ETV Bharat / sports

ICC আম্পায়ারদের এলিট প্যানেলে ফের এক ভারতীয় - সুন্দরাম রবি

2020-2021 মরশুমে 12 সদস্যের আম্পায়ার এলিট প্যানেলে নিউজ়িল্যান্ডের নাইজেল লং-এর জায়গায় স্থান পাকা করে নিলেন নীতিন মেনন ৷ 36 বছরের মেনন এখনও পর্যন্ত 3টি টেস্ট, 24টি ওয়ানডে ও 16টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ পরিচালনা করেছেন ৷

image
নীতিন মেনন
author img

By

Published : Jun 30, 2020, 12:15 AM IST

দিল্লি, 29 জুন : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আম্পায়ারদের এলিট প্যানেলে নাম উঠল ভারতীয় আম্পায়ার নীতিন মেননের ৷ দেশের তৃতীয় আম্পায়ার হিসেবে এই সম্মান অর্জন করলেন তিনি ৷ এর আগে শ্রীনিবাস ভেঙ্কটরাঘবন ও সুন্দরাম রবির নাম এই এলিট প্যানেলে উঠেছিল ৷

2020-2021 মরশুমে 12 সদস্যের আম্পায়ার এলিট প্যানেলে নিউজ়িল্যান্ডের নাইজেল লং-এর জায়গায় স্থান পাকা করে নিলেন নীতিন মেনন ৷ 36 বছরের মেনন এখনও পর্যন্ত 3টি টেস্ট, 24টি ওয়ানডে ও 16টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ পরিচালনা করেছেন ৷ ICC আন্তর্জাতিক আম্পায়ারদের প্যানেল থেকে তাঁকে এলিট প্যানেলে নিয়ে আসা হল ৷ চার সদস্যের নির্বাচক মণ্ডলী 12 সদস্যের এলিট প্যানেল আম্পায়ার বেছে নেন ৷ এই নির্বাচকমণ্ডলীতে ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকর, ICC জেনেরাল ম্যানেজার জিওফ অ্যালারডাইস, ম্যাচ রেফারি রঞ্জন মধুগালে এবং ডেভিড বুন ৷

আরও পড়ুন:- দ্রাবিড়ের পরামর্শে 2007 টি-20 বিশ্বকাপ খেলেননি সচিন-সৌরভ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে নীতিন মেননের একটি বার্তা তুলে ধরা হয় ৷ সেখানে তিনি বলেন, ‘‘আম্পায়ারদের এলিট প্যানেলে নাম ওঠা আমার কাছে অত্যন্ত গর্ব ও সম্মানের ৷ বিশ্বের সেরা সেরা আম্পায়ার ও অফিশিয়ালদের সঙ্গে কাজ করাটা আমার স্বপ্ন ছিল ৷ ইতিমধ্যে ওয়ানডে, টেস্ট ও টি-20 ম্যাচে আম্পায়ারিং করার জন্য আমি জানি এই নতুন পদ আমার কাছে কতটা চ্যালেঞ্জের ও কতটা দায়িত্বের ৷ আমি এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে আছি ৷ আমার অভিজ্ঞতা ভাগ করে ভারতীয় আম্পায়ারদের আরও এগিয়ে নিয়ে যাওয়াই হবে লক্ষ্য ৷’’

আরও পড়ুন :- অবসর ভেঙে কৈশোরের ক্লাবে ফিরছেন রবেন

তিনি আরও বলেন, ‘‘আমি এই সম্মান পাওয়ার জন্য মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, BCCI ও ICC-কে ধন্যবাদ জানাতে চাই ৷ পরিবারের সাহায্য ছাড়া এই সম্মান অর্জন করা আমার কাছে সম্ভব ছিল না ৷ তাই আমার পরিবারকেও ধন্যবাদ জানাই ৷ ’’

