কলকাতা, 10 অগাস্ট : ব্যাটিংয়ের খুঁত সারিয়ে আসন্ন রণজি মরশুমে নিজেকে নতুনভাবে মেলে ধরতে চান মনোজ তিওয়ারি । ব্যাটিংয়ের ত্রুটি শোধরাতে সৌরভের দ্বারস্থ হয়েছেন মনোজ ৷ ইতিমধ্যেই CAB-র সঙ্গে এই নিয়ে আলোচনাও সেরে ফেলেছেন তিনি ৷ CAB-র যুগ্ম সচিব অভিষেক ডালমিয়ার সঙ্গেও আলোচনা করেছেন ।
সভাপতির সঙ্গে বৈঠক শেষে মনোজ জানান, ছন্দ ফিরে পেতে একজন ব্যাটসম্যানের কী করা উচিত তা বাতলে দেওয়ার সঠিক লোক সৌরভ গাঙ্গুলি । খুব শীঘ্রই তিনি ব্যাটিং অনুশীলন শুরু করবেন । অনুশীলনের ভিডিয়ো মহারাজকে দেখিয়ে ভুল শুধরে নেবেন । সৌরভের ফিরে আসার লড়াই তিনি দেখেছেন । সেই লড়াই তাঁকে অনুপ্রেরণা দিয়েছে ৷ তিনিও মহারাজের মতো ফের শুরু করতে চান ৷
এদিকে বাংলার অধিনায়কত্বের টুপি কার মাথায় উঠবে তা নিয়ে না কি এখনও আলোচনা হয়নি ৷ এমন কি তিন ফরম্যাটের খেলায় তিন নেতার তত্ত্ব প্রয়োগ হবে কি না তা নিয়েও নাকি কথা হয়নি বলে জানিয়েছেন মনোজ । তবে দলে যেভাবেই তাঁকে রাখা হোক, তিনি পারফরম্যান্সে কোনও খামতি রাখবেন না ।
আসন্ন মরশুমে বাংলা দলের ফিটনেস বাড়ানোর দিকে বাড়তি নজর দেওয়া হয়েছে । মনোজের দাবি, এই বাড়তি উদ্যোগের ফল মাঠে দেখা যাবে । নতুন মরশুমে ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামি ছাড়াও অভিমন্যুকে না পাওয়ার সম্ভাবনা রয়েছে । মনোজ বলছেন, অভিমন্যুর না থাকাটা বাংলা দলের কাছে বড় ধাক্কা হবে ।