মেলবোর্ন, 23 ডিসেম্বর : চোটের জন্য ফেব্রুয়ারিতে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ের প্রথম ম্যাচে অনিশ্চিত মহম্মদ শামি । চোটের জন্য ছয় সপ্তাহ বিশ্রাম দেওয়া হয় তাঁকে ।
বর্ডার গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে ব্যাট করার সময় কবজির চোট পেয়ে ছিটকে যান শামি। দ্বিতীয় ইনিংসে বল হাতেও দেখা যায়নি তাঁকে । চোটের পর হাসপাতালে নিয়ে গেলে চোট গুরুতর বলে জানা যায় । উল্লেখ্য, ওই ম্যাচে ভারতের দ্বিতীয় ইনিংস মাত্র 36 রানে গুটিয়ে যায় এবং লজ্জাজনক হারের মুখে পড়তে হয় দলকে ।
বিসিসিআই সূত্রের খবর অনুযায়ী, ইংল্যান্ডের সাথে প্রথম টেস্ট খেলতে পারবেন না শামি । তাঁর হাতের প্লাস্টার খোলা হলে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে কাটাতে হবে তাঁকে । সব মিলিয়ে ছয় সপ্তাহ সময় লাগবে মাঠে ফিরতে । ইতিমধ্যেই তিনি চলতি অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গিয়ে বুধবার ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন ।
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত ঘরের মাঠে সিরিজ় খেলতে নামছে 5 ফেব্রুয়ারি থেকে । চার টেস্টের সিরিজ়ের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ।
আরও পড়ুন: বড় ধাক্কা ভারতীয় শিবিরে, সিরিজ় থেকে ছিটকে গেলেন শামি
গত কয়েক বছর ভারতীয় বোলিংয়ের অন্যতম মূল কান্ডারি মহম্মদ শামি । 2018-19 সালে অস্ট্রেলিয়া সফরে ভারত টেস্ট সিরিজ় জিতে ইতিহাস তৈরি করেছিল । ওই সিরিজ়ে শামি 16 টি উইকেট পান ।
চোটের কারণে ছিটকে গিয়ে চলতি সিরিজ়ে বাদ পড়াই এক চিন্তার বিষয় ছিল । এরপর আবার ইংল্যান্ড সফরে তাঁর প্রথম ম্যাচে না থাকার আশঙ্কা একটা বড় ধাক্কা ভারতীয় দলের কাছে ।