ETV Bharat / sports

ICC-র হল অফ ফেমে সচিন

author img

By

Published : Jul 19, 2019, 7:54 AM IST

Updated : Jul 19, 2019, 9:22 AM IST

ICC-র হল অফ ফেমে জায়গা পেলেন সচিন তেন্ডুলকর । ষষ্ঠ ভারতীয় হিসেবে এই সম্মান পেলেন তিনি ।

সচিন

লন্ডন, 19 জুলাই : ICC-র হল অফ ফেমে জায়গা করে নিলেন সচিন তেন্ডুলকর । গতকাল ক্রিকেট নিয়ামক সংস্থার তরফে সরকারিভাবে তাঁর হাতে স্মারক টুপি তুলে দেওয়া হয় । ষষ্ঠ ভারতীয় হিসেবে এই সম্মান পেলেন সচিন ।

200 আন্তর্জাতিক টেস্টে 15 হাজার 921 রান করেছেন সচিন । গড় 53.78 । সর্বোচ্চ অপরাজিত 248 । টেস্টে তাঁর নামের পাশের 51 টি সেঞ্চুরি ও 68 টি হাফ সেঞ্চুরি রয়েছে । অন্যদিকে, 463 টি একদিনের ম্যাচে 18 হাজার 426 রান করেছেন মাস্টার ব্লাস্টার । গড় 44.83 । সর্বোচ্চ অপরাজিত 200 । 49 টি সেঞ্চুরি ও 96 টি হাফ সেঞ্চুরি করেছেন । একদিনের ম্যাচে প্রথম খেলোয়াড় হিসেবে দ্বিশতরানের নজিরও গড়েন সচিন । দীর্ঘ ক্যারিয়ারে একটিমাত্র আন্তর্জাতিক T-২০ ম্যাচ খেলেছেন । তাঁর রান 10 ।

  • Has there ever been a cricketer quite like Sachin Tendulkar?

    Last night, he was inducted into the ICC Hall of Fame alongside Allan Donald and Cathryn Fitzpatrick.

    Watch some of his career highlights ⬇️ #ICCHallOfFame pic.twitter.com/1Nq8Y3rqTn

    — ICC (@ICC) July 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

Has there ever been a cricketer quite like Sachin Tendulkar?

Last night, he was inducted into the ICC Hall of Fame alongside Allan Donald and Cathryn Fitzpatrick.

Watch some of his career highlights ⬇️ #ICCHallOfFame pic.twitter.com/1Nq8Y3rqTn

— ICC (@ICC) July 19, 2019

ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা সম্মান পাওয়ার পর নিজের পরিবার ও কোচকে ধন্যবাদ জানান সচিন । বলেন, "দীর্ঘদিনের আন্তর্জাতিক ক্যারিয়ারে যাঁরা আমার পাশে থেকেছেন তাঁদের ধন্যবাদ জানাতে চাই । আমার বাবা-মা, দাদা অজিত ও স্ত্রী অঞ্জলি আমার শক্তি-স্তম্ভ । আর শুরুতে গাইড ও মেন্টর হিসেবে কোচ রমাকান্ত আচরেকরের সান্নিধ্য পেয়ে আমি ভাগ্যবান । " সচিনের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার অ্যালান ডোনাল্ড ও অস্ট্রেলিয়ার ক্যাথরিন ফিটজ়প্যাট্রিকও ICC-র হল অফ ফেমে জায়গা করে নেন ।

লন্ডন, 19 জুলাই : ICC-র হল অফ ফেমে জায়গা করে নিলেন সচিন তেন্ডুলকর । গতকাল ক্রিকেট নিয়ামক সংস্থার তরফে সরকারিভাবে তাঁর হাতে স্মারক টুপি তুলে দেওয়া হয় । ষষ্ঠ ভারতীয় হিসেবে এই সম্মান পেলেন সচিন ।

200 আন্তর্জাতিক টেস্টে 15 হাজার 921 রান করেছেন সচিন । গড় 53.78 । সর্বোচ্চ অপরাজিত 248 । টেস্টে তাঁর নামের পাশের 51 টি সেঞ্চুরি ও 68 টি হাফ সেঞ্চুরি রয়েছে । অন্যদিকে, 463 টি একদিনের ম্যাচে 18 হাজার 426 রান করেছেন মাস্টার ব্লাস্টার । গড় 44.83 । সর্বোচ্চ অপরাজিত 200 । 49 টি সেঞ্চুরি ও 96 টি হাফ সেঞ্চুরি করেছেন । একদিনের ম্যাচে প্রথম খেলোয়াড় হিসেবে দ্বিশতরানের নজিরও গড়েন সচিন । দীর্ঘ ক্যারিয়ারে একটিমাত্র আন্তর্জাতিক T-২০ ম্যাচ খেলেছেন । তাঁর রান 10 ।

  • Has there ever been a cricketer quite like Sachin Tendulkar?

    Last night, he was inducted into the ICC Hall of Fame alongside Allan Donald and Cathryn Fitzpatrick.

    Watch some of his career highlights ⬇️ #ICCHallOfFame pic.twitter.com/1Nq8Y3rqTn

    — ICC (@ICC) July 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা সম্মান পাওয়ার পর নিজের পরিবার ও কোচকে ধন্যবাদ জানান সচিন । বলেন, "দীর্ঘদিনের আন্তর্জাতিক ক্যারিয়ারে যাঁরা আমার পাশে থেকেছেন তাঁদের ধন্যবাদ জানাতে চাই । আমার বাবা-মা, দাদা অজিত ও স্ত্রী অঞ্জলি আমার শক্তি-স্তম্ভ । আর শুরুতে গাইড ও মেন্টর হিসেবে কোচ রমাকান্ত আচরেকরের সান্নিধ্য পেয়ে আমি ভাগ্যবান । " সচিনের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার অ্যালান ডোনাল্ড ও অস্ট্রেলিয়ার ক্যাথরিন ফিটজ়প্যাট্রিকও ICC-র হল অফ ফেমে জায়গা করে নেন ।

Varanasi (Uttar Pradesh), Jul 19 (ANI): As the city of Varanasi is known for its Ganga-Jamuni culture, it
becomes even more evident in the Hindu holy month-'Shravan'. With the beginning of 'Kanwar Yatra', shops can be seen selling dresses of Lord Shiva devotees. Markets are flooded with t-shirts displaying quirky quotes and symbols of Lord Shiva. T-shirts showcasing pictures of Prime Minister Narendra Modi and Uttar Pradesh Chief Minister Yogi Adityanath are also very popular among devotees. Despite being a regular clothe business, it is a symbol of communal harmony. Varanasi owns a big part of market that manufactures material for temples and prayers. People from Muslim community are an integral part of this market. These festivals prove to be the indispensible part of social harmony in the society.
Last Updated : Jul 19, 2019, 9:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.