ETV Bharat / sports

ফাইনালে হার, কাজে এল না স্মৃতির ইনিংস - ভারতীয় মহিলা ক্রিকেট দল

মাউন্ট মঙ্গেনুইয়ে ওয়ানডে সিরিজ়ে নিউজ়িল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে ভারত ৷ এদিকে 24 ঘণ্টার মধ্যেই ফের হার ভারতীয়দের ৷ ত্রিদেশীয় সিরিজ়ের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে 11 রানে হেরে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল ৷

image
ভারতীয় মহিলা ক্রিকেট দল
author img

By

Published : Feb 12, 2020, 12:53 PM IST

মেলবোর্ন, 12 ফেব্রুযারি : কাজে এল না স্মৃতি মান্ধানার 37 বলে 66 রানের ইনিংস ৷ ত্রিদেশীয় সিরিজ়ের ফাইনালে মেলবোর্নের জাংসন ওভালে অস্ট্রেলিয়ার কাছে 11 রানে হেরে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল ৷ স্মৃতি ছাড়া ক্রিজে টিকে থাকতে পারলেন না আর কোনও ক্রিকেটার ৷ অজ়িদের 155 রানের জবাবে 144 রানেই থেমে গেল ভারতের ইনিংস ৷

টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অজ়ি অধিনায়ক মেগ ল্যানিং ৷ ব্যাট করতে নেম শুরুতেই অস্ট্রেলিয়া ব্যাটিং লাইনে আঘাত হানে ভারতীয়রা ৷ দীপ্তি শর্মার বলে মাত্র 4 রানে আউট হন অ্যালিসা হেলি ৷ কিন্তু প্রাথমিক ধাক্কা কাটিয়ে ম্যাচে ফিরে আসেন অজ়িরা ৷ অন্য ওপেনার বেথ মুনে দুরন্ত ব্যাটিং করেন ৷ 54 বল খেলে 71 রানে অপরাজিত থাকেন তিনি ৷ প্রথমে গার্ডনারের 52 রান ও পরে অধিনায়ক মেগ ল্যানিংয়ের সঙ্গে 51 রানের পার্টনারশিপ গড়েন তিনি ৷ শেষ দিকে 7 বলে 18 রানের ক্যামিও খেলেন রিচেল হায়ান্স ৷ 20 ওভারে 155 রান বোর্ডে তোলে ভারত ৷ ভারতের হয়ে 2টি করে উইকেট নেন দীপ্তি শর্মা ও রাজেশ্বরী গাইকোয়াড় ৷ একটি করে উইকেট নেন রাধা যাদব ও অরুন্ধতী রেড্ডি ৷

image
ম্যাচ জেতানোর মরিয়া চেষ্টা স্মৃতি মান্ধানার

জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতে উইকেট হারায় ভারতও ৷ ওপেনার শেফালী বর্মা ফেরেন 10 রানে ৷ কিন্তু ইনিংসের হাল ধরেন অভিজ্ঞ স্মৃতি মান্ধানা ৷ কিন্তু অন্যদিক থেকে ক্রমাগত উইকেট হারাতে থাকে ভারত ৷ শেষ পর্যন্ত 144 রানে শেষ হয় ভারতের ইনিংস ৷ অজ়িদের হয়ে 5টি উইকেট নেন জেস জোনাসেন ৷ আগের ম্যাচেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারতীয় মেয়েরা ৷ কিন্তু ফাইনালে এসে হার মানতে হল হরমনপ্রীত কাউরের দলকে ৷

মেলবোর্ন, 12 ফেব্রুযারি : কাজে এল না স্মৃতি মান্ধানার 37 বলে 66 রানের ইনিংস ৷ ত্রিদেশীয় সিরিজ়ের ফাইনালে মেলবোর্নের জাংসন ওভালে অস্ট্রেলিয়ার কাছে 11 রানে হেরে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল ৷ স্মৃতি ছাড়া ক্রিজে টিকে থাকতে পারলেন না আর কোনও ক্রিকেটার ৷ অজ়িদের 155 রানের জবাবে 144 রানেই থেমে গেল ভারতের ইনিংস ৷

টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অজ়ি অধিনায়ক মেগ ল্যানিং ৷ ব্যাট করতে নেম শুরুতেই অস্ট্রেলিয়া ব্যাটিং লাইনে আঘাত হানে ভারতীয়রা ৷ দীপ্তি শর্মার বলে মাত্র 4 রানে আউট হন অ্যালিসা হেলি ৷ কিন্তু প্রাথমিক ধাক্কা কাটিয়ে ম্যাচে ফিরে আসেন অজ়িরা ৷ অন্য ওপেনার বেথ মুনে দুরন্ত ব্যাটিং করেন ৷ 54 বল খেলে 71 রানে অপরাজিত থাকেন তিনি ৷ প্রথমে গার্ডনারের 52 রান ও পরে অধিনায়ক মেগ ল্যানিংয়ের সঙ্গে 51 রানের পার্টনারশিপ গড়েন তিনি ৷ শেষ দিকে 7 বলে 18 রানের ক্যামিও খেলেন রিচেল হায়ান্স ৷ 20 ওভারে 155 রান বোর্ডে তোলে ভারত ৷ ভারতের হয়ে 2টি করে উইকেট নেন দীপ্তি শর্মা ও রাজেশ্বরী গাইকোয়াড় ৷ একটি করে উইকেট নেন রাধা যাদব ও অরুন্ধতী রেড্ডি ৷

image
ম্যাচ জেতানোর মরিয়া চেষ্টা স্মৃতি মান্ধানার

জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতে উইকেট হারায় ভারতও ৷ ওপেনার শেফালী বর্মা ফেরেন 10 রানে ৷ কিন্তু ইনিংসের হাল ধরেন অভিজ্ঞ স্মৃতি মান্ধানা ৷ কিন্তু অন্যদিক থেকে ক্রমাগত উইকেট হারাতে থাকে ভারত ৷ শেষ পর্যন্ত 144 রানে শেষ হয় ভারতের ইনিংস ৷ অজ়িদের হয়ে 5টি উইকেট নেন জেস জোনাসেন ৷ আগের ম্যাচেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারতীয় মেয়েরা ৷ কিন্তু ফাইনালে এসে হার মানতে হল হরমনপ্রীত কাউরের দলকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.