কলকাতা, ১ মার্চ : অনুষ্টুপ মজুমদারের লড়াইয়ের ব্যাটন বইলেন ঈশান পোড়েল। দলের সিনিয়র ব্যাটসম্যান মধুসূদন দাদা হয়ে বাংলাকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দিচ্ছেন এই চেষ্টা থেকে উদ্বুদ্ধ হয়েছিলেন দলের জুনিয়র সদস্য ঈশান পোড়েল । তাঁর গতির দাপটে কর্নাটক 122 রানে অল আউট। বাংলা 190 রানে এগিয়ে। ঈশান পোড়েল 39 রানে পাঁচ উইকেট নিয়ে সবার সেরা। মুকেশ কুমার দু'টি এবং আকাশদীপ তিনটি উইকেট নিয়ে ঈশানকে যোগ্য সঙ্গত দিলেন ।
নয় উইকেটে 275 রান নিয়ে খেলা শুরু করে বাংলা থামল 312 রানে । অনুষ্টুপ মজুমদার 149 রানের অপরাজিত ইনিংস সাজালেন 21টি বাউন্ডারি ও তিনটি বিশাল ছক্কায়।
প্রতিপক্ষ শিবিরে লোকেশ রাহুল, মণীশ পান্ডে, করুণ নায়ারের মতো বড় নাম থাকলেও, বাংলার বোলাররা প্রথম বল থেকে নির্দিষ্ট লাইন লেন্থে অভ্রান্ত ছিলেন। ফলে, প্রথম ওভার থেকেই কর্নাটক উইকেট হারাতে থাকে। বোলারদের আক্রমণাত্মক বোলিং আরও ভয়ঙ্কর হল ফিল্ডারদের অসাধারণ পারফরম্যান্সে। স্লিপে দাঁড়িয়ে কঠিন ক্যাচ সহজ ভঙ্গিমায় নিয়ে ঈশানের কাজ সহজ করলেন মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদার এবং অভিমন্যু ঈশ্বরণ।
দ্বিতীয় ইনিংসে বাংলা ব্যাট করতে নেমেছে। অভিষেক রামণ ফের ব্যর্থ। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণও। মনোজ তিওয়ারি এবং সুদীপ চ্যাটার্জি উইকেটে রয়েছেন। বড় রানের ইনিংস গড়তে চায় বাংলা। ইডেনের উইকেট ধীরে ধীরে ব্যাটসম্যান সহায়ক হয়ে উঠছে। প্রথম ইনিংসের লিড বাংলাকে রঞ্জি ফাইনালের প্রাথমিক পাসওয়ার্ড দিয়েছে। এবার তা নিশ্চিত করার জন্য বাকি তিনদিন বাংলাকে লড়তে হবে। অনুষ্টুপ এবং ঈশান লড়াই নিজেদের অনুকূলে নিয়ে এসেছেন। বাকিটা সামলানো অভিমন্যু, সুদীপ, মনোজ তিওয়ারিদের দায়িত্ব।