ICC-র সিনিয়র ম্যানেজার আদ্রিয়ান গ্রিফথ নীতিনের নির্বাচন নিয়ে বলেন,‘‘ নিজের কঠোর পরিশ্রমের ফল পেয়েছেন নীতিন ৷ আম্পায়ারদের এলিট গ্রুপে জায়গা করে নেওয়ার জন্য তাঁকে শুভেচ্ছা ৷ আমি ওর সাফল্য কামনা করি ৷’’

দিল্লি, 29 জুন : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আম্পায়ারদের এলিট প্যানেলে নাম উঠল ভারতীয় আম্পায়ার নীতিন মেননের ৷ দেশের তৃতীয় আম্পায়ার হিসেবে এই সম্মান অর্জন করলেন তিনি ৷ এর আগে শ্রীনিবাস ভেঙ্কটরাঘবন ও সুন্দরাম রবির নাম এই এলিট প্যানেলে উঠেছিল ৷

2020-2021 মরশুমে 12 সদস্যের আম্পায়ার এলিট প্যানেলে নিউজ়িল্যান্ডের নাইজেল লং-এর জায়গায় স্থান পাকা করে নিলেন নীতিন মেনন ৷ 36 বছরের মেনন এখনও পর্যন্ত 3টি টেস্ট, 24টি ওয়ানডে ও 16টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ পরিচালনা করেছেন ৷ ICC আন্তর্জাতিক আম্পায়ারদের প্যানেল থেকে তাঁকে এলিট প্যানেলে নিয়ে আসা হল ৷ চার সদস্যের নির্বাচক মণ্ডলী 12 সদস্যের এলিট প্যানেল আম্পায়ার বেছে নেন ৷ এই নির্বাচকমণ্ডলীতে ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকর, ICC জেনেরাল ম্যানেজার জিওফ অ্যালারডাইস, ম্যাচ রেফারি রঞ্জন মধুগালে এবং ডেভিড বুন ৷

আরও পড়ুন:- দ্রাবিড়ের পরামর্শে 2007 টি-20 বিশ্বকাপ খেলেননি সচিন-সৌরভ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে নীতিন মেননের একটি বার্তা তুলে ধরা হয় ৷ সেখানে তিনি বলেন, ‘‘আম্পায়ারদের এলিট প্যানেলে নাম ওঠা আমার কাছে অত্যন্ত গর্ব ও সম্মানের ৷ বিশ্বের সেরা সেরা আম্পায়ার ও অফিশিয়ালদের সঙ্গে কাজ করাটা আমার স্বপ্ন ছিল ৷ ইতিমধ্যে ওয়ানডে, টেস্ট ও টি-20 ম্যাচে আম্পায়ারিং করার জন্য আমি জানি এই নতুন পদ আমার কাছে কতটা চ্যালেঞ্জের ও কতটা দায়িত্বের ৷ আমি এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে আছি ৷ আমার অভিজ্ঞতা ভাগ করে ভারতীয় আম্পায়ারদের আরও এগিয়ে নিয়ে যাওয়াই হবে লক্ষ্য ৷’’

আরও পড়ুন :- অবসর ভেঙে কৈশোরের ক্লাবে ফিরছেন রবেন

তিনি আরও বলেন, ‘‘আমি এই সম্মান পাওয়ার জন্য মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, BCCI ও ICC-কে ধন্যবাদ জানাতে চাই ৷ পরিবারের সাহায্য ছাড়া এই সম্মান অর্জন করা আমার কাছে সম্ভব ছিল না ৷ তাই আমার পরিবারকেও ধন্যবাদ জানাই ৷ ’’

ICC-র সিনিয়র ম্যানেজার আদ্রিয়ান গ্রিফথ নীতিনের নির্বাচন নিয়ে বলেন,‘‘ নিজের কঠোর পরিশ্রমের ফল পেয়েছেন নীতিন ৷ আম্পায়ারদের এলিট গ্রুপে জায়গা করে নেওয়ার জন্য তাঁকে শুভেচ্ছা ৷ আমি ওর সাফল্য কামনা করি ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.