ETV Bharat / sports

ছয় মেরে দ্বিশতরান রোহিতের, সেঞ্চুরি রাহানের - রাঁচিতে টেস্ট ম্যাচ

প্রথম টেস্টে জোড়া সেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মা ৷ এই টেস্টেও বিধ্বংসী মেজাজে ব্যাট করেন 'হিটম্যান' ৷ তাঁকে যোগ্য সংগত দেন আর এক মুম্বইকর অজিঙ্কা রাহানে ৷ তিনিও সেঞ্চুরি করেন ৷

রোহিত ও রাহানে
author img

By

Published : Oct 20, 2019, 11:13 AM IST

Updated : Oct 20, 2019, 7:24 PM IST

রাঁচি , 20 অক্টোবর : ছয় মেরে সেঞ্চুরি করেছিলেন ৷ এবার ছয় মেরে ডবল সেঞ্চুরি করলেন রোহিত শর্মা ৷ তাঁর পাশাপাশি আজ সেঞ্চুরি করেন আর এক মুম্বইকর অজিঙ্কা রাহানে ৷

rohit sharma, ajinkya rahane
রোহিত-রাহানে জুটি

আজ সকাল থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাট করতে শুরু করেন রোহিত শর্মা ৷ প্রথম জলপানের বিরতির আগেই দেড়শো রানে পৌঁছে যান তিনি ৷ 199 বলে 150 করেন ৷ তার মধ্যে প্রথম 50 রান করতে নেন 86 বল ৷ পরের 50 করেন 44 বলে ৷ আর একশো থেকে দেড়শো রানে পৌঁছাতে 'হিটম্যান' নেন 69 বল ৷

এই সংক্রান্ত খবর : টপকালেন সচিনকে, রোহিতের ব্যাটে ভর করে রাঁচিতে বড় রানের পথে ভারত

পিছিয়ে ছিলেন না রাহানেও ৷ প্রথম জলপানের আগে সেঞ্চুরি করেন তিনিও ৷ নেন 169 বল ৷ সবমিলিয়ে টেস্টে এটি রাহানের 11 তম সেঞ্চুরি ৷

12 বছর আগে একই ইনিংসে দুই মুম্বইকর সেঞ্চুরি করেছিলেন ৷ 2007 সালে বাংলাদেশের বিরুদ্ধে শের-ই বাংলা স্টেডিয়ামে সেঞ্চুরি করেছিলেন সচিন তেন্ডুলকর এবং ওয়াসিম জাফর ৷ আর এবার রাহানে ও রোহিত ৷

rohit sharma, ajinkya rahane
রোহিত-রাহানে জুটি

শেষপর্যন্ত ব্যক্তিগত 115 রানের মাথায় লিন্ডের বলে কট বিহাইন্ড হন রাহানে ৷ তবে রোহিত বিধ্বংসী মেজাজেই দ্বিশতরানের দিকে এগোতে থাকেন ৷ 199 রানে নট আউট অবস্থায় মধ্যাহ্নভোজের বিরতিতে যান তিনি ৷ আর মধ্যাহ্নভোজের পর তৃতীয় ওভারের প্রথম বলেই এনগিডিকে ছক্কা মেরে ডবল সেঞ্চুরি পূর্ণ করেন ৷ তার এক বল পর ফের ছয় মারেন ৷ তার পরের ওভারে রাবাডার বলে আউট হন তিনি ৷ করেন 255 বলে 212 রান ৷ মারেন 6 টি ছয় এবং 28টি চার ৷

প্রথম ইনিংস 497 রানে ছেড়ে দেয় ভারত ৷ ব্য়াট করতে নেমেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা ৷ মাত্র 9 রানে দুই উইকেট হারিয়ে ফেলে তারা ৷ যদিও কম আলোর জন্য আজ নির্দিষ্ট সময়ের বেশ কিছুটা আগেই বন্ধ করে দেওয়া হয় খেলা ৷

