ETV Bharat / sports

অনূর্ধ্ব-19 বিশ্বকাপ: পাকিস্তানকে হারাতে ভারতের দরকার 173 - u-19 world cup

মঙ্গলবার অনূর্ধ্ব-19 বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান ৷ হোক না ছোটোদের বিশ্বকাপ, ক্রিকেটে ইন্দো-পাকিস্তান লড়াই মানে আলাদা উত্তেজনা, মান সম্মানের লড়াই ৷

pakistan-set-173-run-target-for-india
ভারতকে সহজ লক্ষ্যমাত্রা পাকিস্তানের
author img

By

Published : Feb 4, 2020, 6:21 PM IST

পচেফস্ট্রুম, 4 ফেব্রুয়ারি : মাত্র 172 রানেই গুটিয়ে গেল পাকিস্তান ৷ বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 172 রানে বেঁধে রাখল দেশের ছোটোরা ৷ পেস-স্পিনের জোড়া ফলায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সামনে দুশো রানেরও লক্ষ্যমাত্রা দিতে পারল না পাকিস্তান ৷

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ৷ ম্যাচ শুরুর প্রথম থেকেই পাকিস্তান শিবিরে ক্রমাগত আঘাত হানতে থাকে ভারতের বোলিং ব্রিগেড ৷ একশোর গণ্ডি পার করার আগেই তিনটে উইকেট খুইয়ে ফেলে পাকিস্তান টিম ৷ ওপেনার হায়দার আলি (56) এবং অধিনায়ক রোহিল নাজির (62)-এর ব্যাটে কিছুটা লড়াই দেওয়ার মতো স্কোর তোলে তারা ৷ 43.1 ওভার ব্যাট করে 172 রান তোলে পাকিস্তান ৷ ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন বাঁ হাতি পেসার সুশান্ত মিশ্র ৷

পচেফস্ট্রুম, 4 ফেব্রুয়ারি : মাত্র 172 রানেই গুটিয়ে গেল পাকিস্তান ৷ বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 172 রানে বেঁধে রাখল দেশের ছোটোরা ৷ পেস-স্পিনের জোড়া ফলায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সামনে দুশো রানেরও লক্ষ্যমাত্রা দিতে পারল না পাকিস্তান ৷

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ৷ ম্যাচ শুরুর প্রথম থেকেই পাকিস্তান শিবিরে ক্রমাগত আঘাত হানতে থাকে ভারতের বোলিং ব্রিগেড ৷ একশোর গণ্ডি পার করার আগেই তিনটে উইকেট খুইয়ে ফেলে পাকিস্তান টিম ৷ ওপেনার হায়দার আলি (56) এবং অধিনায়ক রোহিল নাজির (62)-এর ব্যাটে কিছুটা লড়াই দেওয়ার মতো স্কোর তোলে তারা ৷ 43.1 ওভার ব্যাট করে 172 রান তোলে পাকিস্তান ৷ ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন বাঁ হাতি পেসার সুশান্ত মিশ্র ৷

New Delhi, Feb 04 (ANI): BJP Member of Parliament Locket Chatterjee said that West Bengal government, similar to Pakistan, is not allowing Hindus to celebrate Saraswati Puja. "The situation in West Bengal is such that people are not allowed to celebrate Saraswati Puja. It is similar to Pakistan where Hindus are not allowed to conduct their pujas. Mamata Banerjee is doing politics of appeasement," said Locket Chatterjee in an ongoing Budget session.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.