ব্রিজটাউন, 27 জানুয়ারি : করোনা আক্রান্ত হলেন ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ওপেনার শেই হোপ ও তাঁর ভাই কেইল হোপ ৷ যার জেরে ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া সুপার 50 কাপে বার্বাডোজ দল থেকে ছিটকে গেলেন এই দুই ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ৷ আজ বার্বাডোজ ক্রিকেট অ্য়াসোসিয়েশনের তরফে একটি বিবৃতি জারি করে এ কথা জানানো হয়েছে ৷
আরও পড়ুন : ফের হাসপাতালে সৌরভ, চিন্তা নেই; জানালেন চিকিৎসকরা
আজ বার্বাডোজের তরফে জানানো হয়েছে, ‘‘হোপ ব্রাদার্স শেই এবং কেইল কোভিড-19 পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ যার কারণে তাঁরা অ্য়ান্টিগায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সিজি ইনসুরেন্স সুপার 50 কাপ খেলতে পারবেন না ৷’’ ফেব্রুয়ারির 7 থেকে 27 তারিখ পর্যন্ত তাঁরা মাঠের বাইরে থাকবে বলে জানা গিয়েছে ৷ বার্বাডোজ সরকারের নির্দেশিকা অনুযায়ী শেই ও কেইল হোপকে আইসোলেশনে রাখা হয়েছে ৷ তাঁরা গত রবিবার করোনার পরীক্ষা করান ৷ আগামী সপ্তাহে টুর্নামেন্ট শুরুর আগে এই পরীক্ষা করাতে হয়েছে তাঁদের ৷