ETV Bharat / sports

ভারতীয় দলের হেড কোচ পদে আবেদন রবিন সিংয়ের - cricket

ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ পদে আবেদন করলেন রবিন সিং ৷

রবিন সিং
author img

By

Published : Jul 28, 2019, 11:56 AM IST

মুম্বই, 28 জুলাই : ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ পদে আবেদন করলেন প্রাক্তন অলরাউন্ডার রবিন সিং ৷ অবসর নেওয়ার পর 15 বছর ধরে বেশ কয়েকটি দলের সঙ্গে কাজ করেছেন তিনি । এর আগে 2007 সাল থেকে দু'বছরের জন্য টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন । মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে 2007-এ T-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অংশ ছিলেন তিনি ।

IPL-এ মুম্বই ইন্ডিয়ান্সের সহকারী কোচ পদে আছেন রবিন সিং । পাশাপাশি ভারতীয় অনূর্ধ্ব 19 ও ভারতীয় A দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর ।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "2023 সালের বিশ্বকাপের প্রস্তুতি এখন থেকেই শুরু করা উচিত । প্রয়োজনীয় পরিবর্তনের এটাই উপযুক্ত সময় ৷" তিনি আরও বলেন, "বর্তমান কোচের কোচিংয়ে ভারতীয় ক্রিকেট দল 2টি বিশ্বকাপ ও একটি T-২০ বিশ্বকাপে হেরেছে ।"

বিশেষ পরামর্শদাতা কমিটি ভারতীয় দলের নতুন কোচকে বেছে নেবে । যার নেতৃত্বে আছেন 1983 বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক কপিল দেব । কমিটিতে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার তথা ভারতীয় দলের প্রাক্তন কোচ অংশুমান গায়কোয়াড় ৷ রয়েছেন শান্তা রঙ্গোস্বামীও ।

মুম্বই, 28 জুলাই : ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ পদে আবেদন করলেন প্রাক্তন অলরাউন্ডার রবিন সিং ৷ অবসর নেওয়ার পর 15 বছর ধরে বেশ কয়েকটি দলের সঙ্গে কাজ করেছেন তিনি । এর আগে 2007 সাল থেকে দু'বছরের জন্য টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন । মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে 2007-এ T-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অংশ ছিলেন তিনি ।

IPL-এ মুম্বই ইন্ডিয়ান্সের সহকারী কোচ পদে আছেন রবিন সিং । পাশাপাশি ভারতীয় অনূর্ধ্ব 19 ও ভারতীয় A দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর ।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "2023 সালের বিশ্বকাপের প্রস্তুতি এখন থেকেই শুরু করা উচিত । প্রয়োজনীয় পরিবর্তনের এটাই উপযুক্ত সময় ৷" তিনি আরও বলেন, "বর্তমান কোচের কোচিংয়ে ভারতীয় ক্রিকেট দল 2টি বিশ্বকাপ ও একটি T-২০ বিশ্বকাপে হেরেছে ।"

বিশেষ পরামর্শদাতা কমিটি ভারতীয় দলের নতুন কোচকে বেছে নেবে । যার নেতৃত্বে আছেন 1983 বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক কপিল দেব । কমিটিতে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার তথা ভারতীয় দলের প্রাক্তন কোচ অংশুমান গায়কোয়াড় ৷ রয়েছেন শান্তা রঙ্গোস্বামীও ।

Kangpokpi (Manipur), July 28 (ANI): Fuel tankers, passenger vehicles and other necessary vehicle carrying necessary supplies got stranded on a highway on Saturday due to landslides triggered by heavy rain in Kangpokpi district of Manipur. Vehicles heading to Manipur capital Imphal were stranded due to the highway closure. Personnel of the National Highways and Infrastructure Development Corporation Limited (NHIDCL) were engaged in clearing the debris using 3 excavators. Heavy rains lashed the several parts of hilly areas of the state on Friday. A truck was covered and two houses were destroyed in the landslide. No casualty has been reported.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.