ETV Bharat / sports

বদল আসছে রনজি ট্রফির ফরম্যাটে ?

author img

By

Published : Oct 18, 2020, 9:06 PM IST

Updated : Oct 19, 2020, 7:44 PM IST

বদল আসছে রনজি ট্রফির ফরম্যাটে ৷ এবার গ্রুপবিন্যাস হবে জ়োনভিত্তিক ৷ লিগ ম্যাচ চলার সময় 6টি জ়োনের প্রতিটি জ়োনের দলগুলিকে একটি শহরেই থেকে খেলতে হবে ৷

ranji_trophy_may_be_organized_in_bio_bubble_next_year
'বায়ো বাবল'-এ রঞ্জি ট্রফি করার ভাবনা বোর্ডের

হায়দরাবাদ, 18 অক্টোবর: কোরোনা পরিস্থিতিতে 2020-21 মরশুমে রনজি ট্রফি ও সিনিয়র মহিলাদের টুর্নামেন্ট "বায়ো বাবল"-এ করার পরিকল্পনা করছে BCCI ৷ যে শহরে তিনটি করে মাঠ, পর্যাপ্ত হোটেল ও ভালো মানের হাসপাতাল রয়েছে সেখানে টুর্নামেন্টের ম্যাচগুলি হবে ৷ তবে মাঠে দর্শকদের প্রবেশাধিকার থাকবে না ৷ গতকাল BCCI-এর অ্যাপেক্স কাউন্সিলের ভার্চুয়াল বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷ ইতিমধ্যেই "বায়ো বাবল"-এ ম্যাচ আয়োজনে CAB-কে সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে ৷

বদল আসছে রনজি ট্রফির ফরম্যাটে ৷ এবার গ্রুপবিন্যাস হবে জ়োনভিত্তিক ৷ লিগ ম্যাচ চলার সময় 6টি জ়োনের প্রতিটি জ়োনের দলগুলিকে একটি শহরেই থেকে খেলতে হবে ৷ সিনিয়র মহিলাদের টুর্নামেন্ট আয়োজন করা গেলেও তেমনটাই হবে ৷ বোর্ড সূত্রে খবর, আপাতত ঠিক হয়েছে জানুয়ারিতে শুরু হবে রনজি ট্রফির খেলা ৷ সিনিয়র মহিলাদের টুর্নামেন্টও আগামী বছরের গোড়াতেই আয়োজনের পরিকল্পনা রয়েছে ৷ তবে সবটাই নির্ভর করবে জানুয়ারিতে কোরোনা পরিস্থিতির উপর ৷ রনজি ট্রফি হলে তা হবে পুরানো ফরম্যাটে ৷ এতে দলগুলি ও ম্যাচ অফিসিয়ালদের বেশি দূরে যাতায়াতের প্রয়োজন হবে না ৷ এই ব্যাপারে একটি কমিটি গঠন করা হবে ৷ কমিটির সদস্যরা সম্ভাব্য শহরগুলিতে সব ব্যবস্থাপনা ঘুরে দেখে রিপোর্ট জমা দেবেন ৷ কোথায় কোন খেলা হবে তা অনেকটাই নির্ভর করবে ওই রিপোর্টের উপর ৷ মার্চ-এপ্রিল অবধি জুনিয়র পর্যায়ের কোনও খেলা হওয়ার সম্ভাবনা কার্যত নেই ৷ এই বিষয়টি নিয়ে ফেব্রুয়ারি বা মার্চ মাসে আলোচনা হবে ৷

ভারতীয় দলের ক্রীড়াসূচি ও 2021-এর IPL নিয়েও আলোচনা চলছে ৷ আগামী বছর যেহেতু ওয়ার্ল্ড টি-20 ও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ রয়েছে ফলে রনজি ট্রফির পারফরম্যান্সের দিকে বিশেষ নজর থাকবে নির্বাচকদের ৷ 2021-এর হবে মার্চ বা এপ্রিলে ৷ কোরোনা পরিস্থিতি বাধা না হলে পরবর্তী IPL হবে দেশের মাটিতেই । বোর্ড সূত্রে এখবর জানা গিয়েছে ৷

সাধারণ পরিস্থিতিতে অগাস্ট মাসেই ঘরোয়া ক্রিকেট মরশুম শুরু হয় ৷ গত বছর 17 অগাস্ট থেকে হয়েছিল দলীপ ট্রফি, 9 ডিসেম্বর শুরু হয় রঞ্জি ট্রফি ৷ 6টি জ়োনের 38টি দল অংশ নেয় রনজি ট্রফিতে৷ প্লেট গ্রুপের রনজি ট্রফি ম্যাচ আয়োজন করতে আগ্রহ দেখিয়েছে ক্রিকেট অ্যাসোাসিয়েশন অব পণ্ডিচেরি ৷ তবে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি ৷ রনজিতে উত্তরাঞ্চলের ম্যাচগুলি হতে পারে দিল্লিতে ৷ মধ্যাঞ্চলের খেলাগুলি হতে পারে লখনউ, ইন্দোর ও নাগপুরে ৷ পূর্বাঞ্চলের খেলাগুলি হতে পারে কলকাতা ও ভুবনেশ্বরে ৷ দক্ষিণাঞ্চলের ম্যাচগুলি হওয়ার সম্ভাবনা বেশি চেন্নাইয়ে ৷ মুম্বই, বরোদা বা পুণেতে হতে পারে পশ্চিমাঞ্চলের খেলাগুলি ৷ তবে সবটাই নির্ভর করছে দেশের কোরোনা পরিস্থিতি ও সরকারি নির্দেশিকার উপর ৷

