ETV Bharat / sports

মনোজকে ব্যাটিংয়ের ভুল শুধরে দেবেন সৌরভ

মহারাজের থেকে ব্যাটিংয়ের টিপস নিয়ে মরশুমের আগে প্রস্তুতি শুরু করবেন মনোজ তিওয়ারি । নতুন মরশুমে বাংলায় তিন ফরম্যাটে তিন অধিনায়ক থাকার সম্ভাবনা ।

মনোজ তিওয়ারি
author img

By

Published : Aug 10, 2019, 3:04 PM IST

Updated : Aug 10, 2019, 3:35 PM IST

কলকাতা, 10 অগাস্ট : ব্যাটিংয়ের খুঁত সারিয়ে আসন্ন রণজি মরশুমে নিজেকে নতুনভাবে মেলে ধরতে চান মনোজ তিওয়ারি । ব্যাটিংয়ের ত্রুটি শোধরাতে সৌরভের দ্বারস্থ হয়েছেন মনোজ ৷ ইতিমধ্যেই CAB-র সঙ্গে এই নিয়ে আলোচনাও সেরে ফেলেছেন তিনি ৷ CAB-র যুগ্ম সচিব অভিষেক ডালমিয়ার সঙ্গেও আলোচনা করেছেন ।

সভাপতির সঙ্গে বৈঠক শেষে মনোজ জানান, ছন্দ ফিরে পেতে একজন ব্যাটসম্যানের কী করা উচিত তা বাতলে দেওয়ার সঠিক লোক সৌরভ গাঙ্গুলি । খুব শীঘ্রই তিনি ব্যাটিং অনুশীলন শুরু করবেন । অনুশীলনের ভিডিয়ো মহারাজকে দেখিয়ে ভুল শুধরে নেবেন । সৌরভের ফিরে আসার লড়াই তিনি দেখেছেন । সেই লড়াই তাঁকে অনুপ্রেরণা দিয়েছে ৷ তিনিও মহারাজের মতো ফের শুরু করতে চান ৷

এদিকে বাংলার অধিনায়কত্বের টুপি কার মাথায় উঠবে তা নিয়ে না কি এখনও আলোচনা হয়নি ৷ এমন কি তিন ফরম্যাটের খেলায় তিন নেতার তত্ত্ব প্রয়োগ হবে কি না তা নিয়েও নাকি কথা হয়নি বলে জানিয়েছেন মনোজ । তবে দলে যেভাবেই তাঁকে রাখা হোক, তিনি পারফরম্যান্সে কোনও খামতি রাখবেন না ।

আসন্ন মরশুমে বাংলা দলের ফিটনেস বাড়ানোর দিকে বাড়তি নজর দেওয়া হয়েছে । মনোজের দাবি, এই বাড়তি উদ্যোগের ফল মাঠে দেখা যাবে । নতুন মরশুমে ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামি ছাড়াও অভিমন্যুকে না পাওয়ার সম্ভাবনা রয়েছে । মনোজ বলছেন, অভিমন্যুর না থাকাটা বাংলা দলের কাছে বড় ধাক্কা হবে ।

কলকাতা, 10 অগাস্ট : ব্যাটিংয়ের খুঁত সারিয়ে আসন্ন রণজি মরশুমে নিজেকে নতুনভাবে মেলে ধরতে চান মনোজ তিওয়ারি । ব্যাটিংয়ের ত্রুটি শোধরাতে সৌরভের দ্বারস্থ হয়েছেন মনোজ ৷ ইতিমধ্যেই CAB-র সঙ্গে এই নিয়ে আলোচনাও সেরে ফেলেছেন তিনি ৷ CAB-র যুগ্ম সচিব অভিষেক ডালমিয়ার সঙ্গেও আলোচনা করেছেন ।

