মুম্বই, 5 সেপ্টেম্বর : তাঁর জীবনে "স্যার"-এর ভূমিকার কথা বারবার বলেছেন ৷ আজ শিক্ষক দিবসে তাঁর ক্রিকেট গুরু রমাকান্ত আচরেকরকে শ্রদ্ধার্ঘ্য জানালেন সচিন তেন্ডুলকর ৷ বললেন, ক্রিকেট মাঠ এবং জীবনে সোজা খেলতে শিখিয়েছেন আচরেকর স্যার ৷
আচরেকরের সঙ্গে নিজের ছোটোবেলার ক্রিকেট শিক্ষার ছবি দিয়ে কিংবদন্তি এই ক্রিকেটার নিজের টুইটারে লিখেছেন, "শিক্ষকরা শুধু শিক্ষা প্রদান করেন না ৷ তাঁরা মূল্যবোধও শেখান ৷ আমাকে জীবন এবং ক্রিকেট মাঠে সোজা খেলার শিক্ষা দিয়েছেন আচরেকর স্যার ৷ আমার জীবনে অমূল্য অবদানের জন্য তাঁর কাছে চিরকৃতজ্ঞ থাকব ৷ তাঁর শিক্ষা আজও আমাকে পথ দেখায় ৷"
আরও পড়ুন : ধোনিকে টপকালেন বিরাট
-
Teachers impart not just education but also values. Achrekar Sir taught me to play straight - on the field and in life.
— Sachin Tendulkar (@sachin_rt) September 5, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
I shall always remain grateful to him for his immeasurable contribution in my life.
His lessons continue to guide me today. #TeachersDay pic.twitter.com/kr6hYIVXwt
">Teachers impart not just education but also values. Achrekar Sir taught me to play straight - on the field and in life.
— Sachin Tendulkar (@sachin_rt) September 5, 2019
I shall always remain grateful to him for his immeasurable contribution in my life.
His lessons continue to guide me today. #TeachersDay pic.twitter.com/kr6hYIVXwtTeachers impart not just education but also values. Achrekar Sir taught me to play straight - on the field and in life.
— Sachin Tendulkar (@sachin_rt) September 5, 2019
I shall always remain grateful to him for his immeasurable contribution in my life.
His lessons continue to guide me today. #TeachersDay pic.twitter.com/kr6hYIVXwt
11 বছর বয়সে দাদা অজিতের হাত ধরে রমাকান্ত আচরেকরের কাছে ক্রিকেট শিখতে আসেন সচিন ৷ শিষ্য-গুরুর ক্রিকেট শিক্ষাদানের নানা কাহিনি আজ লোকমুখে ঘোরে শিবাজী পার্কে ৷ কী ভাবে এক মাঠ থেকে অন্য মাঠে সচিনকে বাইকে বসিয়ে আচরেকর নিয়ে যেতেন, সেইসব কাহিনি শোনা যায় ৷ 16 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সচিনের ৷ এরপর তিনি বিশ্বক্রিকেট শাসন করেছেন দু'দশকের বেশি ৷ কিন্তু, নিজের জীবনে আচরেকরের অবদান কখনও ভোলেননি ৷ 2013 সালে বিদায়ী টেস্ট ম্যাচের পর নিজের বক্তব্যে "স্যার"-এর অবদানের কথা তুলে ধরেন সচিন ৷
চলতি বছরের জানুয়ারিতে প্রয়াত হয়েছেন দ্রোণাচার্য সম্মানে ভূষিত রমাকান্ত আচরেকর ৷ তাঁর শেষকৃত্যে চোখে জল দেখা গেছিল সচিন এবং বিনোদ কাম্বলির ৷ সেইসময় সচিন লিখেছিলেন, "আচরেকর স্যারের উপস্থিতিতে স্বর্গের ক্রিকেট সমৃদ্ধ হবে ৷ অনেক ছাত্রর মধ্যে আমিও স্যারের কাছে ক্রিকেটের ABCD শিখেছি ৷ আমি এখন যার উপর দাঁড়িয়ে, তার ভিত স্থাপন করেছেন আচরেকর স্যার ৷"