ETV Bharat / sports

পিঙ্ক বল টেস্টের মঞ্চ থেকে সামাজিক বার্তার প্রয়াস CAB-র - সামাজিক বার্তার প্রয়াস CAB-র

ভারত বনাম বাংলাদেশ গোলাপি বল টেস্টে উপস্থিত থাকতে পারেন সচিন তেন্ডুলকর । যে কোনও মূল্যে নৈশালোকে টেস্ট ম্যাচকে স্মরণীয় করতে চাইছে BCCI ও CAB ।

সচিন
author img

By

Published : Oct 31, 2019, 11:48 PM IST

কলকাতা, 31 অক্টোবর : সচিন তেন্ডুলকর ভারত বনাম বাংলাদেশ গোলাপি বল টেস্টে উপস্থিত থাকতে পারেন । এ ব্যাপারে জোরালো ইঙ্গিত দিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় । বৃহস্পতিবার ইডেনে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট ও বাংলাদেশের আসন্ন ভারত সফরের হাল হকিকত নিয়ে কথা বলেন তিনি । একই সঙ্গে ইডেনে নৈশালোকে গোলাপি বলে টেস্ট ম্যাচ আয়োজনের নীল নকশা তৈরি করলেন ।

যে কোনও মূল্যে নৈশালোকে টেস্ট ম্যাচকে স্মরণীয় করতে চাইছে BCCI ও CAB । তাই ক্রিকেটের বাইরে জমকালো প্রদর্শনীর ছোয়া রাখার চেষ্টা । বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন । শুধু তিনি নন, ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি না আসলেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আসার জল্পনা জোরালো । উপস্থিত থাকবেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেক্ষেত্রে 22 নভেম্বর ইডেনে ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচের মঞ্চে শেখ হাসিনা, অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা হতে পারে । রাজনৈতিক অংক বা আন্তর্জাতিক সম্পর্কে দিকে আয়োজক সিএবি তাকাতে রাজি নয় । তারা বেশি সংখ্যক সেলিব্রেটিকে গোলাপি বলের টেস্টে উপস্থিত করতে চাইছে । সে কথা মাথায় রেখে পদ্মাপাড়ের রুনা লায়লার গানের পাশে উষা উত্থুপ বা শ্রেয়া ঘোষালকে উপস্থিত করার চেষ্টা চলছে ।

টেনিস তারকা সানিয়া মির্জা ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ দেখতে আসার ব্যাপারে সম্মতি জানিয়েছেন । ওই সময় শহরে থাকবেন দাবায় প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ । তাকেও উপস্থিত করার চেষ্টা চলছে । টেস্ট ম্যাচের মঞ্চকে সামাজিক বার্তার মঞ্চ হিসেবে ব্যবহারের পরিকল্পনা । তাই গ্লোবাল ক্যান্সার ফাউন্ডেশন ও HIV ফাউন্ডেশনের শিশুদের মধ্যে ক্রিকেট খেলা আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন CAB-র যুগ্ম সচিব অভিষেক ডালমিয়া ।

কলকাতা, 31 অক্টোবর : সচিন তেন্ডুলকর ভারত বনাম বাংলাদেশ গোলাপি বল টেস্টে উপস্থিত থাকতে পারেন । এ ব্যাপারে জোরালো ইঙ্গিত দিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় । বৃহস্পতিবার ইডেনে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট ও বাংলাদেশের আসন্ন ভারত সফরের হাল হকিকত নিয়ে কথা বলেন তিনি । একই সঙ্গে ইডেনে নৈশালোকে গোলাপি বলে টেস্ট ম্যাচ আয়োজনের নীল নকশা তৈরি করলেন ।

