ETV Bharat / sports

স্টোকস-সিবলের ব্যাটে ভর করে ভদ্রস্ত জায়গায় ইংল্যান্ড

প্রথম দিনের শেষে 3 উইকেট খুইয়ে 207 রান তুলল ইংল্যান্ড৷ দিনের শেষে 86 রানে অপরাজিত ডম সিবলে এবং 59 রানে ক্রিজ়ে বেন স্টোকস৷

ইংল্যান্ড
england
author img

By

Published : Jul 17, 2020, 7:35 AM IST

Updated : Jul 17, 2020, 12:45 PM IST

ম্যাঞ্চেস্টার, 17 জুলাই : বৃষ্টি-বিঘ্নিত দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ভালো শুরু ইংল্যান্ডের৷ প্রথম দিনের শেষে 3 উইকেট খুইয়ে 207 রান তুলল হোস্ট দল৷ দিনের শেষে 86 রানে অপরাজিত ডম সিবলে এবং 59 রানে ক্রিজ়ে বেন স্টোকস৷

বৃষ্টির কারণে শুরুটা হয়েছিল দেরিতে৷ দেড় ঘণ্টা পর পুনরায় খেলা শুরু হয়৷ মেঘাচ্ছ্ন্ন আকাশ দেখে টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেয় উইন্ডিজ়রা৷ আবহাওয়ার পূর্ণ ফায়দা তোলার কথা হয়ত ভেবেছিলেন ক্যারিবিয়ান অধিনায়ক৷ কিন্তু, প্রথম টেস্টে পরাজয়ের পর এমিরেটস ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় টেস্টের শুরুতেই চাপের মুখে পড়তে চাননি ব্রিটিশ ব্যাটসম্যানরা৷ তাই প্রথম দশ ওভার ধরে খেলে ওপেনার জুটি রয় বার্নস ও ডম সিবলে ৷

যদিও জয়ের গন্ধ পাওয়া ক্যারিবিয়ানরাও সহজে ছাড়ার নয়৷ লাঞ্চ বিরতির মুখে বার্নসকে তুলে নেন স্পিনার রস্টন চেজ়৷ লাঞ্চ বিরতির পর আরও একটি উইকেট তুলে নেন চেজ়৷ শূন্য রানে প্যাভিলিয়নের পথ ধরেন জাক ক্রলে৷ ধরা পড়েন জেসন হোল্ডারের মুঠোয়৷ ইংল্যান্ড তখন 29 রানে 2 উইকেট খুইয়ে চাপে৷

এরপরে অবশ্য ম্যাচের হাল ধরেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট৷ যোগ্য সঙ্গত দেন সিবলে৷ তৃতীয় উইকেট 52 রান তোলে এই জুটি৷ ফের ঝটকা খায় ইংল্যান্ড৷ ব্যক্তিগত 23 রানে আউট হয়ে যান রুট৷ ইংল্যান্ড তখন 3 উইকেট খুইয়ে 81৷ এরপর ক্রিজ়ে এসে সিবলে-কে সঙ্গে নিয়ে দলকে ভদ্রস্থ স্কোর দেন স্টোকস৷

প্রথম দিনে 82 ওভার খেলা হয়েছে৷

ম্যাঞ্চেস্টার, 17 জুলাই : বৃষ্টি-বিঘ্নিত দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ভালো শুরু ইংল্যান্ডের৷ প্রথম দিনের শেষে 3 উইকেট খুইয়ে 207 রান তুলল হোস্ট দল৷ দিনের শেষে 86 রানে অপরাজিত ডম সিবলে এবং 59 রানে ক্রিজ়ে বেন স্টোকস৷

বৃষ্টির কারণে শুরুটা হয়েছিল দেরিতে৷ দেড় ঘণ্টা পর পুনরায় খেলা শুরু হয়৷ মেঘাচ্ছ্ন্ন আকাশ দেখে টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেয় উইন্ডিজ়রা৷ আবহাওয়ার পূর্ণ ফায়দা তোলার কথা হয়ত ভেবেছিলেন ক্যারিবিয়ান অধিনায়ক৷ কিন্তু, প্রথম টেস্টে পরাজয়ের পর এমিরেটস ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় টেস্টের শুরুতেই চাপের মুখে পড়তে চাননি ব্রিটিশ ব্যাটসম্যানরা৷ তাই প্রথম দশ ওভার ধরে খেলে ওপেনার জুটি রয় বার্নস ও ডম সিবলে ৷

যদিও জয়ের গন্ধ পাওয়া ক্যারিবিয়ানরাও সহজে ছাড়ার নয়৷ লাঞ্চ বিরতির মুখে বার্নসকে তুলে নেন স্পিনার রস্টন চেজ়৷ লাঞ্চ বিরতির পর আরও একটি উইকেট তুলে নেন চেজ়৷ শূন্য রানে প্যাভিলিয়নের পথ ধরেন জাক ক্রলে৷ ধরা পড়েন জেসন হোল্ডারের মুঠোয়৷ ইংল্যান্ড তখন 29 রানে 2 উইকেট খুইয়ে চাপে৷

এরপরে অবশ্য ম্যাচের হাল ধরেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট৷ যোগ্য সঙ্গত দেন সিবলে৷ তৃতীয় উইকেট 52 রান তোলে এই জুটি৷ ফের ঝটকা খায় ইংল্যান্ড৷ ব্যক্তিগত 23 রানে আউট হয়ে যান রুট৷ ইংল্যান্ড তখন 3 উইকেট খুইয়ে 81৷ এরপর ক্রিজ়ে এসে সিবলে-কে সঙ্গে নিয়ে দলকে ভদ্রস্থ স্কোর দেন স্টোকস৷

প্রথম দিনে 82 ওভার খেলা হয়েছে৷

Last Updated : Jul 17, 2020, 12:45 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.