ETV Bharat / sports

চারদিনের টেস্ট চায় ICC, এখনই মন্তব্য করতে চান না সৌরভ - চারদিনের টেস্ট নিয়ে সৌরভ

টেস্ট ম্যাচ চারদিনের করতে চায় ICC ৷ তবে এই নিয়ে এখনই কোনও মন্তব্য করতে চান না ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি

Sourav
সৌরভ গাঙ্গুলি
author img

By

Published : Dec 31, 2019, 5:51 AM IST

কলকাতা, 31 ডিসেম্বর : ICC পাঁচদিনের টেস্ট ম্যাচের দিন সংখ্যায় পরিবর্তন আনতে চায় । এবং তা নিয়ে প্রস্তাব করেছে তারা । বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার এই যুগান্তকারী পরিবর্তনের প্রস্তাবনায় নানা মুনির নানা মত । প্রাক্তন ক্রিকেটাররা তাঁদের মতো করে মত প্রকাশ করছেন । এবিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি এখনই কোনও মত প্রকাশ করতে রাজি নন ।

গতকাল CAB থেকে বেরোনোর পথে BCCI প্রেসিডেন্ট বলেন, আগে প্রস্তাবটা দেখতে চান । তার আগে এই বিষয়ে মত প্রকাশ করা,"আর্লি টু সে ।"

ICC-তে ভারতের ভোটের উপর অনেক কিছু নির্ভর করবে । তবে এই পরিবর্তন এখনই হচ্ছে না । প্রস্তাবিত পরিবর্তন 2023 সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আনতে চায় । পাঁচদিনের ক্রিকেটের দিন সংখ্যা কমানোর কারণ বিশ্ব ক্রিকেট ক্যালেন্ডারের অত্যধিক চাপ ।

ICC ক্রিকেটের তিনটি ফরম্যাটের ভারসাম্য সম্বলিত সূচি তৈরি করতে চায় । ভারতীয় ক্রিকেট বোর্ড দ্বিপাক্ষিক সিরিজ়ের ক্যালেন্ডার তৈরি করার দাবি রেখেছে । টেস্ট সিরিজ় আয়োজনের খরচের ব্যাপারটি মাথায় রাখা হবে । এর ফলে 2023 থেকে 2031 সালের যে ক্রিকেট ক্যালেন্ডার হবে তাতে পর্যাপ্ত সময় বাঁচানো সম্ভব হবে ।

উদাহরণ হিসেবে বলা হচ্ছে, পাঁচদিনের বদলে চারদিনের টেস্ট ম্যাচ যদি 2015 থেকে 2023 সালের আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারে বাস্তবায়িত হত তাহলে 355 দিন বাঁচানো যেত । বৃহস্পতিবার টেস্ট ম্যাচ শুরু করে তা রবিবারের মধ্যে শেষ করা যেত । এর ফলে আরও বেশি সংখ্যক টেস্ট ম্যাচ আয়োজন করা সম্ভব হত বলে বলা হচ্ছে । চারদিনের টেস্ট ম্যাচ হলে দিনের ওভার সংখ্যা 98 করা হবে । যা এখন 90ওভার প্রতিদিন । সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, ষাট শতাংশ টেস্ট ম্যাচ চারদিনে শেষ হয়েছে । অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের চিফ এগজ়িকিউটিভ কেভিন রবার্টস বলেছেন, পুরো বিষয়টি তাঁরা গুরুত্ব সহকারে ভেবে দেখছেন । আবেগে ভেসে যাওয়ার বদলে বাস্তবিক পরিস্থিতি দেখে পদক্ষেপ করা উচিত ।

এই মতের পালটা শোনা যাচ্ছে ক্রিকেটারদের মধ্যে থেকেও । অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন নিজের মত জানাতে গিয়ে বলেছেন, অ্যাসেজ় সিরিজ়ের যাবতীয় টেস্ট ম্যাচের ফয়সালা পাঁচদিনে হয়েছে ।

পরিবর্তনের ফলাফল দেখতে ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ের মধ্যে চারদিনের টেস্ট ম্যাচ হয়েছে 2017 সালে ৷ ইংল্যান্ড ও আয়ারল্যান্ড নতুন বছরের শুরুতে চারদিনের টেস্ট খেলবে ৷ অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তানের মধ্যেও চারদিনের টেস্ট ম্যাচ হবে পরের গ্রীষ্মে ।

