কলকাতা, ২৪ নভেম্বর : গোলাপি বলে টেস্ট ম্যাচ জেতায় চারিদিক থেকে ভারতের জয়জয়কার । ভারতের প্রশংসায় পঞ্চমুখ তামাম ক্রিকেট দুনিয়া । কিন্তু ঠিক এই সময়েই BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভারত অধিনায়ক বিরাট কোহলিকে একসঙ্গে কটাক্ষ করলেন সুনীল গাভাসকর।
বর্তমানে দেশে ও দেশের বাইরে ভারত দারুণ ক্রিকেট খেলছে । "ভারতের এই জেতার ধারা সৌরভের আমল থেকে শুরু হয় । দেশের বাইরে ভারত যে জিততে পারে, সেই মানসিকতা ভারতীয় দলে ঢুকিয়ে দেন সৌরভই ।" এমনই মন্তব্য বর্তমান ভারত অধিনায়কের । আর এই জন্যই কোহলিকে কটাক্ষ করেন গাভাসকর । "সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় বোর্ডের সভাপতি হয়েছেন বলে তাঁর সম্পর্কে এমন ভালো ভালো কথা বলছেন বিরাট", এমনই মন্তব্য করেন সুনীল ।
সম্প্রচার সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাসকর বলেন, "সৌরভ ভারত অধিনায়ক হওয়ার আগেও দেশের বাইরে ভারত জিতেছে । ৭০ এবং ৮০-র দশকেও ভারত জিতেছে ।" কোহলির তখন জন্মও হয়নি বলেও কটাক্ষ করেন সুনীল গাভাসকর । তিনি আরও বলেন, "বেশিরভাগ লোক ভাবে ভারত জিততে শুরু করেছে ২০০০ সালের পর থেকে । কিন্তু ৭০-র দশকে ভারত দেশের বাইরেও জিতেছে । এমনকি দেশের বাইরে ১৯৮৬ সালেও ভারত দেশের বাইরে জিতেছে ।"