ETV Bharat / sports

হারের জন্য ধীর গতির ব্যাটিংকে দুষলেন রাসেল

"ব্যাটিং অর্ডার নিয়ে নমনীয় হওয়া প্রয়োজন । ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং অর্ডার বদল করা দরকার ।" পরোক্ষভাবে দলের থিঙ্কট্যাঙ্ককে দুষলেন রাসেল ।

রাসেল
author img

By

Published : Apr 20, 2019, 4:52 AM IST

কলকাতা, 20 এপ্রিল : তীরে এসে তরী ডুবতে দেখে হতাশ আন্দ্রে রাসেল । ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠকে দলের থিঙ্কট্যাঙ্কের সিদ্ধান্তের পরোক্ষে সমালোচনা করলেন । একইসঙ্গে সতীর্থ রবিন উথাপ্পার শ্লথ ব্যাটিংকেও ঘুরিয়ে দলের হারের জন্য দায়ি করলেন । রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের 213 রান তাড়া করতে নেমে KKR পাঁচ উইকেটে 203 রান তোলে । নীতীশ রানাকে সঙ্গী করে ঝোড়ো ব্যাটিংয়ে দলকে জয়ের প্রায় দোরগড়ায় পৌঁছে দিয়েছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ।

সাংবাদিক বৈঠকের শুরু থেকেই নিজের ইনিংসের মতো কার্যত মারকুটে মেজাজে ছিলেন তিনি । রাসেল বলেন, "ব্যাটিং অর্ডার নিয়ে নমনীয় হওয়া প্রয়োজন । ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং অর্ডার বদল করা দরকার ।" দলের প্রয়োজনে ব্যাটিং অর্ডারে উপরের দিকে ব্যাট করতে যে আপত্তি তাঁর নেই তা বুঝিয়ে দিয়েছেন । নিজের যুক্তির সমর্থনে রাসেল জানান, তিনি আরও আগে ব্যাট করতে নামলে বিরাট কোহলি তাঁর সেরা বোলারদের ব্যবহার করতে বাধ্য হতেন । যার সুফল পরের দিকে পাওয়া যেত ।

25 বলে 60 রান করায় দলের আশা বাড়ছিল । এই অবস্থায় তিনি আরও আগে ব্যাট করার সুযোগ পেলে ছবিটা বদলে যেত বলে জোরালোভাবে মনে করেন । পরবর্তী ম্যাচে চার নম্বরে ব্যাট করতে চান বলে রাসেল জানিয়েছেন । নিজে রান পেলেও দল হেরেছে । মানসিকভাবে পুরো বিষয়টি ক্যারিবিয়ান অলরাউন্ডারের কাছে মিশ্র অনুভূতির । বোলারদের পারফরম্যান্স ভালো হবে আশা করেছিলেন । RCB-কে 200 রানের মধ্যে আটকে রাখলে কাজটা সহজ হত বলে মনে করেন ।

মাত্র 10 রানের জন্য হারতে হয়েছে KKR-কে। যেরকম মারকুটে মেজাজে রাসেল ও নীতীশ রানা ব্যাট করছিলেন তাতে আরও দুটো বল হাতে থাকলেই কাজটা হাসিল করা সম্ভব হত । এরজন্য রাসেল ইনিংসের মধ্যবর্তী সময়ে ধীর গতির ব্যাটিং করাকে দায়ি করছেন । তা না হলে বল বাকি থাকতেই ম্যাচ জয় সম্ভব হত বলে দাবি করেছেন রাসেল । প্রসঙ্গত, রবিন উথাপ্পার 20 বলে 9 রানের ইনিংস KKR-এর কাজটা কঠিন করে দেয় । যা পরোক্ষে সমালোচনা করেছেন রাসেল । এই পরাজয় থেকে দল শিক্ষা নেবে বলে মনে করেন।

