ETV Bharat / sports

"পন্টিংয়ের থেকে শেখার সুবর্ণ সুযোগ এটাই" - it would be golden opportunity to learn from ponting

দিল্লি ক্যাপিটালসের কোচের দায়িত্বে এখন পন্টিং । তাই পন্টারের থেকে শেখার সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাইছেন না মোহিত ।

ponting
ponting
author img

By

Published : Apr 26, 2020, 9:31 PM IST

দিল্লি, 26 এপ্রিল: এতদিন দেশের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে শিখেছেন । এবার অস্ট্রেলিয়ার অন্যতম সেরা অধিনায়ক রিকি পন্টিংয়ের থেকে ক্রিকেটের যাবতীয় খুঁটিনাটি শিখতে চান ভারতীয় পেসার মোহিত শর্মা । IPL-এ চেন্নাই সুপার কিংস থেকে মোহিত এবার পাড়ি দিয়েছেন দেশের রাজধানীতে । আর দিল্লি ক্যাপিটালসের কোচের দায়িত্বে এখন পন্টিং । তাই পন্টারের থেকে শেখার সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাইছেন না মোহিত ।

অস্ট্রেলিয়াকে দুবার বিশ্বকাপ জেতানো পন্টিং সম্পর্কে এই ডান হাতি পেসারের উক্তি, "খেলোয়াড়দের কাছে ওর প্রশংসা শুনে এসেছি । ওর সঙ্গে কাজ করা এবং শেখার এটাই সুবর্ণ সুযোগ । আমি নিশ্চিত যে IPL শুরু হলে পন্টিংয়ের কোচিংয়ে দিল্লি ক্যাপিটালস খুব ভাল খেলবে । ক্যাপিটালসের অনুরাগীরাও এতে খুব খুশি হবে ।"

12টি মরশুম পার হয়ে গেলেও দিল্লির ফ্র্যাঞ্চাইজিটির হাতে এখনও IPL-এর ঝকমকে ট্রফি ওঠেনি । এমনকী এখনও পর্যন্ত একবারও ফাইনাল খেলারই সুযোগ হয়নি তাদের । তবে 31 বছরের মোহিত মনে করছেন পন্টিংয়ের কোচিংয়ে অন্য দলগুলিকে এবার ভালমতোই টেক্কা দেবে দিল্লি ক্যাপিটালস । শিখর ধাওয়ান, ইশান্ত শর্মা, শ্রেয়াস আয়ারদের নিয়ে গড়া টিম এবার ট্রফি জয়ের জন্য সাহায্য করবে বলেই বিশ্বাস ভারতীয় পেসারের ।

দিল্লি, 26 এপ্রিল: এতদিন দেশের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে শিখেছেন । এবার অস্ট্রেলিয়ার অন্যতম সেরা অধিনায়ক রিকি পন্টিংয়ের থেকে ক্রিকেটের যাবতীয় খুঁটিনাটি শিখতে চান ভারতীয় পেসার মোহিত শর্মা । IPL-এ চেন্নাই সুপার কিংস থেকে মোহিত এবার পাড়ি দিয়েছেন দেশের রাজধানীতে । আর দিল্লি ক্যাপিটালসের কোচের দায়িত্বে এখন পন্টিং । তাই পন্টারের থেকে শেখার সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাইছেন না মোহিত ।

অস্ট্রেলিয়াকে দুবার বিশ্বকাপ জেতানো পন্টিং সম্পর্কে এই ডান হাতি পেসারের উক্তি, "খেলোয়াড়দের কাছে ওর প্রশংসা শুনে এসেছি । ওর সঙ্গে কাজ করা এবং শেখার এটাই সুবর্ণ সুযোগ । আমি নিশ্চিত যে IPL শুরু হলে পন্টিংয়ের কোচিংয়ে দিল্লি ক্যাপিটালস খুব ভাল খেলবে । ক্যাপিটালসের অনুরাগীরাও এতে খুব খুশি হবে ।"

12টি মরশুম পার হয়ে গেলেও দিল্লির ফ্র্যাঞ্চাইজিটির হাতে এখনও IPL-এর ঝকমকে ট্রফি ওঠেনি । এমনকী এখনও পর্যন্ত একবারও ফাইনাল খেলারই সুযোগ হয়নি তাদের । তবে 31 বছরের মোহিত মনে করছেন পন্টিংয়ের কোচিংয়ে অন্য দলগুলিকে এবার ভালমতোই টেক্কা দেবে দিল্লি ক্যাপিটালস । শিখর ধাওয়ান, ইশান্ত শর্মা, শ্রেয়াস আয়ারদের নিয়ে গড়া টিম এবার ট্রফি জয়ের জন্য সাহায্য করবে বলেই বিশ্বাস ভারতীয় পেসারের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.