ETV Bharat / sports

লারা-গেইলের থেকে পেয়েছিলেন বিশেষ উপহার, 7 বছর পর জানালেন সচিন

2013 সালের 16 নভেম্বর ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে টেস্ট জেতার পর অবসর নেন সচিন ৷

লারা-গেইলের থেকে পেয়েছিলেন বিশেষ উপহার, 7 বছর পর জানালেন সচিন
লারা-গেইলের থেকে পেয়েছিলেন বিশেষ উপহার, 7 বছর পর জানালেন সচিন
author img

By

Published : Nov 17, 2020, 1:41 PM IST

মুম্বই, 17 নভেম্বর : কেরিয়ারের 200তম টেস্ট ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন সচিন তেন্ডুলকর ৷ সেদিন বন্ধু ব্রায়ান লারা ও ক্রিস গেইলের থেকে বিশেষ উপহার পেয়েছিলেন ৷ কী সেই উপহার ? অবসরের সাতবছর পর অনুরাগীদের জানালেন তিনি ৷

2013 সালের 16 নভেম্বর ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে টেস্ট জেতার পর অবসর নেন সচিন ৷ 200তম টেস্ট খেলে সচিন অবসর নেবেন তা একমাস আগে থাকতেই জানিয়ে দিয়েছিলেন ৷ তাই বিশেষ দিনটিতে সচিনকে উপহার দেন ক্যারিবিয়ান ব্যাটিং কিংবদন্তী ব্রায়ান লারা ও ক্রিস গেইল ৷ সোমবার অবসরের সাতবছর পূর্তিতে সেই উপহার প্রকাশ্যে আনলেন সচিন ৷ সেটি হল একটি ছোট্ট স্টিলের ড্রাম ৷

টুইটারে 1 মিনিট 15 সেকেন্ডের একটি ভিডিয়ো আপলোড করেছেন সচিন ৷ ভিডিয়োতে ড্রাম বাজাতেও দেখা গেছে তাঁকে ৷ ক্যাপশনে লিখেছেন, "সাতবছর আগে আজকের দিনে ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট এবং আমার বন্ধু ব্রায়ান লারা ও ক্রিস গেইল এই সুন্দর ড্রামটি উপহার দিয়েছিল ৷ এই সুন্দর উপহারের জন্য সবসময় কৃতজ্ঞ থাকব ৷ এই ভালোবাসা ও সম্মানের জন্য তাঁদের ধন্যবাদ ৷" স্মৃতি হাতড়ে সচিন বলেন, "আমার মনে পড়ছে ব্রায়ান লারা আমার বাড়ি এসে ড্রামটি বাজিয়েছিল ৷ এটার আওয়াজ খুব মধুর ৷" পরে ড্রামটি বাজিয়েও শোনান সচিন ৷

মুম্বই, 17 নভেম্বর : কেরিয়ারের 200তম টেস্ট ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন সচিন তেন্ডুলকর ৷ সেদিন বন্ধু ব্রায়ান লারা ও ক্রিস গেইলের থেকে বিশেষ উপহার পেয়েছিলেন ৷ কী সেই উপহার ? অবসরের সাতবছর পর অনুরাগীদের জানালেন তিনি ৷

2013 সালের 16 নভেম্বর ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে টেস্ট জেতার পর অবসর নেন সচিন ৷ 200তম টেস্ট খেলে সচিন অবসর নেবেন তা একমাস আগে থাকতেই জানিয়ে দিয়েছিলেন ৷ তাই বিশেষ দিনটিতে সচিনকে উপহার দেন ক্যারিবিয়ান ব্যাটিং কিংবদন্তী ব্রায়ান লারা ও ক্রিস গেইল ৷ সোমবার অবসরের সাতবছর পূর্তিতে সেই উপহার প্রকাশ্যে আনলেন সচিন ৷ সেটি হল একটি ছোট্ট স্টিলের ড্রাম ৷

টুইটারে 1 মিনিট 15 সেকেন্ডের একটি ভিডিয়ো আপলোড করেছেন সচিন ৷ ভিডিয়োতে ড্রাম বাজাতেও দেখা গেছে তাঁকে ৷ ক্যাপশনে লিখেছেন, "সাতবছর আগে আজকের দিনে ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট এবং আমার বন্ধু ব্রায়ান লারা ও ক্রিস গেইল এই সুন্দর ড্রামটি উপহার দিয়েছিল ৷ এই সুন্দর উপহারের জন্য সবসময় কৃতজ্ঞ থাকব ৷ এই ভালোবাসা ও সম্মানের জন্য তাঁদের ধন্যবাদ ৷" স্মৃতি হাতড়ে সচিন বলেন, "আমার মনে পড়ছে ব্রায়ান লারা আমার বাড়ি এসে ড্রামটি বাজিয়েছিল ৷ এটার আওয়াজ খুব মধুর ৷" পরে ড্রামটি বাজিয়েও শোনান সচিন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.