ETV Bharat / sports

সামনে দুরন্ত দিল্লি, পয়া শারজায় কি ভাগ্য ফিরবে রয়্যালসের ?

রয়্যালসের এবারের IPL যাত্রায় বেশ চড়াই উতরাই রয়েছে ৷ IPL অভিযানটা দুরন্ত ছিল তাদের ৷ তবে টুর্নামেন্ট যত গড়িয়েছে একমাত্র অধিনায়ক স্টিভ স্মিথ ছাড়া বাকি ব্যাটসম্যানদের কেউই ধারাবাহিকতা দেখাতে পারেননি ৷

সামনে দুরন্ত দিল্লি, পয়া শারজায় কি ভাগ্য ফিরবে রয়্যালসের ?
সামনে দুরন্ত দিল্লি, পয়া শারজায় কি ভাগ্য ফিরবে রয়্যালসের ?
author img

By

Published : Oct 9, 2020, 7:00 AM IST

শারজা, 9 অক্টোবর : 21টি ম্যাচ খেলা হয়ে গেছে ৷ IPL-এর নিয়মিত দর্শকরা বুঝে গেছে, শারজা ক্রিকেট স্টেডিয়ামে খেলা মানেই চার, ছয়ের বন্যা ৷ দুশো, সওয়া দুশোর উপর রান ৷ দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই ৷ এই মাঠে দুশোর উপর রান তাড়া করে জেতার নজির রয়েছে ৷ তাই দুরন্ত দিল্লি ক্যাপিটালসের চেয়ে রাজস্থান রয়্যালসকে যতই ম্যাড়ম্যাড়ে দেখাক, শুক্রবারের ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করা সম্ভব নয় ৷ কারণ দুই দলেই রয়েছে একাধিক পাওয়ার হিটার ব্যাটসম্যান ৷

রয়্যালসের এবারের IPL যাত্রায় বেশ চড়াই উতরাই রয়েছে ৷ IPL অভিযানটা দুরন্ত ছিল তাদের ৷ তবে টুর্নামেন্ট যত গড়িয়েছে একমাত্র অধিনায়ক স্টিভ স্মিথ ছাড়া বাকি ব্যাটসম্যানদের কেউই ধারাবাহিকতা দেখাতে পারেননি ৷ ফল হিসেবে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে ঠাঁই হয়েছে তাদের ৷ এই শারজার মাঠেই টুর্নামেন্টের প্রথম দু'টি ম্যাচে সঞ্জু স্যামসন, রাহুল তেওয়াটিয়ারা ব্যাট হাতে ম্যাজিক দেখিয়েছিল ৷ আজ এই শারজা থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া রয়্যালসরা ৷ ইতিমধ্যেই তিনটি ম্যাচে হেরেছে রাজস্থান ৷ আর একটা হার মানেই প্লে অফে ওঠার স্বপ্ন ফিকে হতে থাকা ৷ স্টিভ স্মিথকে ভরসা দিতে আমিরশাহী এসে পৌঁছেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস ৷ কোয়ারানটিন পর্ব শেষ করে দলে বেন ঢোকার আগেই দিল্লির বিরুদ্ধে জিতে কিছুটা আত্মবিশ্বাস জোগাড় করে নিতে চাইছে দলটি ৷

রানের খরা কাটিয়ে গত ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে ফর্মে ফিরেছেন ওপেনার জস বাটলার ৷ 44 বলে 70 রান করেছিলেন তিনি ৷ গত ম্যাচে ওপেনিংয়ের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তরুণ যশস্বী জয়সওয়াল ৷ প্রথম একাদশে কার্তিক ত্যাগীর সঙ্গে অঙ্কিত রাজপুতকে সুযোগ দেওয়া হয়েছিল ৷ কিন্তু কাজের কাজ কিছু হয়নি ৷ শ্রেয়স গোপাল ভালো পারফর্ম করছেন ৷ ব্যাটে-বলে ভরসা জোফ্রা আর্চার ৷ তবে বাকি বোলারদের উইকেট না তুলতে পারার অক্ষমতা আর্চার, শ্রেয়সদের উপর চাপ বাড়াচ্ছে ৷ বলতে গেলে পাঁচটি ম্যাচ খেলা হলেও এখনও সেরা প্রথম একাদশ এখনও খুঁজে পায়নি স্টিভ স্মিথের টিম ৷ আত্মবিশ্বাসে ভরপুর দিল্লির সামনে রাজস্থানের ভরসা একটাই ৷ সেটি হল শারজার মাঠ ৷

