ETV Bharat / sports

ইডেনে কোয়ারানটিন সেন্টার, সাহায্যে প্রস্তুত CAB-র চিকিৎসকরা - ইডেন গার্ডেন

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় প্যান্ডেমিকের শুরুতেই ইডেন গার্ডেনের গ্যালারি তলায় কোয়ারানটিন সেন্টার তৈরি করার প্রস্তাব দিয়েছিলেন । সেদিন এইভাবে ইডেনের গ্যালারির তলা কোয়ারানটিন সেন্টার হিসেবে ব্যবহার করার কথা ভাবা হয়নি । কিন্তু দিন যত এগোচ্ছে ততই কোরোনা ভাইরাসের প্রকোপ জাঁকিয়ে বসছে ।

image
ইডেনে কোয়ারানটিন সেন্টার
author img

By

Published : Jul 11, 2020, 10:15 PM IST

কলকাতা, 11 জুলাই : ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের কর্তারা আগেই কোরোনা যুদ্ধে সরকারকে সাহায্য করবেন বলে জানিয়েছিলেন ৷ এবার CAB চিকিৎসকরাও সাহায্য করার আশ্বাস দিলেন ৷ একঝাঁক প্রখ্যাত চিকিৎসকদের এই ভাবে এগিয়ে আসায় উচ্ছ্বসিত CAB প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ।

"বিষয়টি সত্যিই আনন্দের । CAB -র মেডিকেল প্যানেলে থাকা প্রখ্যাত চিকিৎসকদের সাহায্য ইডেনের গ্যালারির তলায় তৈরি হওয়া কোয়ারানটিন সেন্টারের কাজ উন্নত করবে । এই কথা আমরা কলকাতা পুলিশকে জানিয়ে দেব । চিকিৎসকরা উপদেশ দেবেন কীভাবে নিরাপদে থাকা সম্ভব এবং কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় ," বলেছেন CAB প্রেসিডেন্ট । ইতিমধ্যে যুগ্মসচিব দেবব্রত দাস মেডিকেল কমিটির চেয়ারম্যান প্রদীপ দেকে সঙ্গে নিয়ে যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখেছেন । মাঠকর্মীদের নতুন থাকার জায়গাও দেখেছেন ।

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় প্যান্ডেমিকের শুরুতেই ইডেন গার্ডেনের গ্যালারি তলায় কোয়ারানটিন সেন্টার তৈরি করার প্রস্তাব দিয়েছিলেন । সেদিন এইভাবে ইডেনের গ্যালারির তলা কোয়ারানটিন সেন্টার হিসেবে ব্যবহার করার কথা ভাবা হয়নি । কিন্তু দিন যত এগোচ্ছে ততই কোরোনা ভাইরাসের প্রকোপ জাঁকিয়ে বসছে । আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে । এই অবস্থা সামাল দিতে কলকাতা পুলিশ ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের শরনাপন্ন হল ।

ইডেনের গ্যালারির তলায় কোয়ারানটিন সেন্টার করার অনুমতি চায় তাঁরা । শুক্রবার বিকেলে লালবাজারে স্পেশাল কমিশনার জাভেদ শামিমের ঘরে পুলিশ কর্তারা CAB পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেছিলেন । তারপর অরুনময় সাহার নেতৃত্বে পুলিশ বাহিনীর CAB কর্তাদের সঙ্গে যৌথভাবে ইডেন ঘুরে দেখেছিলেন । CAB র পক্ষ থেকে প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশীস গঙ্গোপাধ্যায় পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ।

আপাতত ঠিক হয়েছে, গ্যালারির E, F, G ব্লকের তলায় আপতকালীন কোয়ারানটিন সেন্টার গড়ে তোলা হবে । বাড়তি জায়গা দরকার পড়লে J ব্লক ব্যবহার করা হবে । পুরো জায়গা জুড়ে জীবানুমুক্ত করা হবে । ইতিমধ্যে সেই ব্যবস্থাপনা চূড়ান্ত করা হয়েছে । তবে CAB ক্লাব হাউজ ক্রিকেটীয় কর্মকাণ্ড পরিচালনার জন্য বরাদ্দ থাকবে । CAB প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া বলেছেন, "এই কঠিন সময়ে প্রশাসনকে সাহায্য এবং সমর্থন করা আমাদের কর্তব্য । এই কোয়ারাটিনের সুবিধা পুলিশের কোরোনা যোদ্ধাদের জন্য ব্যবহার করা হবে । "এর আগে ডুমুরজলা স্টেডিয়ামকে কোয়ারানটিন সেন্টারে পরিণত করা হয় ।

