কলকাতা, 31 অক্টোবর : সচিন তেন্ডুলকর ভারত বনাম বাংলাদেশ গোলাপি বল টেস্টে উপস্থিত থাকতে পারেন । এ ব্যাপারে জোরালো ইঙ্গিত দিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় । বৃহস্পতিবার ইডেনে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট ও বাংলাদেশের আসন্ন ভারত সফরের হাল হকিকত নিয়ে কথা বলেন তিনি । একই সঙ্গে ইডেনে নৈশালোকে গোলাপি বলে টেস্ট ম্যাচ আয়োজনের নীল নকশা তৈরি করলেন ।
যে কোনও মূল্যে নৈশালোকে টেস্ট ম্যাচকে স্মরণীয় করতে চাইছে BCCI ও CAB । তাই ক্রিকেটের বাইরে জমকালো প্রদর্শনীর ছোয়া রাখার চেষ্টা । বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন । শুধু তিনি নন, ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি না আসলেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আসার জল্পনা জোরালো । উপস্থিত থাকবেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেক্ষেত্রে 22 নভেম্বর ইডেনে ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচের মঞ্চে শেখ হাসিনা, অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা হতে পারে । রাজনৈতিক অংক বা আন্তর্জাতিক সম্পর্কে দিকে আয়োজক সিএবি তাকাতে রাজি নয় । তারা বেশি সংখ্যক সেলিব্রেটিকে গোলাপি বলের টেস্টে উপস্থিত করতে চাইছে । সে কথা মাথায় রেখে পদ্মাপাড়ের রুনা লায়লার গানের পাশে উষা উত্থুপ বা শ্রেয়া ঘোষালকে উপস্থিত করার চেষ্টা চলছে ।
টেনিস তারকা সানিয়া মির্জা ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ দেখতে আসার ব্যাপারে সম্মতি জানিয়েছেন । ওই সময় শহরে থাকবেন দাবায় প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ । তাকেও উপস্থিত করার চেষ্টা চলছে । টেস্ট ম্যাচের মঞ্চকে সামাজিক বার্তার মঞ্চ হিসেবে ব্যবহারের পরিকল্পনা । তাই গ্লোবাল ক্যান্সার ফাউন্ডেশন ও HIV ফাউন্ডেশনের শিশুদের মধ্যে ক্রিকেট খেলা আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন CAB-র যুগ্ম সচিব অভিষেক ডালমিয়া ।