ETV Bharat / sports

86 বছর পর বাতিল রণজি ট্রফি - রঞ্জি ট্রোফি

এবছর হচ্ছে না রণজি ট্রফি ৷ 86 বছর পর এই প্রথম বাতিল হয়ে গেল টুর্নামেন্ট ৷ রণজির উপর এই কোপ মেনে নিতে পারছেন না রাজ্য়স্তরের ক্রিকেট কর্তাদের একাংশ ৷ তাঁদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই বাতিল করা হয়েছে রণজি ৷ অথচ বিজয় হাজারে ট্রফি বা মহিলাদের একদিনের টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে৷

No Ranji Trophy this season, after 86 consecutive years
86 বছর পর বাতিল রঞ্জি ট্রোফি
author img

By

Published : Jan 30, 2021, 3:37 PM IST

দিল্লি, 30 জানুয়ারি : পথচলা শুরু হয়েছিল 1934-35-এর মরশুমে ৷ তারপর কেটে গিয়েছে 86 বছর ৷ ছন্দপতন হল এবারই৷ বাতিল হয়ে গেল এবছরের রণজি ট্রফি ৷

গতকাল সংশ্লিষ্ট সবক’টি রাজ্য়কে একটি চিঠি পাঠায় বিসিসিআই৷ তাতে জানানো হয়, সৈয়দ মুস্তাক আলি ট্রফির টি-20 ম্য়াচগুলি শেষ হলেই বিজয় হাজারে ট্রফি এবং মহিলাদের একদিনের টুর্নামেন্ট শুরু করা হবে৷ অথচ ওই চিঠিতে রণজি ট্রফি নিয়ে একটি বাক্যও খরচ করা হয়নি ৷ যা নিয়ে শুরু হয়েছে জল্পনা৷

রাজ্য়স্তরের একটি ক্রিকেট সংস্থার সভাপতির মতে, বিসিসিআই আসলে রণজি ট্রফির আয়োজনই করতে চায় না৷ দীর্ঘদিন ধরেই এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি ওই ক্রিকেট কর্তার৷ তিনি বলেন, ‘‘প্রথম দিনেই দেওয়াল লিখনের কাজ সারা হয়ে গিয়েছিল৷ এই মরশুমে বিসিসিআই যে রণজি ট্রফি আয়োজন করবে না, সেটা আগেই বোঝা গিয়েছিল৷ এটা খুব দুঃখের এবং দুর্ভাগ্য়জনক ঘটনা যে এবছর রণজি ট্রফি হচ্ছে না৷ ক্রিকেট অনুরাগীদের কাছে এটা খুব খারাপ খবর৷’’

রাজ্য়স্তরের ওই কর্তা আরও জানিয়েছেন, ‘‘সম্প্রতি রাজ্য়গুলিকে যে চিঠি পাঠিয়েছিলেন বিসিসিআই সচিব জয় শাহ, তাতে একবারের জন্য়ও ‘রণজি ট্রফি’ শব্দটা উল্লেখ পর্যন্ত করেননি তিনি৷ বদলে রাজ্য়গুলির সঙ্গে ফোনে কথা বলেন জয় শাহ৷ জানিয়ে দেন এই মরশুমে আর রণজির আসর বসছে না৷ বিষয়টা যে সাদা-কালো নয়, সে তো বোঝাই যাচ্ছে৷’’

আরও পড়ুন: ব্রিটিশ সিংহ বধে ভরসা কি হবেন হার্দিক ?

