ETV Bharat / sports

সৌরভ BCCI প্রেসিডেন্ট বলেই প্রশংসা বিরাটের, কটাক্ষ গাভাসকরের - গেলাপি টেস্ট

সৌরভের প্রশংসা করায় ভারত অধিনায়ক বিরাট কোহলিকে কটাক্ষ করলেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর। ভারতকে দেশের বাইরে জিততে শিখিয়েছেন সৌরভ বলে অভিমত বিরাটের । যদিও গাভাসকরের কথায় সৌরভ BCCI-এর সভাপতি হওয়ার জন্যই সৌরভের তারিফ করছেন বিরাট ।

কোহলিকে কটাক্ষ সুনীলের
author img

By

Published : Nov 24, 2019, 11:05 PM IST

কলকাতা, ২৪ নভেম্বর : গোলাপি বলে টেস্ট ম্যাচ জেতায় চারিদিক থেকে ভারতের জয়জয়কার । ভারতের প্রশংসায় পঞ্চমুখ তামাম ক্রিকেট দুনিয়া । কিন্তু ঠিক এই সময়েই BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভারত অধিনায়ক বিরাট কোহলিকে একসঙ্গে কটাক্ষ করলেন সুনীল গাভাসকর।

বর্তমানে দেশে ও দেশের বাইরে ভারত দারুণ ক্রিকেট খেলছে । "ভারতের এই জেতার ধারা সৌরভের আমল থেকে শুরু হয় । দেশের বাইরে ভারত যে জিততে পারে, সেই মানসিকতা ভারতীয় দলে ঢুকিয়ে দেন সৌরভই ।" এমনই মন্তব্য বর্তমান ভারত অধিনায়কের । আর এই জন্যই কোহলিকে কটাক্ষ করেন গাভাসকর । "সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় বোর্ডের সভাপতি হয়েছেন বলে তাঁর সম্পর্কে এমন ভালো ভালো কথা বলছেন বিরাট", এমনই মন্তব্য করেন সুনীল ।

সম্প্রচার সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাসকর বলেন, "সৌরভ ভারত অধিনায়ক হওয়ার আগেও দেশের বাইরে ভারত জিতেছে । ৭০ এবং ৮০-র দশকেও ভারত জিতেছে ।" কোহলির তখন জন্মও হয়নি বলেও কটাক্ষ করেন সুনীল গাভাসকর । তিনি আরও বলেন, "বেশিরভাগ লোক ভাবে ভারত জিততে শুরু করেছে ২০০০ সালের পর থেকে । কিন্তু ৭০-র দশকে ভারত দেশের বাইরেও জিতেছে । এমনকি দেশের বাইরে ১৯৮৬ সালেও ভারত দেশের বাইরে জিতেছে ।"

কলকাতা, ২৪ নভেম্বর : গোলাপি বলে টেস্ট ম্যাচ জেতায় চারিদিক থেকে ভারতের জয়জয়কার । ভারতের প্রশংসায় পঞ্চমুখ তামাম ক্রিকেট দুনিয়া । কিন্তু ঠিক এই সময়েই BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভারত অধিনায়ক বিরাট কোহলিকে একসঙ্গে কটাক্ষ করলেন সুনীল গাভাসকর।

বর্তমানে দেশে ও দেশের বাইরে ভারত দারুণ ক্রিকেট খেলছে । "ভারতের এই জেতার ধারা সৌরভের আমল থেকে শুরু হয় । দেশের বাইরে ভারত যে জিততে পারে, সেই মানসিকতা ভারতীয় দলে ঢুকিয়ে দেন সৌরভই ।" এমনই মন্তব্য বর্তমান ভারত অধিনায়কের । আর এই জন্যই কোহলিকে কটাক্ষ করেন গাভাসকর । "সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় বোর্ডের সভাপতি হয়েছেন বলে তাঁর সম্পর্কে এমন ভালো ভালো কথা বলছেন বিরাট", এমনই মন্তব্য করেন সুনীল ।

সম্প্রচার সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাসকর বলেন, "সৌরভ ভারত অধিনায়ক হওয়ার আগেও দেশের বাইরে ভারত জিতেছে । ৭০ এবং ৮০-র দশকেও ভারত জিতেছে ।" কোহলির তখন জন্মও হয়নি বলেও কটাক্ষ করেন সুনীল গাভাসকর । তিনি আরও বলেন, "বেশিরভাগ লোক ভাবে ভারত জিততে শুরু করেছে ২০০০ সালের পর থেকে । কিন্তু ৭০-র দশকে ভারত দেশের বাইরেও জিতেছে । এমনকি দেশের বাইরে ১৯৮৬ সালেও ভারত দেশের বাইরে জিতেছে ।"

Thane (Maharashtra), Nov 24 (ANI): Several Nationalist Congress Party (NCP) workers have protested against Maharashtra Deputy Chief Minister Ajit Pawar in Thane on November 24. They are protesting against Ajit Pawar a day after he sided with the Bharatiya Janata Party (BJP) to form the Maharashtra Government. Now, all eyes will be on the Supreme Court's (SC) decision, which will decide the future course of action in the Maharashtra political drama.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.