হ্যামিলটন, ৫ ফেব্রুয়ারি : পাহাড় প্রমাণ রানের চাপ সামলে প্রথম একদিনের ম্যাচে জয়ী কিউয়িরা । রস টেলর এবং টম ল্যাথাম, হেনরি নিকোলাসের সম্মিলিত প্রয়াসে তিনশোর গণ্ডি অতিক্রম করে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে 1-0 ব্যবধানে এগিয়ে গেল নিউজ়িল্যান্ড।
কাজটা মোটেও সহজ ছিল না ৷ প্রথমত টি-20 সিরিজ়ে হোয়াইটওয়াশের ধাক্কা ৷ দ্বিতীয়ত, দলে নেই অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ সর্বোপরি বিশ্বকাপের ফাইনালে সুপার ওভার ড্রামার পর এদিনই প্রথম ওয়ান ডে ম্যাচে নেমেছিল নিউজ়িল্যান্ড ৷ সবদিক থেকেই প্রতিকূল ছিল কিউয়িদের পরিস্থিতি ৷ প্রথমে ব্যাট করে ব্ল্যাক ক্যাপদের 348 রানের বিশাল লক্ষ্যমাত্রা দেয় শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুলরা ৷ সব প্রতিকূলতা পার করে সিরিজ়ের প্রথম ম্যাচে জয় তুল নিল নিউজ়িল্যান্ড ৷ একদিনের ম্যাচে এদিনই নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জিতল কিউয়িরা ৷
ভারতের তোলা 347 রানের জবাবে দুরন্ত শুরু করেন কিউয়ি ওপেনার মার্টিন গাপ্তিল এবং হেনরি নিকোলাস । প্রথম উইকেটের জুটিতে ওঠে ৮৫ রান । 15তম ওভারে এই পার্টনারশিপে ভাঙন ধরান শার্দুল ঠাকুর ৷ 32 রানে ফেরেন গাপ্তিল ৷ কুলদীপ যাদবের বলে টম ব্লান্ডেলকে হারায় নিউজ়িল্যান্ড ৷ হেনরি নিকোলাস, রস টেলররা রান তাড়া করার কাজটা সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ৷ ব্যক্তিগত ৭৮ রানে রান আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন নিকোলাস ৷ এরপর টেলরকে সঙ্গত দিতে থাকেন স্টপগ্যাপ অধিনায়ক টম ল্যাথাম ৷ দলীয় 309 রানে ল্যাথামকে কুলদীপ আউট করলেও, নিউজ়িল্যান্ডের জয়ের সুবাস ততক্ষণে ছড়াতে শুরু করে দিয়েছে ৷ মিচেল স্যান্টনারকে সঙ্গে নিয়ে এক ওভার পাঁচ বল বাকি থাকতেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন 109 রানে অপরাজিত থাকা রস টেলর ৷10টি চার ও চারটি ছয় দিয়ে সাজানো তাঁর ইনিংস ৷