ETV Bharat / sports

ছিটকে গেলেন মার্শ, হোল্ডারকে দলে নিল হায়দরাবাদ - মিচেল মার্শ

SRH -এর প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নিজের বলে অ্যারন ফিঞ্চের একটি শট বাঁচাতে গিয়ে গোড়ালি মচকে যায় মার্শের ।

Ipl
Ipl
author img

By

Published : Sep 23, 2020, 7:58 PM IST

হায়দরাবাদ, 23 সেপ্টেম্বর : সানরাইজ়ার্স হায়দরাবাদ শিবিরে বড় ধাক্কা । একে তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে প্রথম ম্যাচ হারতে হয়েছে । তার উপর চোট পেয়ে IPL থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ । তাঁর পরিবর্তে ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডারকে দলে নিয়েছে হায়দরাবাদ ।

SRH -এর প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নিজের বলে অ্যারন ফিঞ্চের একটি শট বাঁচাতে গিয়ে গোড়ালি মচকে যায় মার্শের । এরপর দুটি বল করলেও খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন তিনি । পরে তিনি 10 নম্বরে ব্যাট করতে আসেন । তবে মার্শের দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছিল তা বোঝাই যাচ্ছিল ।

হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছে, “চলতি IPL-এ আর খেলতে পারবেন না মিচেল মার্শ । তাঁর পরিবর্তে খেলবেন জেসন হোল্ডার ।" খুব তাড়াতাড়ি আমিরশাহি পৌঁছাবেন হোল্ডার । শনিবার আবু ধাবিতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে পরের ম্যাচে খেলবে হায়দরাবাদ ।

হায়দরাবাদ, 23 সেপ্টেম্বর : সানরাইজ়ার্স হায়দরাবাদ শিবিরে বড় ধাক্কা । একে তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে প্রথম ম্যাচ হারতে হয়েছে । তার উপর চোট পেয়ে IPL থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ । তাঁর পরিবর্তে ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডারকে দলে নিয়েছে হায়দরাবাদ ।

SRH -এর প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নিজের বলে অ্যারন ফিঞ্চের একটি শট বাঁচাতে গিয়ে গোড়ালি মচকে যায় মার্শের । এরপর দুটি বল করলেও খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন তিনি । পরে তিনি 10 নম্বরে ব্যাট করতে আসেন । তবে মার্শের দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছিল তা বোঝাই যাচ্ছিল ।

হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছে, “চলতি IPL-এ আর খেলতে পারবেন না মিচেল মার্শ । তাঁর পরিবর্তে খেলবেন জেসন হোল্ডার ।" খুব তাড়াতাড়ি আমিরশাহি পৌঁছাবেন হোল্ডার । শনিবার আবু ধাবিতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে পরের ম্যাচে খেলবে হায়দরাবাদ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.