ETV Bharat / sports

প্যানডেমিকের পর কড়া সূচির মধ্য দিয়ে যেতে হবে: ল্যাবুশানে - প্যানডেমিকের পর কড়া সূচির মধ্য দিয়ে যেতে হবে: ল্যাবুশানে

ল্যাবুশানে মনে করেন কোরোনা পরবর্তী সময়ে দম ফেলার সময় থাকবে না ক্রিকেটারদের । কারণ যে সময়টার ক্ষতি হচ্ছে তা পূরণ করতে হলে ক্রিকেটারের জন্য টাইট প্যাকড ক্রিকেট শিডিউল তৈরি হবে ।

Labuschagne
Labuschagne
author img

By

Published : May 2, 2020, 9:21 PM IST

Updated : May 15, 2020, 5:06 PM IST

সিডনি, 2 মে: প্রথমবারের মতো ক্রিকেট অস্ট্রেলিয়ার সেন্ট্রাল চুক্তিতে ঠাঁই হয়েছে অজ়ি ব্যাটসম্যান মার্নাস ল্যাবুশানের । লকডাউনের মধ্যেই এই সুখবর পেয়েছেন তিনি । সেই ল্যাবুশানে মনে করেন কোরোনা পরবর্তী সময়ে দম ফেলার ফুরসত থাকবে না ক্রিকেটারদের । কারণ যে সময়টার ক্ষতি হচ্ছে তা পূরণ করতে হলে ক্রিকেটারের জন্য টাইট প্যাকড ক্রিকেট শিডিউল তৈরি হবে ।

কোরোনা আতঙ্কে গোটা বিশ্বে স্তব্ধ ক্রিকেট । বেশিরভাগ টুর্নামেন্ট, দ্বিপাক্ষিক সিরিজ় হয় স্থগিত নয় বন্ধ হয়ে গিয়েছে । পরিস্থিতি ঠিক হয়ে কবে ক্রিকেটের বাইশ গজ ফের প্রাণবন্ত হয়ে উঠবে তা কেউ জানে না । অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান মার্নাস ল্যাবুশানে বলেছেন, "এমন অনেক সফর রয়েছে যেগুলি নতুন ভাবে শুরু করতে হবে । ফলে কম সময়ের মধ্যে প্রচুর ক্রিকেট খেলা হবে । যে সময়টা নষ্ট হচ্ছে সেটা পূরণ করতে হলে কড়া সূচির মধ্য দিয়ে যেতে হবে ক্রিকেটারদের ।"

কোরোনার কারণে বন্ধ হয়ে গিয়েছে নিউজ়িল্যান্ড-অস্ট্রেলিয়া একদিনের সিরিজ় । একটি ম্যাচ হওয়ার পরই সিরিজ় বন্ধ হয়ে যায় । অন্যদিকে অক্টোবরে অনুষ্ঠিত হতে চলা ছেলেদের টি-20 বিশ্বকাপও সরু সুতোয় ঝুলছে । ল্যাবুশানে বলছেন, এই পরিস্থিতি কেটে গেলে অল্প সময়ে বেশি সংখ্যায় ক্রিকেট খেলার জন্য এখন থেকেই মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে ক্রিকেটারদের ।

প্রসঙ্গত, গতবছর অ্যাসেজ় সিরিজ়ে স্টিভ স্মিথের কনকাশন পরিবর্ত হিসেবে নজর কেড়ে নিয়েছিলেন 25 বছরের মার্নাস ল্যাবুশানে । ভাল পারফরমেন্সের জেরেই অস্ট্রেলিয়ার সেন্ট্রাল চুক্তিতে ঠাঁই হয়েছে তাঁর ।

সিডনি, 2 মে: প্রথমবারের মতো ক্রিকেট অস্ট্রেলিয়ার সেন্ট্রাল চুক্তিতে ঠাঁই হয়েছে অজ়ি ব্যাটসম্যান মার্নাস ল্যাবুশানের । লকডাউনের মধ্যেই এই সুখবর পেয়েছেন তিনি । সেই ল্যাবুশানে মনে করেন কোরোনা পরবর্তী সময়ে দম ফেলার ফুরসত থাকবে না ক্রিকেটারদের । কারণ যে সময়টার ক্ষতি হচ্ছে তা পূরণ করতে হলে ক্রিকেটারের জন্য টাইট প্যাকড ক্রিকেট শিডিউল তৈরি হবে ।

কোরোনা আতঙ্কে গোটা বিশ্বে স্তব্ধ ক্রিকেট । বেশিরভাগ টুর্নামেন্ট, দ্বিপাক্ষিক সিরিজ় হয় স্থগিত নয় বন্ধ হয়ে গিয়েছে । পরিস্থিতি ঠিক হয়ে কবে ক্রিকেটের বাইশ গজ ফের প্রাণবন্ত হয়ে উঠবে তা কেউ জানে না । অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান মার্নাস ল্যাবুশানে বলেছেন, "এমন অনেক সফর রয়েছে যেগুলি নতুন ভাবে শুরু করতে হবে । ফলে কম সময়ের মধ্যে প্রচুর ক্রিকেট খেলা হবে । যে সময়টা নষ্ট হচ্ছে সেটা পূরণ করতে হলে কড়া সূচির মধ্য দিয়ে যেতে হবে ক্রিকেটারদের ।"

কোরোনার কারণে বন্ধ হয়ে গিয়েছে নিউজ়িল্যান্ড-অস্ট্রেলিয়া একদিনের সিরিজ় । একটি ম্যাচ হওয়ার পরই সিরিজ় বন্ধ হয়ে যায় । অন্যদিকে অক্টোবরে অনুষ্ঠিত হতে চলা ছেলেদের টি-20 বিশ্বকাপও সরু সুতোয় ঝুলছে । ল্যাবুশানে বলছেন, এই পরিস্থিতি কেটে গেলে অল্প সময়ে বেশি সংখ্যায় ক্রিকেট খেলার জন্য এখন থেকেই মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে ক্রিকেটারদের ।

প্রসঙ্গত, গতবছর অ্যাসেজ় সিরিজ়ে স্টিভ স্মিথের কনকাশন পরিবর্ত হিসেবে নজর কেড়ে নিয়েছিলেন 25 বছরের মার্নাস ল্যাবুশানে । ভাল পারফরমেন্সের জেরেই অস্ট্রেলিয়ার সেন্ট্রাল চুক্তিতে ঠাঁই হয়েছে তাঁর ।

Last Updated : May 15, 2020, 5:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.