ICC এই নিয়ে এগোতে চাইলেও এখনই কোনও মন্তব্য করতে চাইলেন না BCCI সভাপতি ৷ একইসঙ্গে ক্রিকেট উপদেষ্টা কমিটি গঠন নিয়েও মন্তব্য এড়িয়ে গেলেন ৷

কলকাতা, 31 ডিসেম্বর : ICC পাঁচদিনের টেস্ট ম্যাচের দিন সংখ্যায় পরিবর্তন আনতে চায় । এবং তা নিয়ে প্রস্তাব করেছে তারা । বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার এই যুগান্তকারী পরিবর্তনের প্রস্তাবনায় নানা মুনির নানা মত । প্রাক্তন ক্রিকেটাররা তাঁদের মতো করে মত প্রকাশ করছেন । এবিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি এখনই কোনও মত প্রকাশ করতে রাজি নন ।

গতকাল CAB থেকে বেরোনোর পথে BCCI প্রেসিডেন্ট বলেন, আগে প্রস্তাবটা দেখতে চান । তার আগে এই বিষয়ে মত প্রকাশ করা,"আর্লি টু সে ।"

ICC-তে ভারতের ভোটের উপর অনেক কিছু নির্ভর করবে । তবে এই পরিবর্তন এখনই হচ্ছে না । প্রস্তাবিত পরিবর্তন 2023 সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আনতে চায় । পাঁচদিনের ক্রিকেটের দিন সংখ্যা কমানোর কারণ বিশ্ব ক্রিকেট ক্যালেন্ডারের অত্যধিক চাপ ।

ICC ক্রিকেটের তিনটি ফরম্যাটের ভারসাম্য সম্বলিত সূচি তৈরি করতে চায় । ভারতীয় ক্রিকেট বোর্ড দ্বিপাক্ষিক সিরিজ়ের ক্যালেন্ডার তৈরি করার দাবি রেখেছে । টেস্ট সিরিজ় আয়োজনের খরচের ব্যাপারটি মাথায় রাখা হবে । এর ফলে 2023 থেকে 2031 সালের যে ক্রিকেট ক্যালেন্ডার হবে তাতে পর্যাপ্ত সময় বাঁচানো সম্ভব হবে ।

উদাহরণ হিসেবে বলা হচ্ছে, পাঁচদিনের বদলে চারদিনের টেস্ট ম্যাচ যদি 2015 থেকে 2023 সালের আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারে বাস্তবায়িত হত তাহলে 355 দিন বাঁচানো যেত । বৃহস্পতিবার টেস্ট ম্যাচ শুরু করে তা রবিবারের মধ্যে শেষ করা যেত । এর ফলে আরও বেশি সংখ্যক টেস্ট ম্যাচ আয়োজন করা সম্ভব হত বলে বলা হচ্ছে । চারদিনের টেস্ট ম্যাচ হলে দিনের ওভার সংখ্যা 98 করা হবে । যা এখন 90ওভার প্রতিদিন । সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, ষাট শতাংশ টেস্ট ম্যাচ চারদিনে শেষ হয়েছে । অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের চিফ এগজ়িকিউটিভ কেভিন রবার্টস বলেছেন, পুরো বিষয়টি তাঁরা গুরুত্ব সহকারে ভেবে দেখছেন । আবেগে ভেসে যাওয়ার বদলে বাস্তবিক পরিস্থিতি দেখে পদক্ষেপ করা উচিত ।

এই মতের পালটা শোনা যাচ্ছে ক্রিকেটারদের মধ্যে থেকেও । অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন নিজের মত জানাতে গিয়ে বলেছেন, অ্যাসেজ় সিরিজ়ের যাবতীয় টেস্ট ম্যাচের ফয়সালা পাঁচদিনে হয়েছে ।

পরিবর্তনের ফলাফল দেখতে ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ের মধ্যে চারদিনের টেস্ট ম্যাচ হয়েছে 2017 সালে ৷ ইংল্যান্ড ও আয়ারল্যান্ড নতুন বছরের শুরুতে চারদিনের টেস্ট খেলবে ৷ অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তানের মধ্যেও চারদিনের টেস্ট ম্যাচ হবে পরের গ্রীষ্মে ।

