ETV Bharat / sports

"মিথ্যা বলব না, আমার মাথাতেও বিষয়টি ছিল", বিশ্বকাপ নিয়ে ঋষভ

IPL-এ দারুণ পারফরম্যান্সের পর বিশ্বকাপে জায়গা না পাওয়ার বিষয় নিয়ে মুখ খুললেন পন্থ ।

ঋষভ
author img

By

Published : Apr 23, 2019, 7:22 PM IST

দিল্লি, 23 এপ্রিল : IPL-এ প্রথম ম্যাচেই বছরের দ্রুততম হাফসেঞ্চুরি করে সাড়া জাগিয়েছিলেন তরুণ উইকেটকিপার ঋষভ পন্থ । কিন্তু হঠাৎ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ সিরিজ়ে সেভাবে পারফর্ম করতে না পারায় বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ হয়নি । কিন্তু IPL-এ দারুণ পারফরম্যান্সের পর এই বিষয় নিয়ে মুখ খুললেন পন্থ ।

তিনি বলেন, "আমার দারুণ আনন্দ হচ্ছে, নিজের দলের জয়ের জন্য গুরুত্বপূর্ণ ইনিংস খেলতে পারাটা খুব দারুণ অনুভূতি । আমি মিথ্যা কথা বলব না, দলে নির্বাচিত না হতে পারার বিষয়টি আমার মাথার মধ্যে চলছিল ।" পাশাপাশি তিনি আরও বলেছেন , "আমি নিজের চেষ্টা জারি রেখেছিলাম। আর সেটা আমার জন্য কার্যকরী হয়েছে ।"

রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটাল্স ম্যাচে মাত্র ৩৬ বলে ৭৮ রান করেন ঋষভ । ম্যাচের সেরাও হন । মূলত তাঁর পারফরম্যান্সে ভর দিয়েই দিল্লি ম্যাচ জিতে যায় । স্বাভাবিকভাবেই নিজের পারফরম্যান্স নিয়ে খুশি ঋষভ । তবে নিজের আনন্দের মধ্যে বেরিয়ে এল আক্ষেপও ।

দিল্লি, 23 এপ্রিল : IPL-এ প্রথম ম্যাচেই বছরের দ্রুততম হাফসেঞ্চুরি করে সাড়া জাগিয়েছিলেন তরুণ উইকেটকিপার ঋষভ পন্থ । কিন্তু হঠাৎ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ সিরিজ়ে সেভাবে পারফর্ম করতে না পারায় বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ হয়নি । কিন্তু IPL-এ দারুণ পারফরম্যান্সের পর এই বিষয় নিয়ে মুখ খুললেন পন্থ ।

তিনি বলেন, "আমার দারুণ আনন্দ হচ্ছে, নিজের দলের জয়ের জন্য গুরুত্বপূর্ণ ইনিংস খেলতে পারাটা খুব দারুণ অনুভূতি । আমি মিথ্যা কথা বলব না, দলে নির্বাচিত না হতে পারার বিষয়টি আমার মাথার মধ্যে চলছিল ।" পাশাপাশি তিনি আরও বলেছেন , "আমি নিজের চেষ্টা জারি রেখেছিলাম। আর সেটা আমার জন্য কার্যকরী হয়েছে ।"

রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটাল্স ম্যাচে মাত্র ৩৬ বলে ৭৮ রান করেন ঋষভ । ম্যাচের সেরাও হন । মূলত তাঁর পারফরম্যান্সে ভর দিয়েই দিল্লি ম্যাচ জিতে যায় । স্বাভাবিকভাবেই নিজের পারফরম্যান্স নিয়ে খুশি ঋষভ । তবে নিজের আনন্দের মধ্যে বেরিয়ে এল আক্ষেপও ।

Bhopal (Madhya Pradesh), Apr 23 (ANI): Bharatiya Janata Party (BJP) candidate Sadhvi Pragya Singh Thakur held a roadshow in Bhopal. She is Lok Sabha candidate from Bhopal parliamentary constituency. BJP workers came out in large numbers to support their candidate. Madhya Pradesh is going to polls in four phases scheduled on April 29, May 6, May 12 and May 19 respectively.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.