ETV Bharat / sports

কাঙ্গা লিগের কিংবদন্তি ক্রিকেটার মেহিল ইরানি প্রয়াত - মুম্বইয়ে বর্ষাকালীন ক্রিকেট লিগকে বলা হয় কাঙ্গা লিগ

মুম্বইয়ে বর্ষাকালীন ক্রিকেট লিগকে বলা হয় কাঙ্গা লিগ ৷ মহারাষ্ট্র জুড়ে খুব জনপ্রিয় এই ক্রিকেট লিগ ৷ মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাপেক্স কাউন্সিলের সদস্য ও পিচ কিউরেটর নাদিম মেনন, সোমবার ইরানির মৃত্যু খবর দেন ৷

মেহিল ইরানি প্রয়াত
মেহিল ইরানি প্রয়াত
author img

By

Published : Apr 5, 2021, 8:12 PM IST

মুম্বই, 5 এপ্রিল : প্রয়াত মুম্বইয়ের প্রাক্তন ক্রিকেটার ও ‘‘কাঙ্গা লিগ’’-র জনপ্রিয় ক্রিকেটার মেহিল ইরানি ৷ শনিবার দুবাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল 90 বছর ৷

মুম্বইয়ে বর্ষাকালীন ক্রিকেট লিগকে বলা হয় কাঙ্গা লিগ ৷ মহারাষ্ট্র জুড়ে খুব জনপ্রিয় এই ক্রিকেট লিগ ৷ মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাপেক্স কাউন্সিলের সদস্য ও পিচ কিউরেটর নাদিম মেনন, সোমবার তাঁর মৃত্যু খবর দেন ৷ সোমবার তিনি বলেন, ‘‘শনিবার দুবাইয়ে ইরানি প্রয়াত হয়েছেন ৷ একদিন পরে সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ৷’’

বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান ইরানি 50 বছর ধরে কাঙ্গা লিগ খেলেছিলেন ৷ তিনি বোম্বে জিমখানা ও পার্সি সাইকেলিস্ট হয়ে ক্লাব স্তরে খেলেছিলেন ৷ তিনি মুম্বইয়ের হয় একমাত্র ম্যাচটি খেলেছিলেন 1953-54 সালে বরোদার বিরুদ্ধে ৷

আরও পড়ুন : ক্রিকেট ভারতের অলিখিত ধর্ম, কেন ?

প্রাক্তন টেস্ট ক্রিকেটার নরি কনট্র্যাক্টর, ফারুক ইঞ্জিনিয়ার, কারসান ঘাউরি ও গুলাম পারকার পার্সি সাইকেলিস্ট ক্লাবে তাঁর অধীনে খেলেছিলেন ৷ ভারতের প্রাক্তন অধিনায়ক কনট্র্যাক্টর ইরানির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ৷

মুম্বই, 5 এপ্রিল : প্রয়াত মুম্বইয়ের প্রাক্তন ক্রিকেটার ও ‘‘কাঙ্গা লিগ’’-র জনপ্রিয় ক্রিকেটার মেহিল ইরানি ৷ শনিবার দুবাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল 90 বছর ৷

মুম্বইয়ে বর্ষাকালীন ক্রিকেট লিগকে বলা হয় কাঙ্গা লিগ ৷ মহারাষ্ট্র জুড়ে খুব জনপ্রিয় এই ক্রিকেট লিগ ৷ মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাপেক্স কাউন্সিলের সদস্য ও পিচ কিউরেটর নাদিম মেনন, সোমবার তাঁর মৃত্যু খবর দেন ৷ সোমবার তিনি বলেন, ‘‘শনিবার দুবাইয়ে ইরানি প্রয়াত হয়েছেন ৷ একদিন পরে সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ৷’’

বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান ইরানি 50 বছর ধরে কাঙ্গা লিগ খেলেছিলেন ৷ তিনি বোম্বে জিমখানা ও পার্সি সাইকেলিস্ট হয়ে ক্লাব স্তরে খেলেছিলেন ৷ তিনি মুম্বইয়ের হয় একমাত্র ম্যাচটি খেলেছিলেন 1953-54 সালে বরোদার বিরুদ্ধে ৷

আরও পড়ুন : ক্রিকেট ভারতের অলিখিত ধর্ম, কেন ?

প্রাক্তন টেস্ট ক্রিকেটার নরি কনট্র্যাক্টর, ফারুক ইঞ্জিনিয়ার, কারসান ঘাউরি ও গুলাম পারকার পার্সি সাইকেলিস্ট ক্লাবে তাঁর অধীনে খেলেছিলেন ৷ ভারতের প্রাক্তন অধিনায়ক কনট্র্যাক্টর ইরানির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.