কলকাতা, 9 সেপ্টেম্বর : মেয়েদের পুরো দস্তুর IPL শুরু হলে দেশের জন্য সেটা হবে বড় পাওনা । মনে করছেন দেশের তথা বাংলার ক্রিকেটার ঝুলন গোস্বামী ।
তিনি বলেছেন, “পূর্ণাঙ্গ IPL টুর্নামেন্ট শুরু হওয়ার জন্য আমরা আগ্রহী । সকলেই এর অপেক্ষায় রয়েছি । মেয়েদের IPL দেশের এবং তরুণ ক্রিকেটারদের জন্য একটি বড় পাওয়া হবে । কারণ তারা দেশ ও বিদেশের শীর্ষ স্থানীয় প্রতিভাদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নিতে পারবে ।”
মহিলাদের একদিনের ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী নিজের স্কুল জীবনের একটি ঘটনার কথা উল্লেখ করে বলেছেন, "1997 সালের মহিলা বিশ্বকাপ ভারতে হওয়ার কথা ছিল । সেই বিশ্বকাপের টিকিট পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করি । আমি জানতামই না যে বিশ্বকাপ হচ্ছে । তখন সরকারের পক্ষ থেকে স্কুলে স্কুলে কমপ্লিমেন্টারি টিকিট পাঠিয়েছিল । স্পোর্টসে থাকার জন্য টিকিট পেয়েছিলাম ।"
ঝুলনের বায়োপিক-এ অভিনয় করছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা । যা নিয়ে ভীষণ খুশি ঝুলন । তিনি বলেন, "ছবিটা দেখে দর্শকের প্রতিক্রিয়া কী হবে সেটা ভেবেই নার্ভাস লাগছে । আমি শুধু চাই ছবিটি দেশের তরুণদের খেলাধুলোকে বেছে নিতে প্রেরণা জোগাবে ।"