ETV Bharat / sports

কলকাতায় কালীপুজোর উদ্বোধনের জের, সাকিবকে কুপিয়ে খুনের হুমকি - সাকিবকে খুনের হুমকি

মহসিন তালুকদার নামে ওই ব্যক্তি সিলেটের বাসিন্দা ৷ রবিবার ফেসবুক লাইভে দা নিয়ে সাকিব আল হাসানকে খুনের হুমকি দেয় সে ৷ তার মতে, কালীপুজোর উদ্বোধন করে মুসলিমদের ভাবাবেগে আঘাত করেছেন তিনি ।

Shakib Al Hasan receives death threat for inaugurating Kali Puja in Kolkata
Shakib Al Hasan receives death threat for inaugurating Kali Puja in Kolkata
author img

By

Published : Nov 17, 2020, 11:27 AM IST

Updated : Nov 17, 2020, 11:33 AM IST

ঢাকা, 17 নভেম্বর : সদ্য নির্বাসনের মেয়াদ শেষ হয়েছে । জাতীয় দলে ফেরার প্রস্তুতির মাঝেই কলকাতায় কালীপুজোর উদ্বোধনে দেখা যায় সাকিব আল হাসানকে ৷ আর তার জেরেই তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হল ৷ ফেসবুক লাইভে এসে এক ব্যক্তি তাঁকে কুপিয়ে খুনের হুমকি দিয়েছে ৷ ওই ব্যক্তির বক্তব্য, কালীপুজোর উদ্বোধন করে মুসলিম ভাবাবেগে আঘাত দিয়েছেন সাকিব ৷

বৃহস্পতিবার বেলেঘাটা এলাকায় একটি কালীপুজোর মণ্ডপের উদ্বোধন করেন সাকিব আল হাসান ৷ তাঁকে প্রতিমার সামনে দাঁড়িয়ে প্রার্থনা করতেও দেখা যায় ৷ শুক্রবার বাংলাদেশে ফিরে আসেন তিনি ৷ সেই ছবি প্রকাশ্যে আসতেই চরমপন্থীরা এর সমালোচনা করে ৷ এরপরই মহসিন তালুকদার নামে সিলেটের এক যুবক ফেসবুক লাইভে তাঁকে খুনের হুমকি দেয় ৷ রবিবার 12টা 6 নাগাদ লাইভে এসে ওই যুবক বলে, সাকিবের কাজ মুসলিমদের আঘাত করেছে ৷ এরপর লাইভে দা উঁচিয়ে সাকিবকে টুকরো টুকরো করে খুন করার হুমকি দেয় সে ৷ এমনকী ওই যুবক আরও বলে, দরকার হলে সিলেট থেকে ঢাকায় হেঁটে গিয়ে খুন করে আসবে ৷

এই বিষয়ে সিলেটের অ্যাডিশনাল ডেপুটি কমিশনার আসরাফ উল্লাহ তাহের বলেছেন, "বিষয়টি আমাদের নজরে এসেছে ৷ সাইবার ফরেন্সিক টিমের হাতে ভিডিয়োর লিঙ্ক তুলে দেওয়া হয়েছে ৷ শীঘ্রই আইনি ব্যবস্থা নেওয়া হবে ৷" তাঁর মতে, এটি মানহানি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার প্রয়াস ৷ পরে অবশ্য আরও একটি ফেসবুক লাইভে এসে ক্ষমা চায় যুবক ৷ একই সঙ্গে সাকিব সহ বাংলাদেশের সেলিব্রিটিদের "সঠিক পথে" চলার পরামর্শ দেয় সে ৷ ফেসবুক থেকে দুটি ভিডিয়ো সরিয়ে দেওয়া হয়েছে ৷

পরে ফেসবুক লাইভে এসে ক্ষমা চান সাকিবও ৷ তাঁর দাবি, কালীপুজোর উদ্বোধন তিনি করেননি ৷ শুধু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷

ঢাকা, 17 নভেম্বর : সদ্য নির্বাসনের মেয়াদ শেষ হয়েছে । জাতীয় দলে ফেরার প্রস্তুতির মাঝেই কলকাতায় কালীপুজোর উদ্বোধনে দেখা যায় সাকিব আল হাসানকে ৷ আর তার জেরেই তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হল ৷ ফেসবুক লাইভে এসে এক ব্যক্তি তাঁকে কুপিয়ে খুনের হুমকি দিয়েছে ৷ ওই ব্যক্তির বক্তব্য, কালীপুজোর উদ্বোধন করে মুসলিম ভাবাবেগে আঘাত দিয়েছেন সাকিব ৷

বৃহস্পতিবার বেলেঘাটা এলাকায় একটি কালীপুজোর মণ্ডপের উদ্বোধন করেন সাকিব আল হাসান ৷ তাঁকে প্রতিমার সামনে দাঁড়িয়ে প্রার্থনা করতেও দেখা যায় ৷ শুক্রবার বাংলাদেশে ফিরে আসেন তিনি ৷ সেই ছবি প্রকাশ্যে আসতেই চরমপন্থীরা এর সমালোচনা করে ৷ এরপরই মহসিন তালুকদার নামে সিলেটের এক যুবক ফেসবুক লাইভে তাঁকে খুনের হুমকি দেয় ৷ রবিবার 12টা 6 নাগাদ লাইভে এসে ওই যুবক বলে, সাকিবের কাজ মুসলিমদের আঘাত করেছে ৷ এরপর লাইভে দা উঁচিয়ে সাকিবকে টুকরো টুকরো করে খুন করার হুমকি দেয় সে ৷ এমনকী ওই যুবক আরও বলে, দরকার হলে সিলেট থেকে ঢাকায় হেঁটে গিয়ে খুন করে আসবে ৷

এই বিষয়ে সিলেটের অ্যাডিশনাল ডেপুটি কমিশনার আসরাফ উল্লাহ তাহের বলেছেন, "বিষয়টি আমাদের নজরে এসেছে ৷ সাইবার ফরেন্সিক টিমের হাতে ভিডিয়োর লিঙ্ক তুলে দেওয়া হয়েছে ৷ শীঘ্রই আইনি ব্যবস্থা নেওয়া হবে ৷" তাঁর মতে, এটি মানহানি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার প্রয়াস ৷ পরে অবশ্য আরও একটি ফেসবুক লাইভে এসে ক্ষমা চায় যুবক ৷ একই সঙ্গে সাকিব সহ বাংলাদেশের সেলিব্রিটিদের "সঠিক পথে" চলার পরামর্শ দেয় সে ৷ ফেসবুক থেকে দুটি ভিডিয়ো সরিয়ে দেওয়া হয়েছে ৷

পরে ফেসবুক লাইভে এসে ক্ষমা চান সাকিবও ৷ তাঁর দাবি, কালীপুজোর উদ্বোধন তিনি করেননি ৷ শুধু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷

Last Updated : Nov 17, 2020, 11:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.