ETV Bharat / sports

IPL-র বেটিং চক্রের পরদা ফাঁস, গ্রেপ্তার 3 - মুম্বইয়ে IPL-এর বেটিং চক্র

IPL যত শেষের দিকে এগিয়ে আসছে ততই উত্তেজনার পারদ বাড়ছে । জমে গেছে প্লে অফে ওঠার লড়াই । আর তাতেই রমরমা বেড়েছে বেটিং কারবারিদের ।

betting racket busted in Mumbai
IPL-এর বেটিং চক্রের পর্দাফাঁস, গ্রেপ্তার তিন
author img

By

Published : Oct 31, 2020, 2:50 PM IST

মুম্বই, 31 অক্টোবর : IPL-এর মরশুমে ফের মাথাচাগাড় দিয়ে উঠেছে বেটিং চক্র । এবার মায়ানগরী মুম্বইয়ে বেটিং চক্রের পরদা ফাঁস । এই ঘটনায় মুম্বইয়ের পশ্চিম মুলুন্দ থেকে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে । ঘটনাস্থান থেকে দেড় লাখ টাকারও বেশি উদ্ধার হয়েছে ।

IPL যত শেষের দিকে এগিয়ে আসছে ততই উত্তেজনার পারদ বাড়ছে । জমে গেছে প্লে অফে ওঠার লড়াই । পয়েন্ট তালিকায় ওঠানামা লেগেই রয়েছে । কারা কারা শেষ চারে জায়গা করে নিয়ে বাজিমাত করবে তা এখনও স্পষ্ট নয় । সুপার ওভার, ডাবল সুপার ওভারের মতো ঘটনাও ঘটছে । সবমিলিয়ে মরুদেশে জমজমাট কোটিপতি লিগ । আর তাতেই রমরমা বেড়েছে বেটিং কারবারিদের । এর মধ্যেই মুম্বইয়ে বড়সড় বেটিং চক্রের পরদা ফাঁস করল মুম্বই পুলিশের গোয়েন্দা ও ক্রাইম ব্রাঞ্চ । গোপন সূত্রে খবর পেয়ে মুম্বইয়ের পশ্চিম মুলুন্দ এলাকায় হানা দেয় পুলিশ । সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে ।

ঘটনাস্থান থেকে 41টি মোবাইল, সিম কার্ড, একটি ট্যাবলেট, 2টি ল্যাপটপ, ওয়াইফাই রাউটার, কম্পিউটার ও 1 লাখ 88 হাজার 500 টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ । অভিযুক্তদের 3 নভেম্বর পর্যন্ত পুলিশ হেপাজতে পাঠানো হয়েছে ।

মুম্বই, 31 অক্টোবর : IPL-এর মরশুমে ফের মাথাচাগাড় দিয়ে উঠেছে বেটিং চক্র । এবার মায়ানগরী মুম্বইয়ে বেটিং চক্রের পরদা ফাঁস । এই ঘটনায় মুম্বইয়ের পশ্চিম মুলুন্দ থেকে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে । ঘটনাস্থান থেকে দেড় লাখ টাকারও বেশি উদ্ধার হয়েছে ।

IPL যত শেষের দিকে এগিয়ে আসছে ততই উত্তেজনার পারদ বাড়ছে । জমে গেছে প্লে অফে ওঠার লড়াই । পয়েন্ট তালিকায় ওঠানামা লেগেই রয়েছে । কারা কারা শেষ চারে জায়গা করে নিয়ে বাজিমাত করবে তা এখনও স্পষ্ট নয় । সুপার ওভার, ডাবল সুপার ওভারের মতো ঘটনাও ঘটছে । সবমিলিয়ে মরুদেশে জমজমাট কোটিপতি লিগ । আর তাতেই রমরমা বেড়েছে বেটিং কারবারিদের । এর মধ্যেই মুম্বইয়ে বড়সড় বেটিং চক্রের পরদা ফাঁস করল মুম্বই পুলিশের গোয়েন্দা ও ক্রাইম ব্রাঞ্চ । গোপন সূত্রে খবর পেয়ে মুম্বইয়ের পশ্চিম মুলুন্দ এলাকায় হানা দেয় পুলিশ । সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে ।

ঘটনাস্থান থেকে 41টি মোবাইল, সিম কার্ড, একটি ট্যাবলেট, 2টি ল্যাপটপ, ওয়াইফাই রাউটার, কম্পিউটার ও 1 লাখ 88 হাজার 500 টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ । অভিযুক্তদের 3 নভেম্বর পর্যন্ত পুলিশ হেপাজতে পাঠানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.