বেশ কিছু ছবিও পোস্ট করেছেন তিনি ৷ তার মধ্যে একটি ছবিতে নাতাশার বেবি বাম্প স্পষ্ট ৷ আরও একটি ছবি পোস্ট করে বিয়ের জল্পনাও উসকে দিয়েছেন হার্দিক ৷ ছবি দেখে মনে হচ্ছে কোয়ারানটিনে থাকার সময়ই চারহাত এক করে ফেলেছেন নাতাশা-হার্দিক ৷ যদিও বিয়ে নিয়ে কোনও কথা বলেননি তিনি ৷ বছর 26-এর এই অলরাউন্ডার ইনস্টা পোস্টে লেখেন, "এতদিন পর্যন্ত নাতাশা এবং আমার জীবন খুব ভালোভাবে কেটেছে ৷ এই যাত্রা আরও সুন্দর হতে চলেছে ৷ আমরা দুজনই এক নতুন জীবনের অপেক্ষায় রয়েছি ৷ আপনাদের শুভেচ্ছা ও আশীর্বাদ কাম্য ৷"

বিয়ের পোশাকে হার্দিক-নাতাশা
বিয়ের পোশাকে হার্দিক-নাতাশা

এই ইনস্টা পোস্টের কিছুক্ষণ পরই অধিনায়ক বিরাট কোহলির শুভেচ্ছা আসে ৷ তিনি লেখেন, "তোমাদের দু'জনকেই শুভেচ্ছা ৷ পরিবারে আগত তৃতীয় সদস্যের জন্য অনেক আশীর্বাদ ও ভালোবাসা রইল ৷"

কোহলির শুভেচ্ছা
কোহলির শুভেচ্ছা

শুভেচ্ছা জানিয়েছেন হেড কোচ রবি শাস্ত্রী, পেসার মহম্মদ সামি, রোহিত শর্মার স্ত্রী ঋতিকা সচদেব, ইশান কিষাণ এবং IPL টিম মুম্বই ইন্ডিয়ান্সও ৷

শাস্ত্রীর শুভেচ্ছা
শাস্ত্রীর শুভেচ্ছা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.