ETV Bharat / sports

প্রথম ম্যাচে জয়ের আত্মবিশ্বাস নিয়ে ফের অকল্যান্ডে নামছে ভারত

author img

By

Published : Jan 25, 2020, 8:17 PM IST

প্রথম ম্যাচ জিতে বিদেশে টুর্নামেন্ট শুরু করায় এমনিতেই আত্মবিশ্বাসের তুঙ্গে টিম কোহলি ৷ ফলে একই স্টেডিয়ামে আগামীকাল ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ়ে লিড ধরে রাখতে চাইবে ভারত ৷ এদিকে প্রথম ম্যাচে প্রথম 7 ওভারে 97 রান তোলা সত্ত্বেও 203 রানেই আটকে যায় কিউয়িরা ৷ তাই ডেথ ওভারে ভারতীয় বোলারদের প্রশংসা করেছেন নিউজ়িল্যান্ড ব্যাটসম্যান রস টেলারও ৷

image
ভারত বনাম নিউজ়িল্যান্ড

অকল্যান্ড, 25 জানুয়ারি : মাত্র দু’দিন আগে নিউজ়িল্যান্ড পৌঁছে সিরিজ়ের প্রথম টি-20 ম্যাচেই জয় তুলে নিয়েছে ভারত ৷ অকল্যান্ডে প্রথম টি-20 তে শুরুর দিকে বল হাতে সমস্যায় পড়লেও শেষের দিকে দুরন্ত বোলিং করে ভারতীয় বোলাররা ৷ অন্যদিকে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করেছেন বিরাট, লোকেশ, শ্রেয়সরা ৷ রবিবার সিরিজ়ের দ্বিতীয় টি-20 ম্যাচে ফের মাঠে নামছে টিম ইন্ডিয়া ৷


প্রথম ম্যাচ জিতে বিদেশে টুর্নামেন্ট শুরু করায় এমনিতেই আত্মবিশ্বাসের তুঙ্গে টিম কোহলি ৷ ফলে একই স্টেডিয়ামে আগামীকাল ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ়ে লিড ধরে রাখতে চাইবে ভারত ৷ এদিকে প্রথম ম্যাচে প্রথম 7 ওভারে 97 রান তোলা সত্ত্বেও 203 রানেই আটকে যায় কিউয়িরা ৷ তাই ডেথ ওভারে ভারতীয় বোলারদের প্রশংসা করেছেন নিউজ়িল্যান্ড ব্যাটসম্যান রস টেলারও ৷

প্রথম ম্যাচে অকল্যান্ডের 22 গজে প্রচুর রান উঠেছে ৷ রবিবারও এর কোনও পরিবর্তন হবে না বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল ৷ এছাড়া অকল্যান্ডের মাঠও ছোট ৷ ফলে সহজেই মাঠ ক্লিয়ার করা যায় ৷ তাই আরও একবার চার-ছক্কার ম্যাচ দেখতে চলেছে ক্রিকেট প্রেমীরা ৷ প্রথম ম্যাচে বোলিং করার সময় চোট পান বুমরা ৷ তবে গুরুতর নয় চোট ৷ তাই সম্ভবত একই দল নিয়ে মাঠে নামছে ভারত ৷

নিউজ়িল্যান্ডের ঘরের মাঠে খেলা হলেও ভারতকে এগিয়ে রাখছে ক্রিকেট মহল ৷ প্রথম ম্যাচেই ফর্মে পাওয়া গেছে ভারতের টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানদের ৷ বিশ্বকাপের পর থেকে কোনও সিরিজ় হারেনি ভারত ৷ তাই নিউজ়িল্যান্ডেও একই ধারা বজায় রাখতে চাইবে টিম কোহলি ৷

অকল্যান্ড, 25 জানুয়ারি : মাত্র দু’দিন আগে নিউজ়িল্যান্ড পৌঁছে সিরিজ়ের প্রথম টি-20 ম্যাচেই জয় তুলে নিয়েছে ভারত ৷ অকল্যান্ডে প্রথম টি-20 তে শুরুর দিকে বল হাতে সমস্যায় পড়লেও শেষের দিকে দুরন্ত বোলিং করে ভারতীয় বোলাররা ৷ অন্যদিকে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করেছেন বিরাট, লোকেশ, শ্রেয়সরা ৷ রবিবার সিরিজ়ের দ্বিতীয় টি-20 ম্যাচে ফের মাঠে নামছে টিম ইন্ডিয়া ৷


প্রথম ম্যাচ জিতে বিদেশে টুর্নামেন্ট শুরু করায় এমনিতেই আত্মবিশ্বাসের তুঙ্গে টিম কোহলি ৷ ফলে একই স্টেডিয়ামে আগামীকাল ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ়ে লিড ধরে রাখতে চাইবে ভারত ৷ এদিকে প্রথম ম্যাচে প্রথম 7 ওভারে 97 রান তোলা সত্ত্বেও 203 রানেই আটকে যায় কিউয়িরা ৷ তাই ডেথ ওভারে ভারতীয় বোলারদের প্রশংসা করেছেন নিউজ়িল্যান্ড ব্যাটসম্যান রস টেলারও ৷

প্রথম ম্যাচে অকল্যান্ডের 22 গজে প্রচুর রান উঠেছে ৷ রবিবারও এর কোনও পরিবর্তন হবে না বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল ৷ এছাড়া অকল্যান্ডের মাঠও ছোট ৷ ফলে সহজেই মাঠ ক্লিয়ার করা যায় ৷ তাই আরও একবার চার-ছক্কার ম্যাচ দেখতে চলেছে ক্রিকেট প্রেমীরা ৷ প্রথম ম্যাচে বোলিং করার সময় চোট পান বুমরা ৷ তবে গুরুতর নয় চোট ৷ তাই সম্ভবত একই দল নিয়ে মাঠে নামছে ভারত ৷

নিউজ়িল্যান্ডের ঘরের মাঠে খেলা হলেও ভারতকে এগিয়ে রাখছে ক্রিকেট মহল ৷ প্রথম ম্যাচেই ফর্মে পাওয়া গেছে ভারতের টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানদের ৷ বিশ্বকাপের পর থেকে কোনও সিরিজ় হারেনি ভারত ৷ তাই নিউজ়িল্যান্ডেও একই ধারা বজায় রাখতে চাইবে টিম কোহলি ৷

New Delhi, Jan 25 (ANI): Exploitation of natural resources by Pakistan and China in Giglit- Baltistan that affects the ecology and demography of the region remains a major concern for the local residents. Extensive snowfall or floods caused due to melting glaciers is a symbol of climate change affecting the region, which is under Pakistan's illegal occupation.
The ill effects of environmental degradation and large scale deforestation by Pakistan and now China have started showing up. As part of its multi-billion dollar China Pakistan Economic Corridor (CPEC), Beijing has made huge investments in the mining and highway projects in Gilgit Baltistan.At the behest of the Islamabad, Chinese companies are reportedly plundering natural resources in the region. It includes gold, platinum, cobalt and precious gemstones like Topaz and Aquamarine. CPEC project is built at the cost of felling uncounted number of trees and acquiring acres of land, which has affected the climatic conditions in Gilgit Baltistan.
Despite being a land of natural resources, indigenous people of Gilgit Baltistan are forced to live in poverty.It remains one of the poorest regions in Asia where around 85 per cent of people live on subsistence agriculture.The locals have no access to basic facilities like cooking gas and majority of them are dependent on wood extracted from forests.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.