কলকাতা, 11 জুলাই : ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের কর্তারা আগেই কোরোনা যুদ্ধে সরকারকে সাহায্য করবেন বলে জানিয়েছিলেন ৷ এবার CAB চিকিৎসকরাও সাহায্য করার আশ্বাস দিলেন ৷ একঝাঁক প্রখ্যাত চিকিৎসকদের এই ভাবে এগিয়ে আসায় উচ্ছ্বসিত CAB প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ।

"বিষয়টি সত্যিই আনন্দের । CAB -র মেডিকেল প্যানেলে থাকা প্রখ্যাত চিকিৎসকদের সাহায্য ইডেনের গ্যালারির তলায় তৈরি হওয়া কোয়ারানটিন সেন্টারের কাজ উন্নত করবে । এই কথা আমরা কলকাতা পুলিশকে জানিয়ে দেব । চিকিৎসকরা উপদেশ দেবেন কীভাবে নিরাপদে থাকা সম্ভব এবং কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় ," বলেছেন CAB প্রেসিডেন্ট । ইতিমধ্যে যুগ্মসচিব দেবব্রত দাস মেডিকেল কমিটির চেয়ারম্যান প্রদীপ দেকে সঙ্গে নিয়ে যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখেছেন । মাঠকর্মীদের নতুন থাকার জায়গাও দেখেছেন ।

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় প্যান্ডেমিকের শুরুতেই ইডেন গার্ডেনের গ্যালারি তলায় কোয়ারানটিন সেন্টার তৈরি করার প্রস্তাব দিয়েছিলেন । সেদিন এইভাবে ইডেনের গ্যালারির তলা কোয়ারানটিন সেন্টার হিসেবে ব্যবহার করার কথা ভাবা হয়নি । কিন্তু দিন যত এগোচ্ছে ততই কোরোনা ভাইরাসের প্রকোপ জাঁকিয়ে বসছে । আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে । এই অবস্থা সামাল দিতে কলকাতা পুলিশ ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের শরনাপন্ন হল ।

ইডেনের গ্যালারির তলায় কোয়ারানটিন সেন্টার করার অনুমতি চায় তাঁরা । শুক্রবার বিকেলে লালবাজারে স্পেশাল কমিশনার জাভেদ শামিমের ঘরে পুলিশ কর্তারা CAB পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেছিলেন । তারপর অরুনময় সাহার নেতৃত্বে পুলিশ বাহিনীর CAB কর্তাদের সঙ্গে যৌথভাবে ইডেন ঘুরে দেখেছিলেন । CAB র পক্ষ থেকে প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশীস গঙ্গোপাধ্যায় পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ।

আপাতত ঠিক হয়েছে, গ্যালারির E, F, G ব্লকের তলায় আপতকালীন কোয়ারানটিন সেন্টার গড়ে তোলা হবে । বাড়তি জায়গা দরকার পড়লে J ব্লক ব্যবহার করা হবে । পুরো জায়গা জুড়ে জীবানুমুক্ত করা হবে । ইতিমধ্যে সেই ব্যবস্থাপনা চূড়ান্ত করা হয়েছে । তবে CAB ক্লাব হাউজ ক্রিকেটীয় কর্মকাণ্ড পরিচালনার জন্য বরাদ্দ থাকবে । CAB প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া বলেছেন, "এই কঠিন সময়ে প্রশাসনকে সাহায্য এবং সমর্থন করা আমাদের কর্তব্য । এই কোয়ারাটিনের সুবিধা পুলিশের কোরোনা যোদ্ধাদের জন্য ব্যবহার করা হবে । "এর আগে ডুমুরজলা স্টেডিয়ামকে কোয়ারানটিন সেন্টারে পরিণত করা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.