লন্ডন, 24 এপ্রিল : দিন দিন কোরোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। মৃত্যু হয়েছে অনেকের । তাই 1 জুলাই পর্যন্ত সব ধরনের পেশাদার ক্রিকেট স্থগিত করার কথা ঘোষণা করল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ৷
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট ও ভারতীয় মহিলা দলের বিরুদ্ধে ইংল্যান্ড মহিলা দলের সিরিজ় আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে ৷
একটি বিবৃতি দিয়ে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘‘সরকার ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের কথা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে ৷ এছাড়া সম্প্রচার সংস্থার সঙ্গে কথা বলেই ঘরোয়া ও আন্তর্জাতিক সূচি জানানো হবে ৷’’
ECB চিফ এগজ়িকিউটিভ টম হ্যারিসন বলেন,‘‘ আমাদের পরিকল্পনা হল আন্তর্জাতিক ম্যাচ যত সম্ভব পিছিয়ে নিয়ে যাওয়া ৷ যাতে সম্পূর্ণ ক্রিকেট খেলা যায়৷ ’’ যদিও চলতি মরশুমের ভবিষ্যৎ নিয়ে বুধবার বৈঠকে বসতে চলেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ৷