ETV Bharat / sports

ফাঁড়া কাটল ক্যারিবিয়ানদের, ইংল্যান্ডের মাটিতে 21 টেস্টের পর  জয়

author img

By

Published : Jul 13, 2020, 7:18 AM IST

শেষ ইনিংসে 200 বা তার কম রান তাড়া করতে নেমে কখনও হারেনি ওয়েস্ট ইন্ডিজ় ৷ এবারও সেই রেকর্ড ধরে রাখল হোল্ডার অ্যান্ড কোং ৷

Cricket
ছবি

সাউদাম্পটন, 13 জুলাই : বাইশ গজে ফিরেই জয় নিজেদের মুঠোয় করল ক্যারিবিয়ানরা ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ়ের প্রথমটিতে চার উইকেটে জয় ছিনিয়ে নিল ওয়েস্ট ইন্ডিজ় ৷ আর এই জয়ের নেপথ্যে যিনি, তিনি হলেন জেরমি ব্ল্যাকউড ৷ পঞ্চম দিনে 200 রান তাড়া করতে নেমে একাই 154 বল খেলে 95 রান তুলে দেন ক্যারিবিয়ান স্কোরবোর্ডে ৷

পরিসংখ্যান বলছে শেষ ইনিংসে 200 বা তার কম রান তাড়া করতে নেমে কখনও হারেনি ওয়েস্ট ইন্ডিজ় ৷ এবারও সেই রেকর্ড অপরিবর্তিত রাখল হোল্ডার অ্যান্ড কোং ৷

কোরোনার জেরে টানা 117 দিন বন্ধ ছিল ক্রিকেট ৷ দীর্ঘ এই বিরতি শেষে বাইশ গজের প্রথম লড়াই নিজেদের নামে করল ওয়েস্ট ইন্ডিজ় ৷ শুধু তাই নয়, ইংল্যান্ডের মাটিতে শেষ 22 টি টেস্টে এই প্রথমবার জয়ের গন্ধ পেল ক্যারিবিয়ানরা ৷ দ্বিতীয় ইনিংসে 313 রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস ৷ স্কোরবোর্ডে তখন ইংল্যান্ডের লিড রয়েছে 199 রানের ৷

এরপর শুরু হয় ক্যারিবিয়ানদের ইনিংস ৷ রান তাড়া করতে নেমে শুরুটা কিন্তু একেবারেই ভালো করেনি তারা ৷ পাঁচ নম্বর ওভারেই জোফরা আর্চারের ইয়র্কারে পায়ের আঙুলে চোট লাগে ওপেনার জন ক্যাম্পবেলের ৷ চোটের কারণে উইকেট ছেড়ে বেরিয়ে যান তিনি ৷ এরপর আর্চারের শিকার হন ক্রেগ ব্রেদওয়েট ৷ মাত্র 4 রান করেই আউট হন তিনি ৷ স্টাম্পকে একেবারে ধার ঘেষে ছুঁয়ে চলে যায় আর্চারের দূরন্ত বল ৷ ব্রেদওয়েটের পর শামরা ব্রুকসকে এল বি ডাব্লু করেন জোফরা আর্চার ৷ খাতা খোলার আগেই আউট হন তিনি ৷ মার্ক উডের বলে 9 রানের প্যাভেলিয়নে ফিরে যান শেই হোপ ৷ মাত্র 27 রানের 3 উইকেট খুইয়ে ফেলেছিল ক্যারিবিয়ানরা ৷

এরপরই ড্যামেজ কন্ট্রোলে নামেন রসটন চেজ় ও জেরমি ব্ল্যাকউড ৷ 154 বল খেলে 95 রান করেন ব্ল্যাকউড ৷ তাঁকে যোগ্য সঙ্গ দেন চেজ় ৷ 88 বলে 37 রান ৷ দু'জনে মিলে চতুর্থ উইকেটের পার্টনারশিপে 73 রান যোগ করেন স্কোরবোর্ডে ৷ এরপর আর্চারের বলে 37 রানে আউট হন চেজ় ৷ চেজ় আউট হওয়ার পর থেকে ব্ল্যাকউডের সঙ্গে উইকেট বাঁচিয়ে খেলে যান শেন ডরিচ ৷ পঞ্চম উইকেটে 68 রানের পার্টনারশিপ হয় ব্ল্যাকউড ও ডরিচের মধ্যে ৷ বেন স্টোকসের বলে 37 বলে ব্যক্তিগত 20 রান তুলে ফিরে যান ডরিচ ৷ এরপর 95 রানে ব্ল্যাকউডকে প্যাভেলিয়নে ফেরান স্টোকস ৷ কিন্তু ততক্ষণে স্কোরবোর্ডে 189 রান উঠে গেছে ক্যারিবিয়ানদের ৷ জয়ের থেকে সামান্য দূরে ৷ দরকার মাত্র 11 রান ৷ বাকি কাজটা করে দেন ক্যাম্পবেল ও জেসন হোল্ডার ৷

