ETV Bharat / sports

ক্যারিবিয়ান ক্যলিপসো থামিয়ে সিরিজ় জয় ভারতের - ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক পোলার্ড ৷ ইনিংসের প্রথম থেকেই ঝড় উঠল ওয়াংখেড়ে জুড়ে ৷ তবে এই ঝড় ক্যালিপসো ঝড় না, এটা রোহিত, রাহল ও বিরাটের কালবৈশাখি ৷ আর সেই ঝড় ওয়াংখেড়ের দর্শক উপভোগ করল পুরোমাত্রায় ৷ নির্ধারিত 20 ওভার শেষে ভারতের সংগ্রহ 3 উইকেটের বিনিময়ে 240 রান ৷ যা আন্তর্জাতিক T20 - তে ভারতের তৃতীয় সর্বোচ্চ স্কোর ৷

image
ভারতের জয়
author img

By

Published : Dec 11, 2019, 11:33 PM IST

Updated : Dec 12, 2019, 12:01 AM IST

মুম্বই, 11 নভেম্বর : 2016 সালে T20 বিশ্বকাপের সেমিফাইনাল ৷ এই ওয়াংখেড়েতেই হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল টিম কোহলির ৷ সেবার ইংল্যান্ডকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ় বিশ্বকাপ ঘরে তোলে ৷ আর আজ তিন ম্যাচের T20 সিরিজ়ের নির্ণায়ক ম্যাচে সেই ওয়েস্ট ইন্ডিজকেই 67 রানে হারিয়ে ট্রফি ঘরে তুলল মেন ইন ব্লুরা ৷ এই নিয়ে ঘরের মাঠে পরপর তিনটি T20 সিরিজ়ে জয় পেল ভারত ৷

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক পোলার্ড ৷ ইনিংসের প্রথম থেকেই ঝড় উঠল ওয়াংখেড়ে জুড়ে ৷ তবে এই ঝড় ক্যালিপসো ঝড় না, এটা রোহিত, রাহল ও বিরাটের কালবৈশাখি ৷ আর সেই ঝড় ওয়াংখেড়ের দর্শক উপভোগ করল পুরোমাত্রায় ৷ নির্ধারিত 20 ওভার শেষে ভারতের সংগ্রহ 3 উইকেটের বিনিময়ে 240 রান ৷ যা আন্তর্জাতিক T20 - তে ভারতের তৃতীয় সর্বোচ্চ স্কোর ৷ তবে এদিন মঞ্চ পেয়েও ফের তা হেলায় হারালেন ঋষভ পন্থ ৷ রানের গতি বাড়াতে তিন নম্বরে তাঁকে নামান অধিনায়ক কোহলি ৷ কিন্তু খাতা খোলার আগেই পোলার্ডের বলে হোল্ডারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের রাস্তা ধরেন ভারতীয় উইকেটরক্ষক ৷

image
দুরন্ত বিরাট

ভারতের বিশাল রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় ক্যারিবিয়ান ইনিংস ৷ ওয়েস্ট ইন্ডিজ় ইনিংসে প্রথম ধাক্কা দেন ভুবনেশ্বর কুমার ৷ দলের 12 রানের মাথায় ওপেনার ব্রেন্ডন কিংকে ফেরত পাঠান তিনি ৷ বেশিক্ষণ থিতু হতে পারেননি সিমন্সও ৷ শামির বলে শ্রেয়সের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি ৷ এরপর ওয়েস্ট ইন্ডিজ় ইনিংসের হাল ধরেন শিমরন হেটমেয়ার ৷ কিন্তু ব্যক্তিগত 41 রানের মাথায় তাঁকে প্যাভিলিয়নের রাস্তা ধরান কুলদীপ যাদব ৷ তবে প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক পোলার্ড ৷ দলের হয়ে সর্বোচ্চ 68 রানের ইনিংস খেলেন তিনি ৷ যদিও তাঁকেও ফিরিয়ে দেন কুলদীপ ৷ বহুদিন পরে প্রথম একাদশে ফিরে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন চায়নাম্যান বোলার ৷ পোলার্ড আউট হতেই শেষ হয় ক্যারিবিয়ানদের যাবতীয় প্রতিরোধ ৷ 173 রানেই থামে ক্যারিবিয়ান ক্যালিপসো ৷

image
চেষ্টা করলেন হেটমেয়ার


তবে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে T20 সিরিজ় জয়ের দিনই ওয়ান ডে-র জন্য ভারতীয় দল ঘোষণা করেন জাতীয় নির্বাচকরা ৷ দলে নতুন মুখ ময়ঙ্ক আগরওয়াল ও শিবম দুবে ৷ T20-তে ট্রফি জয়ের আনন্দ সরিয়ে 15 ডিসেম্বর থেকে শুরু হতে চলা ওয়ান ডে সিরিজ়ের দিকেই মনোনিবেশ করতে চাইবে টিম কোহলি ৷

