ETV Bharat / sports

"ছন্দ পেতে কোহলিকে বেশি পরিশ্রম করতে হবে না" - রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ

মনে করছেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার স্কট স্টারিস ।

Virat
Virat
author img

By

Published : Sep 21, 2020, 6:34 PM IST

দুবাই, 21 সেপ্টেম্বর : 202 দিন পর 22 গজে ফিরছেন ক্যাপ্টেন কোহলি । দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও ছন্দ ফিরে পেতে বিরাটকে বেশি পরিশ্রম করতে হবে না । মনে করছেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার স্কট স্টারিস ।

RCB অধিনায়ককে সর্বকালের সেরা আখ্যা দিয়ে তিনি বলেন, “আমার মনে হয় না ওকে তেমন স্ট্রাগল করতে হবে । কারণ বিরাট হচ্ছে সর্বকালের সেরা খেলোয়াড় এবং IPL- এর সেরা ব্যাটসম্যান । ও যদি ছন্দ ফিরে পেতে স্ট্রাগল করে তাহলে সবাইকে স্ট্রাগল করতে হবে ।" প্রাক্তন কিউই ক্রিকেটার আরও বলেন, "ও হচ্ছে একটু বেশিমাত্রায় পেশাদার । এই পেশাদারিত্বের জন্য ও কীভাবে অন্যদের মান উঁচু করার কাজ করে তা নিয়ে আমরা প্রচুর কথা বলেছি । ক্রমাগত উন্নতি করার ইচ্ছে রয়েছে ওঁর মধ্যে । ও যে টুর্নামেন্টের জন্য তৈরি এতে আমার কোনও সন্দেহ নেই ।"

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এক অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে RCB অধিনায়ক । সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সর্বাধিক রান সংগ্রহ করার থেকে মাত্র 20 রান দূরে রয়েছেন কোহলি । দেখা যাক আজই বিরাটের ব্যাট থেকে এই রেকর্ড বেরোয় কি না ।

দুবাই, 21 সেপ্টেম্বর : 202 দিন পর 22 গজে ফিরছেন ক্যাপ্টেন কোহলি । দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও ছন্দ ফিরে পেতে বিরাটকে বেশি পরিশ্রম করতে হবে না । মনে করছেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার স্কট স্টারিস ।

RCB অধিনায়ককে সর্বকালের সেরা আখ্যা দিয়ে তিনি বলেন, “আমার মনে হয় না ওকে তেমন স্ট্রাগল করতে হবে । কারণ বিরাট হচ্ছে সর্বকালের সেরা খেলোয়াড় এবং IPL- এর সেরা ব্যাটসম্যান । ও যদি ছন্দ ফিরে পেতে স্ট্রাগল করে তাহলে সবাইকে স্ট্রাগল করতে হবে ।" প্রাক্তন কিউই ক্রিকেটার আরও বলেন, "ও হচ্ছে একটু বেশিমাত্রায় পেশাদার । এই পেশাদারিত্বের জন্য ও কীভাবে অন্যদের মান উঁচু করার কাজ করে তা নিয়ে আমরা প্রচুর কথা বলেছি । ক্রমাগত উন্নতি করার ইচ্ছে রয়েছে ওঁর মধ্যে । ও যে টুর্নামেন্টের জন্য তৈরি এতে আমার কোনও সন্দেহ নেই ।"

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এক অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে RCB অধিনায়ক । সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সর্বাধিক রান সংগ্রহ করার থেকে মাত্র 20 রান দূরে রয়েছেন কোহলি । দেখা যাক আজই বিরাটের ব্যাট থেকে এই রেকর্ড বেরোয় কি না ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.