প্লে অফে যাওয়ার রাস্তা ক্রমেই কঠিন করে ফেলছে নাইটরা। শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটে ম্যাচ জিততে হবে। এবং তা করতে হলে যে পরিকল্পনায় বদল আনা জরুরি তা বুঝিয়েছেন আন্দ্রে রাসেল ।

কলকাতা, 20 এপ্রিল : তীরে এসে তরী ডুবতে দেখে হতাশ আন্দ্রে রাসেল । ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠকে দলের থিঙ্কট্যাঙ্কের সিদ্ধান্তের পরোক্ষে সমালোচনা করলেন । একইসঙ্গে সতীর্থ রবিন উথাপ্পার শ্লথ ব্যাটিংকেও ঘুরিয়ে দলের হারের জন্য দায়ি করলেন । রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের 213 রান তাড়া করতে নেমে KKR পাঁচ উইকেটে 203 রান তোলে । নীতীশ রানাকে সঙ্গী করে ঝোড়ো ব্যাটিংয়ে দলকে জয়ের প্রায় দোরগড়ায় পৌঁছে দিয়েছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ।

সাংবাদিক বৈঠকের শুরু থেকেই নিজের ইনিংসের মতো কার্যত মারকুটে মেজাজে ছিলেন তিনি । রাসেল বলেন, "ব্যাটিং অর্ডার নিয়ে নমনীয় হওয়া প্রয়োজন । ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং অর্ডার বদল করা দরকার ।" দলের প্রয়োজনে ব্যাটিং অর্ডারে উপরের দিকে ব্যাট করতে যে আপত্তি তাঁর নেই তা বুঝিয়ে দিয়েছেন । নিজের যুক্তির সমর্থনে রাসেল জানান, তিনি আরও আগে ব্যাট করতে নামলে বিরাট কোহলি তাঁর সেরা বোলারদের ব্যবহার করতে বাধ্য হতেন । যার সুফল পরের দিকে পাওয়া যেত ।

25 বলে 60 রান করায় দলের আশা বাড়ছিল । এই অবস্থায় তিনি আরও আগে ব্যাট করার সুযোগ পেলে ছবিটা বদলে যেত বলে জোরালোভাবে মনে করেন । পরবর্তী ম্যাচে চার নম্বরে ব্যাট করতে চান বলে রাসেল জানিয়েছেন । নিজে রান পেলেও দল হেরেছে । মানসিকভাবে পুরো বিষয়টি ক্যারিবিয়ান অলরাউন্ডারের কাছে মিশ্র অনুভূতির । বোলারদের পারফরম্যান্স ভালো হবে আশা করেছিলেন । RCB-কে 200 রানের মধ্যে আটকে রাখলে কাজটা সহজ হত বলে মনে করেন ।

মাত্র 10 রানের জন্য হারতে হয়েছে KKR-কে। যেরকম মারকুটে মেজাজে রাসেল ও নীতীশ রানা ব্যাট করছিলেন তাতে আরও দুটো বল হাতে থাকলেই কাজটা হাসিল করা সম্ভব হত । এরজন্য রাসেল ইনিংসের মধ্যবর্তী সময়ে ধীর গতির ব্যাটিং করাকে দায়ি করছেন । তা না হলে বল বাকি থাকতেই ম্যাচ জয় সম্ভব হত বলে দাবি করেছেন রাসেল । প্রসঙ্গত, রবিন উথাপ্পার 20 বলে 9 রানের ইনিংস KKR-এর কাজটা কঠিন করে দেয় । যা পরোক্ষে সমালোচনা করেছেন রাসেল । এই পরাজয় থেকে দল শিক্ষা নেবে বলে মনে করেন।

প্লে অফে যাওয়ার রাস্তা ক্রমেই কঠিন করে ফেলছে নাইটরা। শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটে ম্যাচ জিততে হবে। এবং তা করতে হলে যে পরিকল্পনায় বদল আনা জরুরি তা বুঝিয়েছেন আন্দ্রে রাসেল ।

sample description

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.