image
ফর্মে ফেরার ইঙ্গিত কুলদীপের

মুম্বই, 11 নভেম্বর : 2016 সালে T20 বিশ্বকাপের সেমিফাইনাল ৷ এই ওয়াংখেড়েতেই হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল টিম কোহলির ৷ সেবার ইংল্যান্ডকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ় বিশ্বকাপ ঘরে তোলে ৷ আর আজ তিন ম্যাচের T20 সিরিজ়ের নির্ণায়ক ম্যাচে সেই ওয়েস্ট ইন্ডিজকেই 67 রানে হারিয়ে ট্রফি ঘরে তুলল মেন ইন ব্লুরা ৷ এই নিয়ে ঘরের মাঠে পরপর তিনটি T20 সিরিজ়ে জয় পেল ভারত ৷

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক পোলার্ড ৷ ইনিংসের প্রথম থেকেই ঝড় উঠল ওয়াংখেড়ে জুড়ে ৷ তবে এই ঝড় ক্যালিপসো ঝড় না, এটা রোহিত, রাহল ও বিরাটের কালবৈশাখি ৷ আর সেই ঝড় ওয়াংখেড়ের দর্শক উপভোগ করল পুরোমাত্রায় ৷ নির্ধারিত 20 ওভার শেষে ভারতের সংগ্রহ 3 উইকেটের বিনিময়ে 240 রান ৷ যা আন্তর্জাতিক T20 - তে ভারতের তৃতীয় সর্বোচ্চ স্কোর ৷ তবে এদিন মঞ্চ পেয়েও ফের তা হেলায় হারালেন ঋষভ পন্থ ৷ রানের গতি বাড়াতে তিন নম্বরে তাঁকে নামান অধিনায়ক কোহলি ৷ কিন্তু খাতা খোলার আগেই পোলার্ডের বলে হোল্ডারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের রাস্তা ধরেন ভারতীয় উইকেটরক্ষক ৷

image
দুরন্ত বিরাট

ভারতের বিশাল রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় ক্যারিবিয়ান ইনিংস ৷ ওয়েস্ট ইন্ডিজ় ইনিংসে প্রথম ধাক্কা দেন ভুবনেশ্বর কুমার ৷ দলের 12 রানের মাথায় ওপেনার ব্রেন্ডন কিংকে ফেরত পাঠান তিনি ৷ বেশিক্ষণ থিতু হতে পারেননি সিমন্সও ৷ শামির বলে শ্রেয়সের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি ৷ এরপর ওয়েস্ট ইন্ডিজ় ইনিংসের হাল ধরেন শিমরন হেটমেয়ার ৷ কিন্তু ব্যক্তিগত 41 রানের মাথায় তাঁকে প্যাভিলিয়নের রাস্তা ধরান কুলদীপ যাদব ৷ তবে প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক পোলার্ড ৷ দলের হয়ে সর্বোচ্চ 68 রানের ইনিংস খেলেন তিনি ৷ যদিও তাঁকেও ফিরিয়ে দেন কুলদীপ ৷ বহুদিন পরে প্রথম একাদশে ফিরে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন চায়নাম্যান বোলার ৷ পোলার্ড আউট হতেই শেষ হয় ক্যারিবিয়ানদের যাবতীয় প্রতিরোধ ৷ 173 রানেই থামে ক্যারিবিয়ান ক্যালিপসো ৷

image
চেষ্টা করলেন হেটমেয়ার


তবে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে T20 সিরিজ় জয়ের দিনই ওয়ান ডে-র জন্য ভারতীয় দল ঘোষণা করেন জাতীয় নির্বাচকরা ৷ দলে নতুন মুখ ময়ঙ্ক আগরওয়াল ও শিবম দুবে ৷ T20-তে ট্রফি জয়ের আনন্দ সরিয়ে 15 ডিসেম্বর থেকে শুরু হতে চলা ওয়ান ডে সিরিজ়ের দিকেই মনোনিবেশ করতে চাইবে টিম কোহলি ৷

image
ফর্মে ফেরার ইঙ্গিত কুলদীপের
New Delhi, Dec 11 (ANI): Congress leader Kapil Sibal replied to Home Minister Amit Shah on latter's 'partition on the basis of religion' remark during discussion on Citizenship (Amendment) Bill in Rajya Sabha. He said, "I request the Home Minister to withdraw the allegations, because we in Congress believe in one nation, you don't believe in that."
Last Updated : Dec 12, 2019, 12:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.