দুবাই, 30 সেপ্টেম্বর : চলতি IPL -এ যে ক'জন ভারতীয় ব্যাটসম্যান ব্যাট হাতে ঝড় তুলেছেন, তাঁদের মধ্যে অন্যতম সঞ্জু স্যামসন ৷ রাজস্থান রয়্যালসের হয়ে দু-দু'টি ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন ৷ নিজের এই পারফরম্যান্সের জন্য জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে ক্রেডিট দিচ্ছেন সঞ্জু ৷ জাতীয় দল থেকে ব্রাত্য কেরালার এই উইকেটকিপার-ব্যাটসম্যান বলেছেন, ক্রিকেট সম্পর্কে তাঁর মানসিকতাই বদলে দিয়েছেন কোহলি ৷
আজকের KKR ম্যাচের আগে স্যামসন বলেছেন, "ভারতীয় দলের সঙ্গে জিমে সময় কাটানোর সময় দারুণ অভিজ্ঞতা হয়েছিল ৷ আমি বিরাট ভাইয়ের সঙ্গে ট্রেনিং করতাম ৷ নিজের সমস্ত এনার্জি কেন ফিটনেসের উপর দেন, তা বারবার তাঁকে জিজ্ঞাসা করতাম ৷ আমার এত প্রশ্ন দেখে ও আমায় জিজ্ঞাসা করল, "সঞ্জু আর কতদিন ক্রিকেট খেলতে চাও ৷ আমার বয়স তখন 25 ছিল। তাই সেই হিসেব করে বলেছিলাম আরও দশ বছর খেলতে চাই ৷"
এরপর বিরাট যে পরামর্শ দেন তাকেই ক্রিকেট জীবনের পাথেয় করে এগোচ্ছেন কেরালার ব্যাটসম্যান ৷ তিনি বলেছেন, দশ বছর পর তোমার যা ইচ্ছে তাই করতে পারবে ৷ কেরালার খাবার খেতে পারবে ৷ আরও অনেক কিছু করতে পারবে ৷ কিন্তু দশ বছর পর তুমি আর ক্রিকেট খেলতে পারবে না ৷ হাতে যখন দশ বছর রয়েছে তখন ক্রিকেটের জন্য নিজেকে উৎসর্গ করে দাও ৷ বিরাটের এই কথাগুলোই ক্রিকেটের প্রতি আমার চিন্তাধারা বদলে দিয়েছিল ৷ আমি সবসময়ই পরিশ্রমী ৷ ওর কথা শুনে লাভবান হয়েছি ৷
এছাড়া মহেন্দ্র সিং ধোনি প্রসঙ্গেও কথা বলেন স্যামসন ৷ বলেন, "মহেন্দ্র সিং ধোনির মতো কেউ খেলতে পারবে না । এমনকী কারও ধোনির মতো খেলার চেষ্টা করাও উচিত নয় । আমি এটাই সবাইকে পরামর্শ দেব । ও বিশ্বের সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম । আমি কোনওদিনও এমএস ধোনির মতো খেলব সেটা ভাবতেও পারি না । আমি নিজের মতো করে খেলার চেষ্টা করি ।"