ETV Bharat / sports

IPL-এ প্রথমবার, হবে ধোনি-কোহলিদের ডোপ পরীক্ষা - IPL-এ ক্রিকেটারদের ডোপ পরীক্ষা করবে নাডা

আরব আমিরশাহীতে এই মেগা ইভেন্ট চলার সময় 50 জনের মূত্রের নমুনা পরীক্ষা করা হবে ৷ প্রয়োজন পড়লে রক্তের নমুনাও সংগ্রহ করবে NADA ৷

পাঁচট ডোপ কন্ট্রোল স্টেশন তৈরি করা হবে
পাঁচট ডোপ কন্ট্রোল স্টেশন তৈরি করা হবে
author img

By

Published : Aug 25, 2020, 1:41 PM IST

দিল্লি, 25 অগাস্ট: আরব আমিরশাহীতে IPL-এ অংশ নেওয়া ক্রিকেটারদের ডোপ পরীক্ষা করবে জাতীয় ডোপ বিরোধী সংস্থা (NADA) ৷ যা IPL-এর ইতিহাসে প্রথমবার ৷ এতদিন নিজস্ব নীতি ও নিয়ম মেনে ক্রিকেটারদের ডোপ পরীক্ষা করত ভারতীয় বোর্ড ৷ গত বছর অগাস্টে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির আওতাভুক্ত হয় BCCI ৷ তাই এবার IPL-এ অংশ নেওয়া ক্রিকেটারদের ডোপ পরীক্ষা করবে NADA ৷

কোরোনা সংক্রমণের মাঝে সমস্ত সুরক্ষাবিধি মেনে কীভাবে ডোপ পরীক্ষা হবে তা ইতিমধ্যেই ঠিক করে ফেলেছে NADA ৷ মোট পাঁচটি ডোপ কন্ট্রোল স্টেশন গড়া হবে ৷ দুবাই, আবুধাবি ও শারজা স্টেডিয়ামের জৈব সুরক্ষা বলয়ে একটি করে DCS থাকবে ৷ পাশাপাশি দুবাইয়ে ICC অ্যাকাডেমি ও আধু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়াম-এই দুটি ট্রেনিং গ্রাউন্ডে থাকবে দুটি ডোপ নিয়ন্ত্রণ স্টেশন ৷ খেলোয়াড়দের ইন এবং আউট অব দা কম্পিটিশন টেস্ট করা হবে ৷ প্রতিযোগিতা চলাকালীন ম্যাচ ভেনুতেই ডোপ পরীক্ষা করা হবে ৷ প্রতিযোগিতার আগে ট্রেনিং ভেনুতে হবে পরীক্ষা ৷ জানিয়েছেন NADA-র ডিরেক্টর জেনেরাল নবীন আগরওয়াল ৷

আরব আমিরশাহীতে এই মেগা ইভেন্ট চলার সময় 50 জনের মূত্রের নমুনা পরীক্ষা করা হবে ৷ প্রয়োজন পড়লে রক্তের নমুনাও সংগ্রহ করবে NADA ৷ বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মাদের মতো তারকা ক্রিকেটারদেরও এই পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে ৷ জানা গেছে, NADA-র তিনটি দল আরব আমিরশাহীতে গিয়ে কোয়ারানটিনে থাকবে ৷ সুরক্ষা বজায় রেখে নো কন্ট্যাক্ট পদ্ধতিতে হবে পরীক্ষা ৷

দিল্লি, 25 অগাস্ট: আরব আমিরশাহীতে IPL-এ অংশ নেওয়া ক্রিকেটারদের ডোপ পরীক্ষা করবে জাতীয় ডোপ বিরোধী সংস্থা (NADA) ৷ যা IPL-এর ইতিহাসে প্রথমবার ৷ এতদিন নিজস্ব নীতি ও নিয়ম মেনে ক্রিকেটারদের ডোপ পরীক্ষা করত ভারতীয় বোর্ড ৷ গত বছর অগাস্টে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির আওতাভুক্ত হয় BCCI ৷ তাই এবার IPL-এ অংশ নেওয়া ক্রিকেটারদের ডোপ পরীক্ষা করবে NADA ৷

কোরোনা সংক্রমণের মাঝে সমস্ত সুরক্ষাবিধি মেনে কীভাবে ডোপ পরীক্ষা হবে তা ইতিমধ্যেই ঠিক করে ফেলেছে NADA ৷ মোট পাঁচটি ডোপ কন্ট্রোল স্টেশন গড়া হবে ৷ দুবাই, আবুধাবি ও শারজা স্টেডিয়ামের জৈব সুরক্ষা বলয়ে একটি করে DCS থাকবে ৷ পাশাপাশি দুবাইয়ে ICC অ্যাকাডেমি ও আধু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়াম-এই দুটি ট্রেনিং গ্রাউন্ডে থাকবে দুটি ডোপ নিয়ন্ত্রণ স্টেশন ৷ খেলোয়াড়দের ইন এবং আউট অব দা কম্পিটিশন টেস্ট করা হবে ৷ প্রতিযোগিতা চলাকালীন ম্যাচ ভেনুতেই ডোপ পরীক্ষা করা হবে ৷ প্রতিযোগিতার আগে ট্রেনিং ভেনুতে হবে পরীক্ষা ৷ জানিয়েছেন NADA-র ডিরেক্টর জেনেরাল নবীন আগরওয়াল ৷

আরব আমিরশাহীতে এই মেগা ইভেন্ট চলার সময় 50 জনের মূত্রের নমুনা পরীক্ষা করা হবে ৷ প্রয়োজন পড়লে রক্তের নমুনাও সংগ্রহ করবে NADA ৷ বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মাদের মতো তারকা ক্রিকেটারদেরও এই পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে ৷ জানা গেছে, NADA-র তিনটি দল আরব আমিরশাহীতে গিয়ে কোয়ারানটিনে থাকবে ৷ সুরক্ষা বজায় রেখে নো কন্ট্যাক্ট পদ্ধতিতে হবে পরীক্ষা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.