অন্যদিকে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, তিনটি বিভাগেই দারুণ ছন্দে দিল্লি ক্যাপিটালস ৷ প্রথম একাদশে পরিবর্তনের কোনও জায়গা নেই ৷ তরুণ শ্রেয়াস আইয়ারের নেতৃত্ব প্রশংসিত হয়েছে ৷ পৃথ্বী শ, ঋষভ পন্থ, শ্রেয়াসদের মতো তরুণ ব্যাটসম্যানরা ধারাবাহিকভাবে রান করছে ৷ মিডল অর্ডারে ভরসা দেওয়ার জন্য রয়েছে দুই বিদেশি মার্কাস স্টইনিস ও সিমরন হেটমায়ার ৷ তারকা পেস জুটি কাগিসো রাবাদা ও অ্যানরিখ নর্জে ৷ স্পিন বিভাগ সামলাবেন রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেল ৷

শারজা, 9 অক্টোবর : 21টি ম্যাচ খেলা হয়ে গেছে ৷ IPL-এর নিয়মিত দর্শকরা বুঝে গেছে, শারজা ক্রিকেট স্টেডিয়ামে খেলা মানেই চার, ছয়ের বন্যা ৷ দুশো, সওয়া দুশোর উপর রান ৷ দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই ৷ এই মাঠে দুশোর উপর রান তাড়া করে জেতার নজির রয়েছে ৷ তাই দুরন্ত দিল্লি ক্যাপিটালসের চেয়ে রাজস্থান রয়্যালসকে যতই ম্যাড়ম্যাড়ে দেখাক, শুক্রবারের ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করা সম্ভব নয় ৷ কারণ দুই দলেই রয়েছে একাধিক পাওয়ার হিটার ব্যাটসম্যান ৷

রয়্যালসের এবারের IPL যাত্রায় বেশ চড়াই উতরাই রয়েছে ৷ IPL অভিযানটা দুরন্ত ছিল তাদের ৷ তবে টুর্নামেন্ট যত গড়িয়েছে একমাত্র অধিনায়ক স্টিভ স্মিথ ছাড়া বাকি ব্যাটসম্যানদের কেউই ধারাবাহিকতা দেখাতে পারেননি ৷ ফল হিসেবে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে ঠাঁই হয়েছে তাদের ৷ এই শারজার মাঠেই টুর্নামেন্টের প্রথম দু'টি ম্যাচে সঞ্জু স্যামসন, রাহুল তেওয়াটিয়ারা ব্যাট হাতে ম্যাজিক দেখিয়েছিল ৷ আজ এই শারজা থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া রয়্যালসরা ৷ ইতিমধ্যেই তিনটি ম্যাচে হেরেছে রাজস্থান ৷ আর একটা হার মানেই প্লে অফে ওঠার স্বপ্ন ফিকে হতে থাকা ৷ স্টিভ স্মিথকে ভরসা দিতে আমিরশাহী এসে পৌঁছেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস ৷ কোয়ারানটিন পর্ব শেষ করে দলে বেন ঢোকার আগেই দিল্লির বিরুদ্ধে জিতে কিছুটা আত্মবিশ্বাস জোগাড় করে নিতে চাইছে দলটি ৷

রানের খরা কাটিয়ে গত ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে ফর্মে ফিরেছেন ওপেনার জস বাটলার ৷ 44 বলে 70 রান করেছিলেন তিনি ৷ গত ম্যাচে ওপেনিংয়ের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তরুণ যশস্বী জয়সওয়াল ৷ প্রথম একাদশে কার্তিক ত্যাগীর সঙ্গে অঙ্কিত রাজপুতকে সুযোগ দেওয়া হয়েছিল ৷ কিন্তু কাজের কাজ কিছু হয়নি ৷ শ্রেয়স গোপাল ভালো পারফর্ম করছেন ৷ ব্যাটে-বলে ভরসা জোফ্রা আর্চার ৷ তবে বাকি বোলারদের উইকেট না তুলতে পারার অক্ষমতা আর্চার, শ্রেয়সদের উপর চাপ বাড়াচ্ছে ৷ বলতে গেলে পাঁচটি ম্যাচ খেলা হলেও এখনও সেরা প্রথম একাদশ এখনও খুঁজে পায়নি স্টিভ স্মিথের টিম ৷ আত্মবিশ্বাসে ভরপুর দিল্লির সামনে রাজস্থানের ভরসা একটাই ৷ সেটি হল শারজার মাঠ ৷

অন্যদিকে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, তিনটি বিভাগেই দারুণ ছন্দে দিল্লি ক্যাপিটালস ৷ প্রথম একাদশে পরিবর্তনের কোনও জায়গা নেই ৷ তরুণ শ্রেয়াস আইয়ারের নেতৃত্ব প্রশংসিত হয়েছে ৷ পৃথ্বী শ, ঋষভ পন্থ, শ্রেয়াসদের মতো তরুণ ব্যাটসম্যানরা ধারাবাহিকভাবে রান করছে ৷ মিডল অর্ডারে ভরসা দেওয়ার জন্য রয়েছে দুই বিদেশি মার্কাস স্টইনিস ও সিমরন হেটমায়ার ৷ তারকা পেস জুটি কাগিসো রাবাদা ও অ্যানরিখ নর্জে ৷ স্পিন বিভাগ সামলাবেন রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.