চেন্নাই, 6 ফেব্রুয়ারি : শততম টেস্টে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন ৷ চিপকের উইকেটে একেবারে জমে গিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট ৷ চেন্নাইয়ে প্রথম টেস্টের প্রথমদিনের শেষে 129 রানে ক্রিজে রয়েছেন তিনি ৷ দিনের শেষে 3 উইকেট হারিয়ে ইংল্যান্ডের স্কোর 263 ৷ এরপর কোহলিদের দিকে একপ্রকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ইংরেজ অধিনায়ক ৷ আপাত শান্ত রুটের হুঙ্কার, প্রথম ইনিংসে 600 থেকে 700 রান তুলব ৷
ভারতীয় স্পিনার এবং জোরে বোলারদের দারুণভাবে সামলেছেন রুট ৷ শ্রীলঙ্কায় দ্বিশতরান হাঁকিয়েছিলেন ৷ ভারতেও নিজের জাত চিনিয়েছেন ইংরেজ অধিনায়ক ৷ জসপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিনদের সামলে দলের স্কোর একটু একটু করে এগিয়ে নিয়ে গিয়েছেন ৷ এরপর ব্যক্তিগত শতরান পূর্ণ করেছেন ৷ এবার সেই শতরানকে দ্বিশতরানে পরিণত করতে চান তিনি ৷ পাশাপাশি প্রথম ইনিংসে রানের পাহাড় খাড়া করাও লক্ষ্য ৷ 129 রানে ক্রিজে থাকা রুট সাংবাদিক বৈঠকে এসে বললেন, "হ্যাঁ, আমি আরও বড় ইনিংস খেলতে চাই ৷ কতটা বেশি রান তুলতে পারি সেদিকেই নজর থাকবে আমাদের ৷ চেষ্টা করব 600 থেকে 700 রান তোলার ৷ কারণ প্রথম ইনিংসে যত বেশি রান উঠবে ততই ভালো ৷"
আরও পড়ুন : ক্যাচ মিস পন্থের, ঋদ্ধিকে ফেরানোর দাবি নেটিজেনদের
বুমরা, অশ্বিনরা রুটকে তেমন সমস্যায় ফেলতে না পারলেও পেশীতে টান ধরায় বেশ ভুগেছেন রুট ৷ মাঠে রুটের যখন ফিজিওর প্রয়োজন মনে হয়েছে তখন সাহায্যের জন্য এগিয়ে গিয়েছেন বিরাট কোহলি ৷ কোহলির ক্রিকেটীয় স্পিরিট দেখে মুগ্ধ হয়েছে নেটিজেনরা ৷ রুট নিজেও কোহলিতে মুগ্ধ ৷ বললেন, "কিছুটা সমস্যা হয়েছে ৷ কিন্তু আমাকে সাহায্য করার জন্য বিরাট কোহলির এগিয়ে আসা ওর ক্রিকেটীয় স্পিরিটের উদাহরণ ৷"