ETV Bharat / sports

পন্থ-পূজারাদের অভিপ্রায় ও দৃঢ় সংকল্পকে কুর্নিশ মোদির, শুভেচ্ছা মমতারও - ব্রিসবেন টেস্ট জয়ে মমতার টুইট

ভারতীয় দলের এই সম্মিলিত প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

পন্থ-পূজারাদের অভিপ্রায় ও দৃঢ় সংকল্পকে কুর্নিশ মোদির, শুভেচ্ছা মমতারও
পন্থ-পূজারাদের অভিপ্রায় ও দৃঢ় সংকল্পকে কুর্নিশ মোদির, শুভেচ্ছা মমতারও
author img

By

Published : Jan 19, 2021, 3:34 PM IST

দিল্লি, 19 জানুয়ারি : আবেগ, অভিপ্রায় এবং দৃঢ় সংকল্প, শক্তি, প্যাশন ৷ অস্ট্রেলিয়ায় ইতিহাস তৈরি গড়া ভারতীয় দলকে শুভেচ্ছা জানাতে গিয়ে এমনই সব শব্দ প্রয়োগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বলেছেন, ভারতীয় দলের এই সাফল্যে দেশবাসী খুব খুশি ৷

দলের অধিকাংশ সিনিয়র খেলোয়াড় অনুপস্থিত ৷ শুধুমাত্র তরুণদের সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়েছে ভারত ৷ ব্রিসবেনের গাব্বার মাঠে অস্ট্রেলিয়ার 32 বছরের অপরাজিত তকমাকে এক লহমায় ভেঙে চুরমার করে দিয়েছে ৷ ব্রিসবেন টেস্ট ও সিরিজ় 2-1 ব্য়বধানে জিতে বর্ডার-গাভাসকর ট্রফি ধরে রেখেছে ৷ অস্ট্রেলিয়ার মাটিতে 'তরুণ' ভারতীয় দলের এই দাদাগিরিতে মুগ্ধ গোটা দেশ ৷ খেলজগতের মানুষরা ছাড়াও অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ, চেতেশ্বর পূজারাদের বন্দনায় মেতেছে রাজনৈতিক জগতের মানুষরাও ৷ টুইটারে ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷

প্রধানমন্ত্রী লিখেছেন, "অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের এই জয়ে আমরা খুব খুশি ৷ গোটা সফরে দলের শক্তি এবং প্যাশন ধরা পড়েছে ৷ ছিল আবেগ, অভিপ্রায় এবং দৃঢ় সংকল্প ৷ ভারতীয় দলকে অভিনন্দন ৷ ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা ৷"

  • We are all overjoyed at the success of the Indian Cricket Team in Australia. Their remarkable energy and passion was visible throughout. So was their stellar intent, remarkable grit and determination. Congratulations to the team! Best wishes for your future endeavours.

    — Narendra Modi (@narendramodi) January 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতীয় দলের এই সম্মিলিত প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ লিখেছেন, "এই ঐতিহাসিক টেস্ট এবং সিরিজ় জয়ের জন্য শুভেচ্ছা ৷ তোমাদের এই সম্মিলিত প্রচেষ্টা নিয়ে আমরা সবাই গর্বিত ৷ জয় হিন্দ ৷"

  • Congratulations to Team India for the historic cricket Test and series win in Australia. We are all so proud of you all for this wonderful team effort.
    Jai Hind !

    — Mamata Banerjee (@MamataOfficial) January 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, "এই ঐতিহাসিক জয়ের জন্য ভারতীয় দলকে কুর্নিশ জানাই ৷ সারা ভারত তোমাদের জন্য গর্বিত ৷ ভারতীয় দল দারুণ খেলেছে ৷"

  • Hats off to Indian Cricket Team for registering a historic series win. Entire nation is proud of your remarkable achievement.

    Well played Team India!

    — Amit Shah (@AmitShah) January 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি, 19 জানুয়ারি : আবেগ, অভিপ্রায় এবং দৃঢ় সংকল্প, শক্তি, প্যাশন ৷ অস্ট্রেলিয়ায় ইতিহাস তৈরি গড়া ভারতীয় দলকে শুভেচ্ছা জানাতে গিয়ে এমনই সব শব্দ প্রয়োগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বলেছেন, ভারতীয় দলের এই সাফল্যে দেশবাসী খুব খুশি ৷

দলের অধিকাংশ সিনিয়র খেলোয়াড় অনুপস্থিত ৷ শুধুমাত্র তরুণদের সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়েছে ভারত ৷ ব্রিসবেনের গাব্বার মাঠে অস্ট্রেলিয়ার 32 বছরের অপরাজিত তকমাকে এক লহমায় ভেঙে চুরমার করে দিয়েছে ৷ ব্রিসবেন টেস্ট ও সিরিজ় 2-1 ব্য়বধানে জিতে বর্ডার-গাভাসকর ট্রফি ধরে রেখেছে ৷ অস্ট্রেলিয়ার মাটিতে 'তরুণ' ভারতীয় দলের এই দাদাগিরিতে মুগ্ধ গোটা দেশ ৷ খেলজগতের মানুষরা ছাড়াও অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ, চেতেশ্বর পূজারাদের বন্দনায় মেতেছে রাজনৈতিক জগতের মানুষরাও ৷ টুইটারে ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷

প্রধানমন্ত্রী লিখেছেন, "অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের এই জয়ে আমরা খুব খুশি ৷ গোটা সফরে দলের শক্তি এবং প্যাশন ধরা পড়েছে ৷ ছিল আবেগ, অভিপ্রায় এবং দৃঢ় সংকল্প ৷ ভারতীয় দলকে অভিনন্দন ৷ ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা ৷"

  • We are all overjoyed at the success of the Indian Cricket Team in Australia. Their remarkable energy and passion was visible throughout. So was their stellar intent, remarkable grit and determination. Congratulations to the team! Best wishes for your future endeavours.

    — Narendra Modi (@narendramodi) January 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতীয় দলের এই সম্মিলিত প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ লিখেছেন, "এই ঐতিহাসিক টেস্ট এবং সিরিজ় জয়ের জন্য শুভেচ্ছা ৷ তোমাদের এই সম্মিলিত প্রচেষ্টা নিয়ে আমরা সবাই গর্বিত ৷ জয় হিন্দ ৷"

  • Congratulations to Team India for the historic cricket Test and series win in Australia. We are all so proud of you all for this wonderful team effort.
    Jai Hind !

    — Mamata Banerjee (@MamataOfficial) January 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, "এই ঐতিহাসিক জয়ের জন্য ভারতীয় দলকে কুর্নিশ জানাই ৷ সারা ভারত তোমাদের জন্য গর্বিত ৷ ভারতীয় দল দারুণ খেলেছে ৷"

  • Hats off to Indian Cricket Team for registering a historic series win. Entire nation is proud of your remarkable achievement.

    Well played Team India!

    — Amit Shah (@AmitShah) January 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.