ETV Bharat / sports

রাসেলকে উপরের দিকে খেলানোর ভাবনা নাইটদের - KKR May Push Andre Russell Up The Batting Order says coach Brendon McCullum

গত IPL- এ ব্যাটিং অর্ডারে উপরের দিকে নামতে চেয়ে সরাসরি মুখ খুলেছিলেন ক্যারিবিয়ান তারকা । যা নিয়ে অশান্তির চোরাস্রোত বইছিল নাইট শিবিরে ।

Kkr
Kkr
author img

By

Published : Sep 20, 2020, 1:56 PM IST

Updated : Sep 20, 2020, 3:42 PM IST

আবু ধাবি, 20 সেপ্টেম্বর : প্রথাগত সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের ভিড় করে প্রশ্ন করার ছবি নেই । সংবাদমাধ্যমের যাবতীয় প্রশ্নবাণ ছোড়ার মাধ্যম ভার্চুয়াল প্ল্যাটফর্ম ।

IPL- এ কলকাতা নাইট রাইডার্সের প্রস্তুতি কোন পথে ? দীনেশ কার্তিক অ্যান্ড কোং কীভাবে ব্যাটিং অর্ডার সাজানোর পরিকল্পনা করছে ? আন্দ্রে রাসেলের ব্যাটিং অর্ডার নিয়ে গত মরশুমের উষ্মা চলতি IPL- এ কীভাবে মেটানো হবে ? এমন অনেক প্রশ্নের উত্তর দিলেন KKR কোচ ব্রেন্ডন ম্যাককুলাম ।

IPL- এর মারকুটে মেজাজের ব্যাটসম্যান হিসেবে দেখা গেছে তাঁকে । প্রথম IPL- এর উদ্বোধনী ম্যাচে নাইট জার্সিতে তাঁর করা বিধ্বংসী 158 রানের ইনিংস আজও সুখস্মৃতি । বলা যায় IPL- এর প্যারামিটার স্থির করে দিয়েছিলেন এই কিউয়ি । বর্তমানে তিনি নাইট ডাগআউটে । ভূমিকা বদলে তিনি কোচের হটসিটে ।

সাংবাদিক বৈঠকের প্রথম প্রশ্ন ছিল আন্দ্রে রাসেলের ব্যাটিং অর্ডারের পরিবর্তন নিয়ে । জবাবে নাইট হেড স্যারের উত্তর, "ইয়ন মরগ্যান সবসময় মিডল অর্ডারে কার্যকরী । শেষ দশ ওভারের বোলিংয়ের বিরুদ্ধে মরগ্যানকে দলের প্রয়োজন । অধিনায়ক কার্তিকের ব্যাটিং অর্ডারের পাশেই মরগ্যান নামবে । রাসেলের ব্যাটিং অর্ডার ম্যাচের পরিস্থিতির উপর নির্ভর করবে । শেষ দশ ওভার রাসেলের বিধ্বংসী ব্যাটিং কিন্তু আকর্ষণীয় । তবে আন্দ্রেকে ব্যাটিং অর্ডারের উপরের দিকে আনার কথা ভাবা হচ্ছে । "

গত IPL- এ ব্যাটিং অর্ডারে উপরের দিকে নামতে চেয়ে সরাসরি মুখ খুলেছিলেন ক্যারিবিয়ান তারকা । যা নিয়ে অশান্তির চোরাস্রোত ছিল নাইট শিবিরে । চলতি IPL- এ KKR- এর প্রথম ম্যাচ 23 সেপ্টেম্বর । প্রতিপক্ষ রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স । ধোনির দলের বিরুদ্ধে 5 উইকেটে পরাজয়ের পর তারা যে নাইটদের বিরুদ্ধে জিততে মরিয়া হবে তা ধরে নেওয়াই যায় । সেখানে আন্দ্রে রাসেলের ব্যাটিং অর্ডার ম্যাচের ফল নির্ণয়ে বড় ভূমিকা নিতে পারে ।

বর্তমান নাইট সাজঘরে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের অধিনায়ক ইয়ন মরগ্যান রয়েছেন । তাঁর উপস্থিতি যে ম্যাককুলামের কপালের ভাঁজ কমিয়েছে তা বলাইবাহুল্য । ম্যাককুলাম বলেন, "শুধু ব্যাটসম্যান নয় মরগ্যানের ক্রিকেট মস্তিষ্ক দীনেশ কার্তিকের কাজ সহজ করবে । মিডল অর্ডারে মরগ্যান যে অন্যতম সেরা ব্যাটসম্যান তা বলার অপেক্ষা রাখে না" । অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণ রয়েছে এবারের নাইট শিবিরে । শুভমন গিলের মতো তরুণ প্রতিভা দলের অন্যতম শক্তি । নাইট থিঙ্কট্যাঙ্ক তাঁকে উপরের দিকে পাঠানোর ব্যাপারে জানিয়েছে । একইভাবে টম ব্যান্টনের বড় শট নেওয়ার ক্ষমতাকে কাজে লাগানোর কথাও বলা হচ্ছে ।

নাইটদের ভারতীয় পেস বোলিং বিভাগ টুর্নামেন্টে সবচেয়ে অনভিজ্ঞ । কমলেশ নাগরকোটি, শিভম মাভিরা নিঃসন্দেহে প্রতিভাবান । তাঁদের বোলিং করার ক্ষমতাকে কাজে লাগাতে চান কোচ । প্যাট কামিন্সকে কাজে লাগিয়ে বাজিমাত করতে চান । ম্যাককুলামের বিশ্বাস মরুশহরের বাইশ গজ পেসারদের সাহায্য করবে । সেখানে দ্রুত গতির নাইট পেসাররা প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন বয়ে নিয়ে আসতে পারেন । স্পিন বিভাগ সুনীল নারিন, কুলদীপ যাদব টুর্নামেন্ট এগোনোর সঙ্গে পিচ থেকে সাহায্য পাবে বলে মনে হচ্ছে নাইট কোচের ।

