ঢাকা, 29 অক্টোবর : সকাল থেকেই চলছিল জল্পনা ৷ বেলা গড়াতেই সত্যি হল যাবতীয় আশঙ্কা ৷ নির্বাসিত হলেন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার শাকিব আল হাসান৷ সব ধরনের ক্রিকেট থেকে বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে নির্বাসিত করল আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা৷
বুকিদের থেকে মোট তিন দফা বেটিংয়ের প্রস্তাব পান শাকিব ৷ প্রথম প্রস্তাব পান 2018 সালের বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ে ত্রিদেশীয় সিরিজে ৷ ওই একই ত্রিদেশীয় সিরিজে দ্বিতীয় প্রস্তাব পান তিনি ৷ 2018 সালের 26 এপ্রিল IPL-এ সানরাইজ়ার্স হায়দরাবাদ ও কিংস ইলেভেন ম্যাচ চলাকালীন শাকিব তৃতীয় প্রস্তাব পান ৷ সঙ্গে সঙ্গেই তা তিনি ফিরিয়েও দেন৷ কিন্তু সব ক্ষেত্রেই বিষয়টি বোর্ডের দুর্নীতি দমন শাখাকে জানাননি৷ ICC-র নিয়ম অনুযায়ী, কোনও ক্রিকেটার যদি বুকিদের কাছ থেকে কোনও প্রস্তাব পান তাহলে তৎক্ষণাৎ তা ক্রিকেটের দুর্নীতি দমন শাখায় জানাতে হবে৷ কোচিং স্টাফ, আম্পায়ার সবার ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য৷ আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থার 2.4.4 ধারায় অভিযুক্ত হন তিনি৷ এ ক্ষেত্রে শাকিব প্রস্তাব পাওয়ার পরও বিষয়টি কাউকে না জানানোয় এই শাস্তির মুখে পরতে হল তাঁকে ৷
ICC জানিয়েছে, আগামী এক বছর খেলতে পারবেন না শাকিব । কিন্তু যদি সাজার সব শর্ত মেনে চলেন তাহলে 2020 সালের 29 অক্টোবর থেকে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার ৷