ETV Bharat / sports

হ্যামিল্টনে প্রথম ওয়ান ডে-তে জয়ী নিউজ়িল্যান্ড - Cricket

প্রথমে ব্যাট করে ৩৪৭ রান তোলে ভারত । জবাবে ব্যাট করতে নেমে 4 উইকেটে মেন ইন ব্লুদের হারাল নিউজ়িল্যান্ড ।

Ross Taylor
টেলরের শতরান
author img

By

Published : Feb 5, 2020, 3:58 PM IST

Updated : Feb 5, 2020, 5:22 PM IST

হ্যামিলটন, ৫ ফেব্রুয়ারি : পাহাড় প্রমাণ রানের চাপ সামলে প্রথম একদিনের ম্যাচে জয়ী কিউয়িরা । রস টেলর এবং টম ল্যাথাম, হেনরি নিকোলাসের সম্মিলিত প্রয়াসে তিনশোর গণ্ডি অতিক্রম করে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে 1-0 ব্যবধানে এগিয়ে গেল নিউজ়িল্যান্ড।

কাজটা মোটেও সহজ ছিল না ৷ প্রথমত টি-20 সিরিজ়ে হোয়াইটওয়াশের ধাক্কা ৷ দ্বিতীয়ত, দলে নেই অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ সর্বোপরি বিশ্বকাপের ফাইনালে সুপার ওভার ড্রামার পর এদিনই প্রথম ওয়ান ডে ম্যাচে নেমেছিল নিউজ়িল্যান্ড ৷ সবদিক থেকেই প্রতিকূল ছিল কিউয়িদের পরিস্থিতি ৷ প্রথমে ব্যাট করে ব্ল্যাক ক্যাপদের 348 রানের বিশাল লক্ষ্যমাত্রা দেয় শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুলরা ৷ সব প্রতিকূলতা পার করে সিরিজ়ের প্রথম ম্যাচে জয় তুল নিল নিউজ়িল্যান্ড ৷ একদিনের ম্যাচে এদিনই নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জিতল কিউয়িরা ৷

ভারতের তোলা 347 রানের জবাবে দুরন্ত শুরু করেন কিউয়ি ওপেনার মার্টিন গাপ্তিল এবং হেনরি নিকোলাস । প্রথম উইকেটের জুটিতে ওঠে ৮৫ রান । 15তম ওভারে এই পার্টনারশিপে ভাঙন ধরান শার্দুল ঠাকুর ৷ 32 রানে ফেরেন গাপ্তিল ৷ কুলদীপ যাদবের বলে টম ব্লান্ডেলকে হারায় নিউজ়িল্যান্ড ৷ হেনরি নিকোলাস, রস টেলররা রান তাড়া করার কাজটা সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ৷ ব্যক্তিগত ৭৮ রানে রান আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন নিকোলাস ৷ এরপর টেলরকে সঙ্গত দিতে থাকেন স্টপগ্যাপ অধিনায়ক টম ল্যাথাম ৷ দলীয় 309 রানে ল্যাথামকে কুলদীপ আউট করলেও, নিউজ়িল্যান্ডের জয়ের সুবাস ততক্ষণে ছড়াতে শুরু করে দিয়েছে ৷ মিচেল স্যান্টনারকে সঙ্গে নিয়ে এক ওভার পাঁচ বল বাকি থাকতেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন 109 রানে অপরাজিত থাকা রস টেলর ৷10টি চার ও চারটি ছয় দিয়ে সাজানো তাঁর ইনিংস ৷

হ্যামিলটন, ৫ ফেব্রুয়ারি : পাহাড় প্রমাণ রানের চাপ সামলে প্রথম একদিনের ম্যাচে জয়ী কিউয়িরা । রস টেলর এবং টম ল্যাথাম, হেনরি নিকোলাসের সম্মিলিত প্রয়াসে তিনশোর গণ্ডি অতিক্রম করে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে 1-0 ব্যবধানে এগিয়ে গেল নিউজ়িল্যান্ড।

কাজটা মোটেও সহজ ছিল না ৷ প্রথমত টি-20 সিরিজ়ে হোয়াইটওয়াশের ধাক্কা ৷ দ্বিতীয়ত, দলে নেই অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ সর্বোপরি বিশ্বকাপের ফাইনালে সুপার ওভার ড্রামার পর এদিনই প্রথম ওয়ান ডে ম্যাচে নেমেছিল নিউজ়িল্যান্ড ৷ সবদিক থেকেই প্রতিকূল ছিল কিউয়িদের পরিস্থিতি ৷ প্রথমে ব্যাট করে ব্ল্যাক ক্যাপদের 348 রানের বিশাল লক্ষ্যমাত্রা দেয় শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুলরা ৷ সব প্রতিকূলতা পার করে সিরিজ়ের প্রথম ম্যাচে জয় তুল নিল নিউজ়িল্যান্ড ৷ একদিনের ম্যাচে এদিনই নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জিতল কিউয়িরা ৷

ভারতের তোলা 347 রানের জবাবে দুরন্ত শুরু করেন কিউয়ি ওপেনার মার্টিন গাপ্তিল এবং হেনরি নিকোলাস । প্রথম উইকেটের জুটিতে ওঠে ৮৫ রান । 15তম ওভারে এই পার্টনারশিপে ভাঙন ধরান শার্দুল ঠাকুর ৷ 32 রানে ফেরেন গাপ্তিল ৷ কুলদীপ যাদবের বলে টম ব্লান্ডেলকে হারায় নিউজ়িল্যান্ড ৷ হেনরি নিকোলাস, রস টেলররা রান তাড়া করার কাজটা সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ৷ ব্যক্তিগত ৭৮ রানে রান আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন নিকোলাস ৷ এরপর টেলরকে সঙ্গত দিতে থাকেন স্টপগ্যাপ অধিনায়ক টম ল্যাথাম ৷ দলীয় 309 রানে ল্যাথামকে কুলদীপ আউট করলেও, নিউজ়িল্যান্ডের জয়ের সুবাস ততক্ষণে ছড়াতে শুরু করে দিয়েছে ৷ মিচেল স্যান্টনারকে সঙ্গে নিয়ে এক ওভার পাঁচ বল বাকি থাকতেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন 109 রানে অপরাজিত থাকা রস টেলর ৷10টি চার ও চারটি ছয় দিয়ে সাজানো তাঁর ইনিংস ৷

Lucknow (UP), Feb 05 (ANI): Prime Minister Narendra Modi on February 05 inaugurated the Defence Expo 2020 in Uttar Pradesh's Lucknow. He was accompanied by Union Defence Minister Rajnath Singh, Uttar Pradesh's Governor Anandiben Patel and Chief Minister Yogi Adityanath. The theme of DefExpo 2020 is 'Digital Transformation of Defence.' The expo aims to bring the leading technologies in the defence sector under one roof and provide a myriad of opportunities for private manufactures, government, startups. The event is scheduled to be held from 5-9 February in Lucknow.


Last Updated : Feb 5, 2020, 5:22 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.