মুম্বই, 28 জুলাই : ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ পদে আবেদন করলেন প্রাক্তন অলরাউন্ডার রবিন সিং ৷ অবসর নেওয়ার পর 15 বছর ধরে বেশ কয়েকটি দলের সঙ্গে কাজ করেছেন তিনি । এর আগে 2007 সাল থেকে দু'বছরের জন্য টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন । মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে 2007-এ T-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অংশ ছিলেন তিনি ।
IPL-এ মুম্বই ইন্ডিয়ান্সের সহকারী কোচ পদে আছেন রবিন সিং । পাশাপাশি ভারতীয় অনূর্ধ্ব 19 ও ভারতীয় A দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর ।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "2023 সালের বিশ্বকাপের প্রস্তুতি এখন থেকেই শুরু করা উচিত । প্রয়োজনীয় পরিবর্তনের এটাই উপযুক্ত সময় ৷" তিনি আরও বলেন, "বর্তমান কোচের কোচিংয়ে ভারতীয় ক্রিকেট দল 2টি বিশ্বকাপ ও একটি T-২০ বিশ্বকাপে হেরেছে ।"
বিশেষ পরামর্শদাতা কমিটি ভারতীয় দলের নতুন কোচকে বেছে নেবে । যার নেতৃত্বে আছেন 1983 বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক কপিল দেব । কমিটিতে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার তথা ভারতীয় দলের প্রাক্তন কোচ অংশুমান গায়কোয়াড় ৷ রয়েছেন শান্তা রঙ্গোস্বামীও ।