ETV Bharat / sports

"বিশ্বের যে কোনও ক্রিকেটার ধোনির নেতৃত্বে খেলতে চাইবে" - MS dhoni

"দল হারলে বা দলের কঠিন সময়ে মহেন্দ্র সিং ধোনি সবসময় ঢাল হয়ে দাঁড়াতেন । হারের দায় পুরোপুরি নিজের কাঁধে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের সামনে নিজেকে দাঁড় করিয়ে দিতেন ।" বললেন মোহিত শর্মা ।

dhoni
dhoni
author img

By

Published : Apr 26, 2020, 4:27 PM IST

দিল্লি, 26 এপ্রিল: তাঁর অধীনে দু'টি বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে ভারত । মাঠে সবসময় থাকতেন কুল । কোনও পরিস্থিতিতেই উত্তেজিত হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেকে দূরে রাখতেন সবসময় । প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সেই সুপার কুল এবং ধারাল ক্রিকেট মস্তিষ্কের অধীনে খেলতে চাইবে বিশ্বের যে কোনও ক্রিকেটার । এমনই মত চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা মোহিত শর্মার ।

হরিয়ানার পেসার মোহিত 2013 থেকে 2015 পর্যন্ত ও গত মরশুমেও চেন্নাইয়ের হয়ে খেলেছেন । এছাড়া জাতীয় দলের হয়ে যে কয়েকটি ম্যাচ খেলেছেন সবই ধোনির নেতৃত্বে । আজ দিল্লি ক্যাপিটালসের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে লাইভ সেশনে উপস্থিত ছিলেন এই ডান হাতি পেসার । সেখানে ধোনির প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, "মানুষ হিসেবে ধোনি খুবই ভালো এবং সাধারণ । ওর থেকে যতটা পেরেছি শিখে নেওয়ার চেষ্টা করেছি । সবসময় নিরপেক্ষ থাকার চেষ্টা করেন । ওর অধীনে প্রচুর ম্যাচ খেলেছি । এই বিশ্বের সমস্ত ক্রিকেটারই ধোনির নেতৃত্বে খেলতে চাইবে ।"

তাঁর কথায়, "দল হারলে বা দলের কঠিন সময়ে মহেন্দ্র সিং ধোনি সবসময় ঢাল হয়ে দাঁড়াতেন । হারের দায় পুরোপুরি নিজের কাঁধে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের সামনে নিজেকে দাঁড় করিয়ে দিতেন । কিন্তু দল জিতলে সেই ধোনিই ম্যাচের সেরা ক্রিকেটারকে সাংবাদিক বৈঠকে পাঠিয়ে দিতেন । উনি আসলে কী চাইছেন তা দলের কারও বুঝতে অসুবিধা হত না ।"

দেশের হয়ে 26টি ওয়ান ডে ম্যাচ খেলা মোহিতের 13তম IPL-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল । এর আগে চেন্নাই ছাড়া কিংস ইলেভেন পঞ্জাবের হয়েও খেলেছেন তিনি ।

দিল্লি, 26 এপ্রিল: তাঁর অধীনে দু'টি বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে ভারত । মাঠে সবসময় থাকতেন কুল । কোনও পরিস্থিতিতেই উত্তেজিত হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেকে দূরে রাখতেন সবসময় । প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সেই সুপার কুল এবং ধারাল ক্রিকেট মস্তিষ্কের অধীনে খেলতে চাইবে বিশ্বের যে কোনও ক্রিকেটার । এমনই মত চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা মোহিত শর্মার ।

হরিয়ানার পেসার মোহিত 2013 থেকে 2015 পর্যন্ত ও গত মরশুমেও চেন্নাইয়ের হয়ে খেলেছেন । এছাড়া জাতীয় দলের হয়ে যে কয়েকটি ম্যাচ খেলেছেন সবই ধোনির নেতৃত্বে । আজ দিল্লি ক্যাপিটালসের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে লাইভ সেশনে উপস্থিত ছিলেন এই ডান হাতি পেসার । সেখানে ধোনির প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, "মানুষ হিসেবে ধোনি খুবই ভালো এবং সাধারণ । ওর থেকে যতটা পেরেছি শিখে নেওয়ার চেষ্টা করেছি । সবসময় নিরপেক্ষ থাকার চেষ্টা করেন । ওর অধীনে প্রচুর ম্যাচ খেলেছি । এই বিশ্বের সমস্ত ক্রিকেটারই ধোনির নেতৃত্বে খেলতে চাইবে ।"

তাঁর কথায়, "দল হারলে বা দলের কঠিন সময়ে মহেন্দ্র সিং ধোনি সবসময় ঢাল হয়ে দাঁড়াতেন । হারের দায় পুরোপুরি নিজের কাঁধে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের সামনে নিজেকে দাঁড় করিয়ে দিতেন । কিন্তু দল জিতলে সেই ধোনিই ম্যাচের সেরা ক্রিকেটারকে সাংবাদিক বৈঠকে পাঠিয়ে দিতেন । উনি আসলে কী চাইছেন তা দলের কারও বুঝতে অসুবিধা হত না ।"

দেশের হয়ে 26টি ওয়ান ডে ম্যাচ খেলা মোহিতের 13তম IPL-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল । এর আগে চেন্নাই ছাড়া কিংস ইলেভেন পঞ্জাবের হয়েও খেলেছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.