দুবাই, 12 অক্টোবর : ম্যাচ চলাকালীন খলিল আহমেদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন ৷ সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার সামলাতে এলে তাঁর সঙ্গেও তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন রিয়ান পরাগ ৷ 19তম ওভারের পঞ্চম বলে সেই খলিলের বলেই ওভার বাউন্ডারি হাঁকিয়ে রাজস্থান রয়্যালসকে জয় এনে দেন রিয়ান ৷ উইনিং ছক্কা হাঁকিয়েই ব্যাট, হেলমেট ফেলে মাঠের মধ্যেই বিহু নাচ শুরু করেন অসমের রিয়ান পরাগ ৷ অসমিয়া ক্রিকেটারের এই বিহু সেলিব্রেশন এখন সোশাল মিডিয়ায় ভাইরাল ৷
মুখ থুবড়ে পড়েছিলেন বেন স্টোকস, জস বাটলার, স্টিভ স্মিথদের টপ অর্ডার ৷ সঞ্জু স্যামসনও ভরসা দিয়ে পারেননি ৷ সানরাইজার্স হায়দরাবাদের দেওয়া 158 রান তাড়া করতে গিয়ে 78 রানে রাজস্থান খুইয়ে বসেছিল পাঁচটি উইকেট ৷ সবই যখন ভেবে নিয়েছে পঞ্চম হারের দিকে এগোচ্ছে রাজস্থান তখনই নাটকীয় মোড় নিল ম্যাচ ৷ মিডল অর্ডারে রিয়ান পরাগ ও রাহুল তেওয়াটিয়া ইনিংসের হাল ধরলেন ৷ ষষ্ঠ উইকেটে দুজনের 87 রানের পার্টনারশিপ রাজস্থানকে কাঙ্খিত জয় এনে দেয় ৷
![মিডল অর্ডারে রিয়ান পরাগ ও রাহুল তেওয়াটিয়া ইনিংসের হাল ধরেন](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9147389_rian.jpg)
প্রথম দুটি ম্যাচে জয়ের পর পরপর চারটি ম্যাচে হার ৷ ভালো শুরু করেও চলতি IPL-এ খেই হারিয়ে ফেলেছিল স্টিভ স্মিথের রাজস্থান ৷ তাই রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয়টা ছিল খুব প্রয়োজন ৷ এর আগেও রাহুল তেওয়াটিয়ার ব্যাটে অবিশ্বাস্য জয় পেয়েছিল রাজস্থান ৷ রবিবারের জয়েও তেওয়াটিয়ার অবদান রয়েছে ৷ রিয়ান পরাগের সঙ্গে জুটি বেঁধে 28 বলে 45 রানের ইনিংস খেলেন তিনি ৷ তবে ম্যাচ শেষে লাইমলাইট কেড়ে নেন 26 বলে 42 রান করা রিয়ান পরাগ ৷ শেষ ওভারের পঞ্চম বলে ম্যাচ জেতানো ছয় হাঁকিয়ে মাঠেই বিহু নাচ শুরু করেন ৷ পরে এই সেলিব্রেশন সম্পর্কে রিয়ান বলেন, "বিহু অসমের ট্র্যাডিশনাল নাচ ৷ আমার বিহু নাচ খুব ভালো লাগে ৷ গ্যালারিতে বেশ কয়েকজন অসমিয়া দর্শক ছিল ৷ তাদের জন্য ও অসমে যাঁরা আমার খেলা দেখছেন সকলের উদ্দেশে এই নাচ ৷"
-
Riyan Parag 😍 Assam Celebrations 😍
— TARUN REDDY VIRAT (@tarun_reddy409) October 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
What A Match 😍 🔥
Well played Rahul Tewatia 👏 #SRHvRR #ipl2020 #DCvsMI pic.twitter.com/slS3Ulo1qP
">Riyan Parag 😍 Assam Celebrations 😍
— TARUN REDDY VIRAT (@tarun_reddy409) October 11, 2020
What A Match 😍 🔥
Well played Rahul Tewatia 👏 #SRHvRR #ipl2020 #DCvsMI pic.twitter.com/slS3Ulo1qPRiyan Parag 😍 Assam Celebrations 😍
— TARUN REDDY VIRAT (@tarun_reddy409) October 11, 2020
What A Match 😍 🔥
Well played Rahul Tewatia 👏 #SRHvRR #ipl2020 #DCvsMI pic.twitter.com/slS3Ulo1qP