মজার বিষয় হল, বিসিসিআই কিন্তু নিজের ঘাড়ে কোনও দায় রাখেনি৷ সম্প্রতি সংস্থার তরফে রাজ্যগুলির কাছে জানতে চাওয়া হয়, তারা কী চায়? অর্থাৎ রণজি আর বিজয় হাজারের মধ্য়ে কোন টুর্নামেন্টটা আয়োজন করতে চায় তারা৷ তবে এই ওপিনিয়ন পোলের রেজ়াল্ট কী, তা কারও জানা নেই৷ কারণ, সেটা প্রকাশ্য়েই আনেনি বিসিসিআই কর্তৃপক্ষ৷ তাই কারা রণজির পক্ষে আর কারা বিজয় হাজারের পক্ষে তা অজানাই থেকে গিয়েছে৷

দিল্লি, 30 জানুয়ারি : পথচলা শুরু হয়েছিল 1934-35-এর মরশুমে ৷ তারপর কেটে গিয়েছে 86 বছর ৷ ছন্দপতন হল এবারই৷ বাতিল হয়ে গেল এবছরের রণজি ট্রফি ৷

গতকাল সংশ্লিষ্ট সবক’টি রাজ্য়কে একটি চিঠি পাঠায় বিসিসিআই৷ তাতে জানানো হয়, সৈয়দ মুস্তাক আলি ট্রফির টি-20 ম্য়াচগুলি শেষ হলেই বিজয় হাজারে ট্রফি এবং মহিলাদের একদিনের টুর্নামেন্ট শুরু করা হবে৷ অথচ ওই চিঠিতে রণজি ট্রফি নিয়ে একটি বাক্যও খরচ করা হয়নি ৷ যা নিয়ে শুরু হয়েছে জল্পনা৷

রাজ্য়স্তরের একটি ক্রিকেট সংস্থার সভাপতির মতে, বিসিসিআই আসলে রণজি ট্রফির আয়োজনই করতে চায় না৷ দীর্ঘদিন ধরেই এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি ওই ক্রিকেট কর্তার৷ তিনি বলেন, ‘‘প্রথম দিনেই দেওয়াল লিখনের কাজ সারা হয়ে গিয়েছিল৷ এই মরশুমে বিসিসিআই যে রণজি ট্রফি আয়োজন করবে না, সেটা আগেই বোঝা গিয়েছিল৷ এটা খুব দুঃখের এবং দুর্ভাগ্য়জনক ঘটনা যে এবছর রণজি ট্রফি হচ্ছে না৷ ক্রিকেট অনুরাগীদের কাছে এটা খুব খারাপ খবর৷’’

রাজ্য়স্তরের ওই কর্তা আরও জানিয়েছেন, ‘‘সম্প্রতি রাজ্য়গুলিকে যে চিঠি পাঠিয়েছিলেন বিসিসিআই সচিব জয় শাহ, তাতে একবারের জন্য়ও ‘রণজি ট্রফি’ শব্দটা উল্লেখ পর্যন্ত করেননি তিনি৷ বদলে রাজ্য়গুলির সঙ্গে ফোনে কথা বলেন জয় শাহ৷ জানিয়ে দেন এই মরশুমে আর রণজির আসর বসছে না৷ বিষয়টা যে সাদা-কালো নয়, সে তো বোঝাই যাচ্ছে৷’’

আরও পড়ুন: ব্রিটিশ সিংহ বধে ভরসা কি হবেন হার্দিক ?

মজার বিষয় হল, বিসিসিআই কিন্তু নিজের ঘাড়ে কোনও দায় রাখেনি৷ সম্প্রতি সংস্থার তরফে রাজ্যগুলির কাছে জানতে চাওয়া হয়, তারা কী চায়? অর্থাৎ রণজি আর বিজয় হাজারের মধ্য়ে কোন টুর্নামেন্টটা আয়োজন করতে চায় তারা৷ তবে এই ওপিনিয়ন পোলের রেজ়াল্ট কী, তা কারও জানা নেই৷ কারণ, সেটা প্রকাশ্য়েই আনেনি বিসিসিআই কর্তৃপক্ষ৷ তাই কারা রণজির পক্ষে আর কারা বিজয় হাজারের পক্ষে তা অজানাই থেকে গিয়েছে৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.