হায়দরাবাদ, 18 অক্টোবর: কোরোনা পরিস্থিতিতে 2020-21 মরশুমে রনজি ট্রফি ও সিনিয়র মহিলাদের টুর্নামেন্ট "বায়ো বাবল"-এ করার পরিকল্পনা করছে BCCI ৷ যে শহরে তিনটি করে মাঠ, পর্যাপ্ত হোটেল ও ভালো মানের হাসপাতাল রয়েছে সেখানে টুর্নামেন্টের ম্যাচগুলি হবে ৷ তবে মাঠে দর্শকদের প্রবেশাধিকার থাকবে না ৷ গতকাল BCCI-এর অ্যাপেক্স কাউন্সিলের ভার্চুয়াল বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷ ইতিমধ্যেই "বায়ো বাবল"-এ ম্যাচ আয়োজনে CAB-কে সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে ৷

বদল আসছে রনজি ট্রফির ফরম্যাটে ৷ এবার গ্রুপবিন্যাস হবে জ়োনভিত্তিক ৷ লিগ ম্যাচ চলার সময় 6টি জ়োনের প্রতিটি জ়োনের দলগুলিকে একটি শহরেই থেকে খেলতে হবে ৷ সিনিয়র মহিলাদের টুর্নামেন্ট আয়োজন করা গেলেও তেমনটাই হবে ৷ বোর্ড সূত্রে খবর, আপাতত ঠিক হয়েছে জানুয়ারিতে শুরু হবে রনজি ট্রফির খেলা ৷ সিনিয়র মহিলাদের টুর্নামেন্টও আগামী বছরের গোড়াতেই আয়োজনের পরিকল্পনা রয়েছে ৷ তবে সবটাই নির্ভর করবে জানুয়ারিতে কোরোনা পরিস্থিতির উপর ৷ রনজি ট্রফি হলে তা হবে পুরানো ফরম্যাটে ৷ এতে দলগুলি ও ম্যাচ অফিসিয়ালদের বেশি দূরে যাতায়াতের প্রয়োজন হবে না ৷ এই ব্যাপারে একটি কমিটি গঠন করা হবে ৷ কমিটির সদস্যরা সম্ভাব্য শহরগুলিতে সব ব্যবস্থাপনা ঘুরে দেখে রিপোর্ট জমা দেবেন ৷ কোথায় কোন খেলা হবে তা অনেকটাই নির্ভর করবে ওই রিপোর্টের উপর ৷ মার্চ-এপ্রিল অবধি জুনিয়র পর্যায়ের কোনও খেলা হওয়ার সম্ভাবনা কার্যত নেই ৷ এই বিষয়টি নিয়ে ফেব্রুয়ারি বা মার্চ মাসে আলোচনা হবে ৷

ভারতীয় দলের ক্রীড়াসূচি ও 2021-এর IPL নিয়েও আলোচনা চলছে ৷ আগামী বছর যেহেতু ওয়ার্ল্ড টি-20 ও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ রয়েছে ফলে রনজি ট্রফির পারফরম্যান্সের দিকে বিশেষ নজর থাকবে নির্বাচকদের ৷ 2021-এর হবে মার্চ বা এপ্রিলে ৷ কোরোনা পরিস্থিতি বাধা না হলে পরবর্তী IPL হবে দেশের মাটিতেই । বোর্ড সূত্রে এখবর জানা গিয়েছে ৷

সাধারণ পরিস্থিতিতে অগাস্ট মাসেই ঘরোয়া ক্রিকেট মরশুম শুরু হয় ৷ গত বছর 17 অগাস্ট থেকে হয়েছিল দলীপ ট্রফি, 9 ডিসেম্বর শুরু হয় রঞ্জি ট্রফি ৷ 6টি জ়োনের 38টি দল অংশ নেয় রনজি ট্রফিতে৷ প্লেট গ্রুপের রনজি ট্রফি ম্যাচ আয়োজন করতে আগ্রহ দেখিয়েছে ক্রিকেট অ্যাসোাসিয়েশন অব পণ্ডিচেরি ৷ তবে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি ৷ রনজিতে উত্তরাঞ্চলের ম্যাচগুলি হতে পারে দিল্লিতে ৷ মধ্যাঞ্চলের খেলাগুলি হতে পারে লখনউ, ইন্দোর ও নাগপুরে ৷ পূর্বাঞ্চলের খেলাগুলি হতে পারে কলকাতা ও ভুবনেশ্বরে ৷ দক্ষিণাঞ্চলের ম্যাচগুলি হওয়ার সম্ভাবনা বেশি চেন্নাইয়ে ৷ মুম্বই, বরোদা বা পুণেতে হতে পারে পশ্চিমাঞ্চলের খেলাগুলি ৷ তবে সবটাই নির্ভর করছে দেশের কোরোনা পরিস্থিতি ও সরকারি নির্দেশিকার উপর ৷

Last Updated : Oct 19, 2020, 7:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.