ETV Bharat / sports

"মাঠ ও জীবনে সোজা খেলতে শিখিয়েছেন", আচরেকরকে শ্রদ্ধার্ঘ্য সচিনের - teachers day

আচরেকরের সঙ্গে নিজের ছোটোবেলার ক্রিকেট শিক্ষার ছবি দিয়ে কিংবদন্তি এই ক্রিকেটার নিজের টুইটারে লিখেছেন, "শিক্ষকরা শুধু শিক্ষা প্রদান করেন না ৷ তাঁরা মূল্যবোধও শেখান ৷ আমাকে জীবন এবং ক্রিকেট মাঠে সোজা খেলার শিক্ষা দিয়েছেন আচরেকর স্যার ৷ আমার জীবনে অবদানের জন্য তাঁর কাছে চিরকৃতজ্ঞ থাকব ৷ তাঁর শিক্ষা আজও আমাকে পথ দেখায় ৷"

শচিন ও আচরেকরকে
author img

By

Published : Sep 5, 2019, 3:27 PM IST

মুম্বই, 5 সেপ্টেম্বর : তাঁর জীবনে "স্যার"-এর ভূমিকার কথা বারবার বলেছেন ৷ আজ শিক্ষক দিবসে তাঁর ক্রিকেট গুরু রমাকান্ত আচরেকরকে শ্রদ্ধার্ঘ্য জানালেন সচিন তেন্ডুলকর ৷ বললেন, ক্রিকেট মাঠ এবং জীবনে সোজা খেলতে শিখিয়েছেন আচরেকর স্যার ৷

আচরেকরের সঙ্গে নিজের ছোটোবেলার ক্রিকেট শিক্ষার ছবি দিয়ে কিংবদন্তি এই ক্রিকেটার নিজের টুইটারে লিখেছেন, "শিক্ষকরা শুধু শিক্ষা প্রদান করেন না ৷ তাঁরা মূল্যবোধও শেখান ৷ আমাকে জীবন এবং ক্রিকেট মাঠে সোজা খেলার শিক্ষা দিয়েছেন আচরেকর স্যার ৷ আমার জীবনে অমূল্য অবদানের জন্য তাঁর কাছে চিরকৃতজ্ঞ থাকব ৷ তাঁর শিক্ষা আজও আমাকে পথ দেখায় ৷"

আরও পড়ুন : ধোনিকে টপকালেন বিরাট

11 বছর বয়সে দাদা অজিতের হাত ধরে রমাকান্ত আচরেকরের কাছে ক্রিকেট শিখতে আসেন সচিন ৷ শিষ্য-গুরুর ক্রিকেট শিক্ষাদানের নানা কাহিনি আজ লোকমুখে ঘোরে শিবাজী পার্কে ৷ কী ভাবে এক মাঠ থেকে অন্য মাঠে সচিনকে বাইকে বসিয়ে আচরেকর নিয়ে যেতেন, সেইসব কাহিনি শোনা যায় ৷ 16 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সচিনের ৷ এরপর তিনি বিশ্বক্রিকেট শাসন করেছেন দু'দশকের বেশি ৷ কিন্তু, নিজের জীবনে আচরেকরের অবদান কখনও ভোলেননি ৷ 2013 সালে বিদায়ী টেস্ট ম্যাচের পর নিজের বক্তব্যে "স্যার"-এর অবদানের কথা তুলে ধরেন সচিন ৷

চলতি বছরের জানুয়ারিতে প্রয়াত হয়েছেন দ্রোণাচার্য সম্মানে ভূষিত রমাকান্ত আচরেকর ৷ তাঁর শেষকৃত্যে চোখে জল দেখা গেছিল সচিন এবং বিনোদ কাম্বলির ৷ সেইসময় সচিন লিখেছিলেন, "আচরেকর স্যারের উপস্থিতিতে স্বর্গের ক্রিকেট সমৃদ্ধ হবে ৷ অনেক ছাত্রর মধ্যে আমিও স্যারের কাছে ক্রিকেটের ABCD শিখেছি ৷ আমি এখন যার উপর দাঁড়িয়ে, তার ভিত স্থাপন করেছেন আচরেকর স্যার ৷"