রাঁচি , 20 অক্টোবর : ছয় মেরে সেঞ্চুরি করেছিলেন ৷ এবার ছয় মেরে ডবল সেঞ্চুরি করলেন রোহিত শর্মা ৷ তাঁর পাশাপাশি আজ সেঞ্চুরি করেন আর এক মুম্বইকর অজিঙ্কা রাহানে ৷

rohit sharma, ajinkya rahane
রোহিত-রাহানে জুটি

আজ সকাল থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাট করতে শুরু করেন রোহিত শর্মা ৷ প্রথম জলপানের বিরতির আগেই দেড়শো রানে পৌঁছে যান তিনি ৷ 199 বলে 150 করেন ৷ তার মধ্যে প্রথম 50 রান করতে নেন 86 বল ৷ পরের 50 করেন 44 বলে ৷ আর একশো থেকে দেড়শো রানে পৌঁছাতে 'হিটম্যান' নেন 69 বল ৷

এই সংক্রান্ত খবর : টপকালেন সচিনকে, রোহিতের ব্যাটে ভর করে রাঁচিতে বড় রানের পথে ভারত

পিছিয়ে ছিলেন না রাহানেও ৷ প্রথম জলপানের আগে সেঞ্চুরি করেন তিনিও ৷ নেন 169 বল ৷ সবমিলিয়ে টেস্টে এটি রাহানের 11 তম সেঞ্চুরি ৷

12 বছর আগে একই ইনিংসে দুই মুম্বইকর সেঞ্চুরি করেছিলেন ৷ 2007 সালে বাংলাদেশের বিরুদ্ধে শের-ই বাংলা স্টেডিয়ামে সেঞ্চুরি করেছিলেন সচিন তেন্ডুলকর এবং ওয়াসিম জাফর ৷ আর এবার রাহানে ও রোহিত ৷

rohit sharma, ajinkya rahane
রোহিত-রাহানে জুটি

শেষপর্যন্ত ব্যক্তিগত 115 রানের মাথায় লিন্ডের বলে কট বিহাইন্ড হন রাহানে ৷ তবে রোহিত বিধ্বংসী মেজাজেই দ্বিশতরানের দিকে এগোতে থাকেন ৷ 199 রানে নট আউট অবস্থায় মধ্যাহ্নভোজের বিরতিতে যান তিনি ৷ আর মধ্যাহ্নভোজের পর তৃতীয় ওভারের প্রথম বলেই এনগিডিকে ছক্কা মেরে ডবল সেঞ্চুরি পূর্ণ করেন ৷ তার এক বল পর ফের ছয় মারেন ৷ তার পরের ওভারে রাবাডার বলে আউট হন তিনি ৷ করেন 255 বলে 212 রান ৷ মারেন 6 টি ছয় এবং 28টি চার ৷

প্রথম ইনিংস 497 রানে ছেড়ে দেয় ভারত ৷ ব্য়াট করতে নেমেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা ৷ মাত্র 9 রানে দুই উইকেট হারিয়ে ফেলে তারা ৷ যদিও কম আলোর জন্য আজ নির্দিষ্ট সময়ের বেশ কিছুটা আগেই বন্ধ করে দেওয়া হয় খেলা ৷

Pune (Maharashtra), Oct 19 (ANI): Union Minister Piyush Goyal said on Friday (October 18) that Nobel winner Abhijit Banerjee is 'totally Left-leaning' and his theories have been rejected by the people of India "I congratulate Abhijit Banerjee the winner of Nobel prize in Economics. You all know that his thinking is totally 'Left-leaning'," said Union Minister Piyush Goyal. Abhijit Banerjee bagged Nobel Prize for Economics jointly with Esther Duflo and Michael Kremer. Banerjee has been credited by Rahul Gandhi for his inputs in Congress proposed 'NYAY' scheme during 2019 Lok Sabha elections.

Last Updated : Oct 20, 2019, 7:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.