ICC এই নিয়ে এগোতে চাইলেও এখনই কোনও মন্তব্য করতে চাইলেন না BCCI সভাপতি ৷ একইসঙ্গে ক্রিকেট উপদেষ্টা কমিটি গঠন নিয়েও মন্তব্য এড়িয়ে গেলেন ৷

Intro:আইসিসি পাচদিনের টেস্ট ম্যাচের দিন সংখ্যায় পরিবর্তন আনতে চায়।এবং তা নিয়ে প্রস্তাব করেছে তারা।বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার এই যুগান্তকারী পরিবর্তনের প্রস্তাবনায় নানা মুনির নানা মত।প্রাক্তন ক্রিকেটার রা তাদের মত করে মত প্রকাশ করছেন।এবিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি এখনই কোনও মত প্রকাশ করতে রাজি নন।সিএবি থেকে ফেরার পথে বিসিসিআই প্রেসিডেন্ট বলেছেন আগে প্রস্তাবটা দেখতে চান।তবে এই বিষয়ে মত প্রকাশ করা,"আর্লি টু সে।"
আইসিসি তে বড়পক্ষ এখন ভারত।তাদের ভোটের ওপর অনেক কিছু নির্ভর করবে।তবে এই পরিবর্তন এখনই হচ্ছে না। প্রস্তাবিত পরিবর্তন 2023সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপে আনতে চায়।পাচ দিনের ক্রিকেটের দিন সংখ্যা কমানোর কারন বিশ্ব ক্রিকেট ক্যালেন্ডার এর অত্যাধিক চাপ।
আইসিসি ক্রিকেটের তিনটি ফরম্যাটের ভারসাম্য সম্বলিত সূচি তৈরি করতে চায়। ভারতীয় ক্রিকেট বোর্ড দ্বিপাক্ষিক সিরিজের ক্যালেন্ডার তৈরি করার দাবি রেখেছে। টেস্ট সিরিজ আয়োজনের খরচের ব্যাপারটি মাথায় রাখা হবে।এর ফলে 2023 থেকে 2031সালের যে ক্রিকেট ক্যালেন্ডার হবে তাতে পর্যাপ্ত সময় বাচানো সম্ভব হবে।
উদাহরণ হয় হিসেবে বলা হচ্ছে পাচ দিনের বদলে চার দিনের টেস্ট ম্যাচ যদি 2015থেকে 2023সালের আর্ন্তজাতিক ক্রিকেট ক্যালেন্ডারে বাস্তবায়িত হত তাহলে 355দিন বাচানো যেত।বৃহস্পতিবার টেস্ট ম্যাচ শুরু করে তা রবিবারের মধ্যে শেষ করা যেত।এরফলে আরও বেশি সংখ্যক টেস্ট ম্যাচ আয়োজন করা সম্ভব হত বলে বলা হচ্ছে।চারদিনের টেস্ট ম্যাচ হলে দিনের ওভার সংখ্যা 98 করা হবে।যা এখন 90ওভার প্রতিদিন করা হয়।সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গিয়েছে ষাট শতাংশ টেস্ট ম্যাচ চারদিনে শেষ হয়েছে।অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের চিফ এক্সিকিউটিভ কেভিন রবার্টস বলেছেন পুরো বিষয়টি তারা গুরুত্ব সহকারে ভেবে দেখছেন। আবেগে ভেসে যাওয়ার বদলে বাস্তবিক পরিস্থিতি দেখে পদক্ষেপ নেওয়া উচিত।এই মতের পালটা শোনা যাচ্ছে ক্রিকেটার দের মধ্যে থেকেও।অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন নিজের মত জানাতে গিয়ে বলেছেন আসেজ সিরিজের যাবতীয় টেস্ট ম্যাচের ফয়সালা পাচদিনে হয়েছে।
পরিবর্তনের ফলাফল দেখতে ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে র মধ্যে চার দিনের টেস্ট আয়োজনের দিনস্থির করা হয়েছে।ইংল্যান্ড ও আয়ারল্যান্ড নতুন বছরের শুরুতে চারদিনের টেস্ট খেলবে অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তানে র মধ্যেও চারদিনের টেস্ট ম্যাচ হবে পরের গ্রীষ্মে।তাই সনাতনী ক্রিকেটে পরিবর্তন আইসিসির নতুন চমক।বললে বোধহয় ভুল হবে না।



Body:সৌরভ


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.