মুম্বই, 5 সেপ্টেম্বর : তাঁর জীবনে "স্যার"-এর ভূমিকার কথা বারবার বলেছেন ৷ আজ শিক্ষক দিবসে তাঁর ক্রিকেট গুরু রমাকান্ত আচরেকরকে শ্রদ্ধার্ঘ্য জানালেন সচিন তেন্ডুলকর ৷ বললেন, ক্রিকেট মাঠ এবং জীবনে সোজা খেলতে শিখিয়েছেন আচরেকর স্যার ৷

আচরেকরের সঙ্গে নিজের ছোটোবেলার ক্রিকেট শিক্ষার ছবি দিয়ে কিংবদন্তি এই ক্রিকেটার নিজের টুইটারে লিখেছেন, "শিক্ষকরা শুধু শিক্ষা প্রদান করেন না ৷ তাঁরা মূল্যবোধও শেখান ৷ আমাকে জীবন এবং ক্রিকেট মাঠে সোজা খেলার শিক্ষা দিয়েছেন আচরেকর স্যার ৷ আমার জীবনে অমূল্য অবদানের জন্য তাঁর কাছে চিরকৃতজ্ঞ থাকব ৷ তাঁর শিক্ষা আজও আমাকে পথ দেখায় ৷"

আরও পড়ুন : ধোনিকে টপকালেন বিরাট

11 বছর বয়সে দাদা অজিতের হাত ধরে রমাকান্ত আচরেকরের কাছে ক্রিকেট শিখতে আসেন সচিন ৷ শিষ্য-গুরুর ক্রিকেট শিক্ষাদানের নানা কাহিনি আজ লোকমুখে ঘোরে শিবাজী পার্কে ৷ কী ভাবে এক মাঠ থেকে অন্য মাঠে সচিনকে বাইকে বসিয়ে আচরেকর নিয়ে যেতেন, সেইসব কাহিনি শোনা যায় ৷ 16 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সচিনের ৷ এরপর তিনি বিশ্বক্রিকেট শাসন করেছেন দু'দশকের বেশি ৷ কিন্তু, নিজের জীবনে আচরেকরের অবদান কখনও ভোলেননি ৷ 2013 সালে বিদায়ী টেস্ট ম্যাচের পর নিজের বক্তব্যে "স্যার"-এর অবদানের কথা তুলে ধরেন সচিন ৷

চলতি বছরের জানুয়ারিতে প্রয়াত হয়েছেন দ্রোণাচার্য সম্মানে ভূষিত রমাকান্ত আচরেকর ৷ তাঁর শেষকৃত্যে চোখে জল দেখা গেছিল সচিন এবং বিনোদ কাম্বলির ৷ সেইসময় সচিন লিখেছিলেন, "আচরেকর স্যারের উপস্থিতিতে স্বর্গের ক্রিকেট সমৃদ্ধ হবে ৷ অনেক ছাত্রর মধ্যে আমিও স্যারের কাছে ক্রিকেটের ABCD শিখেছি ৷ আমি এখন যার উপর দাঁড়িয়ে, তার ভিত স্থাপন করেছেন আচরেকর স্যার ৷"

New Delhi, Sep 05 (ANI): Minister of Road Transport and Highways Nitin Gadkari spoke on the slowdown of automobile sector and confirmed that it is facing problems and claimed that it is happening due to global economy, demand and supply. While speaking to the media, he said, "There is a fact that as far as the present economic data is concerned automobile sector is facing problem, because of global economy, demand and supply. Govt is already with the automobile industry and under the Finance Ministry we'll find out a solution.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.