সাউদাম্পটন, 13 জুলাই : বাইশ গজে ফিরেই জয় নিজেদের মুঠোয় করল ক্যারিবিয়ানরা ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ়ের প্রথমটিতে চার উইকেটে জয় ছিনিয়ে নিল ওয়েস্ট ইন্ডিজ় ৷ আর এই জয়ের নেপথ্যে যিনি, তিনি হলেন জেরমি ব্ল্যাকউড ৷ পঞ্চম দিনে 200 রান তাড়া করতে নেমে একাই 154 বল খেলে 95 রান তুলে দেন ক্যারিবিয়ান স্কোরবোর্ডে ৷

পরিসংখ্যান বলছে শেষ ইনিংসে 200 বা তার কম রান তাড়া করতে নেমে কখনও হারেনি ওয়েস্ট ইন্ডিজ় ৷ এবারও সেই রেকর্ড অপরিবর্তিত রাখল হোল্ডার অ্যান্ড কোং ৷

কোরোনার জেরে টানা 117 দিন বন্ধ ছিল ক্রিকেট ৷ দীর্ঘ এই বিরতি শেষে বাইশ গজের প্রথম লড়াই নিজেদের নামে করল ওয়েস্ট ইন্ডিজ় ৷ শুধু তাই নয়, ইংল্যান্ডের মাটিতে শেষ 22 টি টেস্টে এই প্রথমবার জয়ের গন্ধ পেল ক্যারিবিয়ানরা ৷ দ্বিতীয় ইনিংসে 313 রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস ৷ স্কোরবোর্ডে তখন ইংল্যান্ডের লিড রয়েছে 199 রানের ৷

এরপর শুরু হয় ক্যারিবিয়ানদের ইনিংস ৷ রান তাড়া করতে নেমে শুরুটা কিন্তু একেবারেই ভালো করেনি তারা ৷ পাঁচ নম্বর ওভারেই জোফরা আর্চারের ইয়র্কারে পায়ের আঙুলে চোট লাগে ওপেনার জন ক্যাম্পবেলের ৷ চোটের কারণে উইকেট ছেড়ে বেরিয়ে যান তিনি ৷ এরপর আর্চারের শিকার হন ক্রেগ ব্রেদওয়েট ৷ মাত্র 4 রান করেই আউট হন তিনি ৷ স্টাম্পকে একেবারে ধার ঘেষে ছুঁয়ে চলে যায় আর্চারের দূরন্ত বল ৷ ব্রেদওয়েটের পর শামরা ব্রুকসকে এল বি ডাব্লু করেন জোফরা আর্চার ৷ খাতা খোলার আগেই আউট হন তিনি ৷ মার্ক উডের বলে 9 রানের প্যাভেলিয়নে ফিরে যান শেই হোপ ৷ মাত্র 27 রানের 3 উইকেট খুইয়ে ফেলেছিল ক্যারিবিয়ানরা ৷

এরপরই ড্যামেজ কন্ট্রোলে নামেন রসটন চেজ় ও জেরমি ব্ল্যাকউড ৷ 154 বল খেলে 95 রান করেন ব্ল্যাকউড ৷ তাঁকে যোগ্য সঙ্গ দেন চেজ় ৷ 88 বলে 37 রান ৷ দু'জনে মিলে চতুর্থ উইকেটের পার্টনারশিপে 73 রান যোগ করেন স্কোরবোর্ডে ৷ এরপর আর্চারের বলে 37 রানে আউট হন চেজ় ৷ চেজ় আউট হওয়ার পর থেকে ব্ল্যাকউডের সঙ্গে উইকেট বাঁচিয়ে খেলে যান শেন ডরিচ ৷ পঞ্চম উইকেটে 68 রানের পার্টনারশিপ হয় ব্ল্যাকউড ও ডরিচের মধ্যে ৷ বেন স্টোকসের বলে 37 বলে ব্যক্তিগত 20 রান তুলে ফিরে যান ডরিচ ৷ এরপর 95 রানে ব্ল্যাকউডকে প্যাভেলিয়নে ফেরান স্টোকস ৷ কিন্তু ততক্ষণে স্কোরবোর্ডে 189 রান উঠে গেছে ক্যারিবিয়ানদের ৷ জয়ের থেকে সামান্য দূরে ৷ দরকার মাত্র 11 রান ৷ বাকি কাজটা করে দেন ক্যাম্পবেল ও জেসন হোল্ডার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.