ETV Bharat / sports

স্কুল ক্রিকেটে ব্যাটে ঝড় দ্রাবিড়-পুত্রের, হাঁকাল দ্বিশতরান

author img

By

Published : Feb 19, 2020, 8:26 AM IST

গত বছরের ডিসেম্বরে অনূর্ধ্ব-14 আন্তঃ জোনাল টুর্নামেন্টে 201 রানের ইনিংস খেলেছিল সমিত দ্রাবিড় ৷ সেই ম্যাচে ভাইস প্রেসিডেন্ট XI-কে জেতাতে না পারলেও সমিতের কৃতিত্ব মন জয় করে নিয়েছিল নেটিজেনদের ৷

samit
সমিত দ্রাবিড়

বেঙ্গালুরু, 19 ফেব্রুয়ারি : একেই বলে বাপ কা বেটা ৷ বাবার পথ অনুসরণ করে ক্রিকেট জগতে পা রেখেছে রাহুল দ্রাবিড়ের ছেলে সমিত দ্রাবিড় ৷ ইতিমধ্যেই বয়সভিত্তিক ক্রিকেটে নিজের একটা পরিচিতি তৈরি করে ফেলেছে সমিত ৷ কিছুদিন আগেই দ্বিশতরান হাঁকিয়ে শিরোনামে উঠে এসেছিল দ্রাবিড়-পুত্র ৷ ফের একবার ডাবল সেঞ্চুরি হাঁকাল সে ৷ গত দু'মাসের মধ্যে এটি তার দ্বিতীয় দ্বিশতরান ৷

অনূর্ধ্ব-14 BTR শিল্ড প্রতিযোগিতায় মালিয়া অদিতি আন্তর্জাতিক স্কুলের হয়ে প্রতিনিধিত্ব করতে নেমেছিল সমিত ৷ দ্বিতীয় ডিভিশনের গ্রুপ ওয়ানের সেই ম্যাচে 146 বলে 33টি বাউন্ডারির সাহায্যে ডাবল সেঞ্চুরি করে সমিত ৷ সমিতের ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে 50 ওভারে 377 রান তোলে মালিয়া অদিতি আন্তর্জাতিক স্কুল ৷ জবাবে বিপক্ষ শ্রীকুমারন চিল্ড্রেন্স অ্যাকাডেমি 110 রানেই গুটিয়ে যায় ৷ 267 রানের বড় ব্যবধানে জয়ী হয় সমিতের টিম ৷ বছর চোদ্দর সমিত শুধু ব্যাট হাতেই ঝড় তোলেনি, দুটো উইকেট নিয়ে নিজের অলরাউন্ড পারফরম্যান্সে মুগ্ধ করেছে ৷

গত বছরের ডিসেম্বরে অনূর্ধ্ব-14 আন্তঃ জোনাল টুর্নামেন্টে 201 রানের ইনিংস খেলেছিল সমিত দ্রাবিড় ৷ সেই ম্যাচে ভাইস প্রেসিডেন্ট XI-কে জেতাতে না পারলেও সমিতের কৃতিত্ব মন জয় করে নিয়েছিল নেটিজেনদের ৷

বেঙ্গালুরু, 19 ফেব্রুয়ারি : একেই বলে বাপ কা বেটা ৷ বাবার পথ অনুসরণ করে ক্রিকেট জগতে পা রেখেছে রাহুল দ্রাবিড়ের ছেলে সমিত দ্রাবিড় ৷ ইতিমধ্যেই বয়সভিত্তিক ক্রিকেটে নিজের একটা পরিচিতি তৈরি করে ফেলেছে সমিত ৷ কিছুদিন আগেই দ্বিশতরান হাঁকিয়ে শিরোনামে উঠে এসেছিল দ্রাবিড়-পুত্র ৷ ফের একবার ডাবল সেঞ্চুরি হাঁকাল সে ৷ গত দু'মাসের মধ্যে এটি তার দ্বিতীয় দ্বিশতরান ৷

অনূর্ধ্ব-14 BTR শিল্ড প্রতিযোগিতায় মালিয়া অদিতি আন্তর্জাতিক স্কুলের হয়ে প্রতিনিধিত্ব করতে নেমেছিল সমিত ৷ দ্বিতীয় ডিভিশনের গ্রুপ ওয়ানের সেই ম্যাচে 146 বলে 33টি বাউন্ডারির সাহায্যে ডাবল সেঞ্চুরি করে সমিত ৷ সমিতের ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে 50 ওভারে 377 রান তোলে মালিয়া অদিতি আন্তর্জাতিক স্কুল ৷ জবাবে বিপক্ষ শ্রীকুমারন চিল্ড্রেন্স অ্যাকাডেমি 110 রানেই গুটিয়ে যায় ৷ 267 রানের বড় ব্যবধানে জয়ী হয় সমিতের টিম ৷ বছর চোদ্দর সমিত শুধু ব্যাট হাতেই ঝড় তোলেনি, দুটো উইকেট নিয়ে নিজের অলরাউন্ড পারফরম্যান্সে মুগ্ধ করেছে ৷

গত বছরের ডিসেম্বরে অনূর্ধ্ব-14 আন্তঃ জোনাল টুর্নামেন্টে 201 রানের ইনিংস খেলেছিল সমিত দ্রাবিড় ৷ সেই ম্যাচে ভাইস প্রেসিডেন্ট XI-কে জেতাতে না পারলেও সমিতের কৃতিত্ব মন জয় করে নিয়েছিল নেটিজেনদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.