আবু ধাবি, 20 সেপ্টেম্বর : প্রথাগত সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের ভিড় করে প্রশ্ন করার ছবি নেই । সংবাদমাধ্যমের যাবতীয় প্রশ্নবাণ ছোড়ার মাধ্যম ভার্চুয়াল প্ল্যাটফর্ম ।

IPL- এ কলকাতা নাইট রাইডার্সের প্রস্তুতি কোন পথে ? দীনেশ কার্তিক অ্যান্ড কোং কীভাবে ব্যাটিং অর্ডার সাজানোর পরিকল্পনা করছে ? আন্দ্রে রাসেলের ব্যাটিং অর্ডার নিয়ে গত মরশুমের উষ্মা চলতি IPL- এ কীভাবে মেটানো হবে ? এমন অনেক প্রশ্নের উত্তর দিলেন KKR কোচ ব্রেন্ডন ম্যাককুলাম ।

IPL- এর মারকুটে মেজাজের ব্যাটসম্যান হিসেবে দেখা গেছে তাঁকে । প্রথম IPL- এর উদ্বোধনী ম্যাচে নাইট জার্সিতে তাঁর করা বিধ্বংসী 158 রানের ইনিংস আজও সুখস্মৃতি । বলা যায় IPL- এর প্যারামিটার স্থির করে দিয়েছিলেন এই কিউয়ি । বর্তমানে তিনি নাইট ডাগআউটে । ভূমিকা বদলে তিনি কোচের হটসিটে ।

সাংবাদিক বৈঠকের প্রথম প্রশ্ন ছিল আন্দ্রে রাসেলের ব্যাটিং অর্ডারের পরিবর্তন নিয়ে । জবাবে নাইট হেড স্যারের উত্তর, "ইয়ন মরগ্যান সবসময় মিডল অর্ডারে কার্যকরী । শেষ দশ ওভারের বোলিংয়ের বিরুদ্ধে মরগ্যানকে দলের প্রয়োজন । অধিনায়ক কার্তিকের ব্যাটিং অর্ডারের পাশেই মরগ্যান নামবে । রাসেলের ব্যাটিং অর্ডার ম্যাচের পরিস্থিতির উপর নির্ভর করবে । শেষ দশ ওভার রাসেলের বিধ্বংসী ব্যাটিং কিন্তু আকর্ষণীয় । তবে আন্দ্রেকে ব্যাটিং অর্ডারের উপরের দিকে আনার কথা ভাবা হচ্ছে । "

গত IPL- এ ব্যাটিং অর্ডারে উপরের দিকে নামতে চেয়ে সরাসরি মুখ খুলেছিলেন ক্যারিবিয়ান তারকা । যা নিয়ে অশান্তির চোরাস্রোত ছিল নাইট শিবিরে । চলতি IPL- এ KKR- এর প্রথম ম্যাচ 23 সেপ্টেম্বর । প্রতিপক্ষ রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স । ধোনির দলের বিরুদ্ধে 5 উইকেটে পরাজয়ের পর তারা যে নাইটদের বিরুদ্ধে জিততে মরিয়া হবে তা ধরে নেওয়াই যায় । সেখানে আন্দ্রে রাসেলের ব্যাটিং অর্ডার ম্যাচের ফল নির্ণয়ে বড় ভূমিকা নিতে পারে ।

বর্তমান নাইট সাজঘরে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের অধিনায়ক ইয়ন মরগ্যান রয়েছেন । তাঁর উপস্থিতি যে ম্যাককুলামের কপালের ভাঁজ কমিয়েছে তা বলাইবাহুল্য । ম্যাককুলাম বলেন, "শুধু ব্যাটসম্যান নয় মরগ্যানের ক্রিকেট মস্তিষ্ক দীনেশ কার্তিকের কাজ সহজ করবে । মিডল অর্ডারে মরগ্যান যে অন্যতম সেরা ব্যাটসম্যান তা বলার অপেক্ষা রাখে না" । অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণ রয়েছে এবারের নাইট শিবিরে । শুভমন গিলের মতো তরুণ প্রতিভা দলের অন্যতম শক্তি । নাইট থিঙ্কট্যাঙ্ক তাঁকে উপরের দিকে পাঠানোর ব্যাপারে জানিয়েছে । একইভাবে টম ব্যান্টনের বড় শট নেওয়ার ক্ষমতাকে কাজে লাগানোর কথাও বলা হচ্ছে ।

নাইটদের ভারতীয় পেস বোলিং বিভাগ টুর্নামেন্টে সবচেয়ে অনভিজ্ঞ । কমলেশ নাগরকোটি, শিভম মাভিরা নিঃসন্দেহে প্রতিভাবান । তাঁদের বোলিং করার ক্ষমতাকে কাজে লাগাতে চান কোচ । প্যাট কামিন্সকে কাজে লাগিয়ে বাজিমাত করতে চান । ম্যাককুলামের বিশ্বাস মরুশহরের বাইশ গজ পেসারদের সাহায্য করবে । সেখানে দ্রুত গতির নাইট পেসাররা প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন বয়ে নিয়ে আসতে পারেন । স্পিন বিভাগ সুনীল নারিন, কুলদীপ যাদব টুর্নামেন্ট এগোনোর সঙ্গে পিচ থেকে সাহায্য পাবে বলে মনে হচ্ছে নাইট কোচের ।

Last Updated : Sep 20, 2020, 3:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.