যে কোনও মূল্যে নৈশালোকে টেস্ট ম্যাচকে স্মরণীয় করতে চাইছে BCCI ও CAB । তাই ক্রিকেটের বাইরে জমকালো প্রদর্শনীর ছোয়া রাখার চেষ্টা । বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন । শুধু তিনি নন, ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি না আসলেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আসার জল্পনা জোরালো । উপস্থিত থাকবেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেক্ষেত্রে 22 নভেম্বর ইডেনে ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচের মঞ্চে শেখ হাসিনা, অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা হতে পারে । রাজনৈতিক অংক বা আন্তর্জাতিক সম্পর্কে দিকে আয়োজক সিএবি তাকাতে রাজি নয় । তারা বেশি সংখ্যক সেলিব্রেটিকে গোলাপি বলের টেস্টে উপস্থিত করতে চাইছে । সে কথা মাথায় রেখে পদ্মাপাড়ের রুনা লায়লার গানের পাশে উষা উত্থুপ বা শ্রেয়া ঘোষালকে উপস্থিত করার চেষ্টা চলছে ।

টেনিস তারকা সানিয়া মির্জা ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ দেখতে আসার ব্যাপারে সম্মতি জানিয়েছেন । ওই সময় শহরে থাকবেন দাবায় প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ । তাকেও উপস্থিত করার চেষ্টা চলছে । টেস্ট ম্যাচের মঞ্চকে সামাজিক বার্তার মঞ্চ হিসেবে ব্যবহারের পরিকল্পনা । তাই গ্লোবাল ক্যান্সার ফাউন্ডেশন ও HIV ফাউন্ডেশনের শিশুদের মধ্যে ক্রিকেট খেলা আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন CAB-র যুগ্ম সচিব অভিষেক ডালমিয়া ।

Intro:শচিন রমেশ তেন্ডুলকর ভারত বনাম বাংলাদেশ গোলাপি বল টেস্টে উপস্থিত থাকতে পারেন।এব্যাপারে জোরালো ইঙ্গিত দিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। বৃহস্পতিবার ইডেনে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট ও বাংলাদেশের আসন্ন ভারত সফরের হাল হকিকত নিয়ে কথা।বললেন। একই সঙ্গে ইডেনে নৈশালোকে গোলাপি বলে টেস্ট ম্যাচ আয়োজনের নীল নকশা তৈরি করলেন। যেকোন মূল্যে নৈশালোকে টেস্ট ম্যাচ কে স্মরণীয় করতে চাইছে বিসিসিআই ও সিএবি।তাই ক্রিকেটের বাইরে জমকালো প্রদর্শনীর ছোয়া রাখার চেষ্টা। বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন। শুধু তিনি নন,ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কে আমন্ত্রণ জানানো হয়েছে। জল্পনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি না আসলেও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর আসার জল্পনা জোরালো। উপস্থিত থাকবেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেক্ষেত্রে 22নভেম্বর ইডেনে ভারত বাংলাদেশ টেস্ট ম্যাচের মঞ্চে শেখ হাসিনা, অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা হতে পারে। রাজনৈতিক অঙ্ক বা আর্ন্তজাতিক সম্পর্কে দিকে আয়োজক সিএবি তাকাতে রাজি নয়।তারা যত বেশি সংখ্যক সেলিব্রেটি কে গোলাপি বলের টেস্টে উপস্থিত করতে চাইছে।সেকথা মাথায় রেখে পদ্মাপাড়ের রুনা লায়লার গানের পাশে উষা উত্থুপ বা শ্রেয়া ঘোষালকে উপস্থিত করার চেষ্টা চলছে।
টেনিস তারকা সানিয়া মির্জা ভারত বাংলাদেশ টেস্ট ম্যাচ দেখতে আসার ব্যাপারে সম্মতি জানিয়েছেন। ওই সময় শহরে থাকবেন দাবায় প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ। তাকেও উপস্থিত করার চেষ্টা চলছে।
টেস্ট ম্যাচের মঞ্চকে সামাজিক বার্তার মঞ্চ হিসেবে ব্যবহারের পরিকল্পনা।তাই গ্লোবাল ক্যান্সার ফাউন্ডেশন ও এইচ আইভি ফাউন্ডেশনের বাচ্চাদের মধ্যে ক্রিকেট খেলা আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন সিএবির যুগ্ম সচিব অভিষেক ডালমিয়া।



Body:সৌরভ


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.