ETV Bharat / sports

5 ক্রিকেটারকে ডোপ বিরোধী সংস্থার নোটিশ !

জাতীয় ডোপ বিরোধী সংস্থার চিঠি পৌঁছাল জাতীয় ক্রিকেট দলের পাঁচ ক্রিকেটারের কাছে ৷

5 ক্রিকেটারকে ডোপ বিরোধী সংস্থার নোটিশ !
5 ক্রিকেটারকে ডোপ বিরোধী সংস্থার নোটিশ !
author img

By

Published : Jun 14, 2020, 2:21 PM IST

মুম্বই, 14 জুন: NADA-র নজরে জাতীয় দলের পাঁচ ক্রিকেটার ৷ BCCI-এর সেন্ট্রাল চুক্তির অধীনে থাকা পাঁচ ক্রিকেটারকে নোটিশ পাঠাল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি ৷ তার মধ্যে রয়েছে চেতেশ্বর পূজারা, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজার মতো ক্রিকেটারের নাম ৷ রয়েছেন দু'জন মহিলা ক্রিকেটারও ৷ স্মৃতি মান্ধানা ও দীপ্তি শর্মা ৷

যদিও এতে ক্রিকেটারদের ভুল নেই ৷ দেশের সব খেলোয়াড়ের গতিবিধি সম্পর্কে জাতীয় ডোপ বিরোধী সংস্থাকে জানাতে হয় ৷ কিন্তু NADA-র কাছে এই পাঁচ খেলোয়াড়ের সঠিক ঠিকানা দিতে পারেনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ যে কারণে পাঁচজনের কাছে সমন পৌঁছেছে ৷ BCCI-এর বিলম্বের কারণেই এই নোটিশ ৷ এর কারণ হিসেবে BCCI বলেছে, পাসওয়ার্ডের গন্ডগোলের জন্যই এই সমস্যা ৷ যদিও বিষয়টি এখন মিটে গেছে বলেই জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ 110 জন ন্যাশনাল রেজিস্টার্ড টেস্টিং পুলের অধীনেও রয়েছেন এই পাঁচ ক্রিকেটার ৷ জাতীয় ডোপ বিরোধী সংস্থার DG নবীন আগরওয়াল বলেছেন, "সময়মতো ওই ক্রিকেটারদের বাসস্থান সম্পর্কে তথ্য দিতে ব্যর্থ হয়েছে বলে অফিশিয়ালি চিঠি পাঠিয়েছে BCCI ৷" ভারতীয় বোর্ড দায় ঘাড়ে নিলেও এ নিয়ে ক্রিকেটাররা কোনও সমস্যায় পড়বে কি না তা এখনই বোঝা যাচ্ছে না ৷

ADAMS-এর সফটওয়্যারে দু'রকম পদ্ধতিতে খেলোয়াড়দের "হোয়ারঅ্যাবাউটস" নিয়ে ফর্ম পূরণ করা যায় ৷ খেলোয়াড়রা নিজেরাই করতে পারে ৷ অথবা তাদের হয়ে কাজটি করে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন ৷ অনেক ক্ষেত্রে তেমন শিক্ষাগত যোগ্যতা না থাকার কারণে ফর্ম পূরণ করতে পারেন না অ্যাথলিটরা ৷ যে কারণে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন তাদের হয়ে এই কাজ করে ৷ কিন্তু যে ক্রিকেটারদের কাছে নোটিশ পৌঁছেছে তারা সকলেই শিক্ষিত ৷ তবে সময়সীমা মনে রাখতে না পারা অথবা ক্রিকেটারদের সময়ের অভাবে সেই কাজের দায়িত্ব ছিল BCCI-এর উপর ৷

মুম্বই, 14 জুন: NADA-র নজরে জাতীয় দলের পাঁচ ক্রিকেটার ৷ BCCI-এর সেন্ট্রাল চুক্তির অধীনে থাকা পাঁচ ক্রিকেটারকে নোটিশ পাঠাল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি ৷ তার মধ্যে রয়েছে চেতেশ্বর পূজারা, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজার মতো ক্রিকেটারের নাম ৷ রয়েছেন দু'জন মহিলা ক্রিকেটারও ৷ স্মৃতি মান্ধানা ও দীপ্তি শর্মা ৷

যদিও এতে ক্রিকেটারদের ভুল নেই ৷ দেশের সব খেলোয়াড়ের গতিবিধি সম্পর্কে জাতীয় ডোপ বিরোধী সংস্থাকে জানাতে হয় ৷ কিন্তু NADA-র কাছে এই পাঁচ খেলোয়াড়ের সঠিক ঠিকানা দিতে পারেনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ যে কারণে পাঁচজনের কাছে সমন পৌঁছেছে ৷ BCCI-এর বিলম্বের কারণেই এই নোটিশ ৷ এর কারণ হিসেবে BCCI বলেছে, পাসওয়ার্ডের গন্ডগোলের জন্যই এই সমস্যা ৷ যদিও বিষয়টি এখন মিটে গেছে বলেই জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ 110 জন ন্যাশনাল রেজিস্টার্ড টেস্টিং পুলের অধীনেও রয়েছেন এই পাঁচ ক্রিকেটার ৷ জাতীয় ডোপ বিরোধী সংস্থার DG নবীন আগরওয়াল বলেছেন, "সময়মতো ওই ক্রিকেটারদের বাসস্থান সম্পর্কে তথ্য দিতে ব্যর্থ হয়েছে বলে অফিশিয়ালি চিঠি পাঠিয়েছে BCCI ৷" ভারতীয় বোর্ড দায় ঘাড়ে নিলেও এ নিয়ে ক্রিকেটাররা কোনও সমস্যায় পড়বে কি না তা এখনই বোঝা যাচ্ছে না ৷

ADAMS-এর সফটওয়্যারে দু'রকম পদ্ধতিতে খেলোয়াড়দের "হোয়ারঅ্যাবাউটস" নিয়ে ফর্ম পূরণ করা যায় ৷ খেলোয়াড়রা নিজেরাই করতে পারে ৷ অথবা তাদের হয়ে কাজটি করে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন ৷ অনেক ক্ষেত্রে তেমন শিক্ষাগত যোগ্যতা না থাকার কারণে ফর্ম পূরণ করতে পারেন না অ্যাথলিটরা ৷ যে কারণে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন তাদের হয়ে এই কাজ করে ৷ কিন্তু যে ক্রিকেটারদের কাছে নোটিশ পৌঁছেছে তারা সকলেই শিক্ষিত ৷ তবে সময়সীমা মনে রাখতে না পারা অথবা ক্রিকেটারদের সময়ের অভাবে সেই কাজের দায়িত্ব ছিল BCCI-এর উপর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.