সভাপতির সঙ্গে বৈঠক শেষে মনোজ জানান, ছন্দ ফিরে পেতে একজন ব্যাটসম্যানের কী করা উচিত তা বাতলে দেওয়ার সঠিক লোক সৌরভ গাঙ্গুলি । খুব শীঘ্রই তিনি ব্যাটিং অনুশীলন শুরু করবেন । অনুশীলনের ভিডিয়ো মহারাজকে দেখিয়ে ভুল শুধরে নেবেন । সৌরভের ফিরে আসার লড়াই তিনি দেখেছেন । সেই লড়াই তাঁকে অনুপ্রেরণা দিয়েছে ৷ তিনিও মহারাজের মতো ফের শুরু করতে চান ৷

এদিকে বাংলার অধিনায়কত্বের টুপি কার মাথায় উঠবে তা নিয়ে না কি এখনও আলোচনা হয়নি ৷ এমন কি তিন ফরম্যাটের খেলায় তিন নেতার তত্ত্ব প্রয়োগ হবে কি না তা নিয়েও নাকি কথা হয়নি বলে জানিয়েছেন মনোজ । তবে দলে যেভাবেই তাঁকে রাখা হোক, তিনি পারফরম্যান্সে কোনও খামতি রাখবেন না ।

আসন্ন মরশুমে বাংলা দলের ফিটনেস বাড়ানোর দিকে বাড়তি নজর দেওয়া হয়েছে । মনোজের দাবি, এই বাড়তি উদ্যোগের ফল মাঠে দেখা যাবে । নতুন মরশুমে ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামি ছাড়াও অভিমন্যুকে না পাওয়ার সম্ভাবনা রয়েছে । মনোজ বলছেন, অভিমন্যুর না থাকাটা বাংলা দলের কাছে বড় ধাক্কা হবে ।

Intro:ব্যাটিং খুত সারিয় আসন্ন রঞ্জি মরসুমে নিজেকে নতুন ভাবে মেলে ধরতে চান মনোজ তিওয়ারি। সেই ত্রুটি শোধরাতে সৌরভ গাঙ্গুলী কে গুরু মানছেন তিনি। শুক্রবার সন্ধ্যা য় সিএবিতে বাংলার তারকা ব্যাটসম্যান। সিএবি প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির সঙ্গে বৈঠক করলেন। পরে সিএবির যুগ্ম সচিব অভিষেক ডালমিয়ার সঙ্গেও কথা বললেন। বন্ধ দরজার আড়ালে দুটো বৈঠকের নির্যাস নিয়ে মনোজ যা বললেন তা মেনে নেওয়া কঠিন। ছন্দ ফিরে পেতে একজন ব্যাটসম্যানের কি করা উচিত তা বাতলে দেওয়ার সঠিক লোক সৌরভ। খুব শীঘ্রই মনোজ ব্যাটিং অনুশীলন শুরু করবেন। তার ভিডিও সৌরভকে দেখিয়ে ভুল শুধরে নেওয়ার কথা জানিয়েছেন মনোজ। তার মতে সৌরভের ফিরে আসার লড়াই দেখেছেন। সেই লড়াই কে সামনে রেখে ও সৌরভকে গুরু মেনে নতুন স্ট্যান্স নিতে চান মনোজ। এদিনের বৈঠকে বাংলার অধিনায়কের ব্যাটন কার হাতে থাকবে তা নিয়ে আলোচনা হয়নি বলে দাবি মনোজ তিওয়ারির। এমনকি তিন ফরম্যাটের খেলায় তিন নেতার তত্ত্ব প্রয়োগ হবে কি না তা নিয়েও নাকি কথা হয়নি। মনোজ জানিয়েছেন দলে যেভাবেই তাকে রাখা হোক না কেন পারফরম্যান্স এ কোনও খামতি থাকবে না। আসন্ন মরসুমে বাংলা দলের ফিটনেস মান বাড়ানোর দিকে বাড়তি নজর দেওয়া হয়েছে। মনোজের দাবি এই বাড়তি উদ্যোগে র ফল মাঠে দেখা যাবে। নতুন মরসুমে রিদ্ধিমান সাহা,মহম্মদ শামি ছাড়াও অভিমন্যু ঈশ্বরনকে না পাওয়ার সম্ভাবনা। মনোজ বলছেন অভিমন্যু র না থাকা বড় ধাক্কা হবে।


Body:মনোজ


Conclusion:
Last Updated : Aug 10, 2019, 3:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.