ETV Bharat / sports

লন্ডনে আজ 'এগিয়ে' থাকা অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত - virat kohli

বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছে 11বার । যার মধ্যে ভারত জিতেছে মাত্র 3টি ।

অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত
author img

By

Published : Jun 9, 2019, 11:45 AM IST

লন্ডন, 9 জুন : আজ বিশ্বকাপে কেনিংটন ওভালে ম্যাচ খেলতে নামছে ভারত-অস্ট্রেলিয়া । বিশ্বকাপের আসরে এই দুই দল বার বার মুখোমুখি হয়েছে । যাতে জয়ের ‌নিরিখে অনেকটাই এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া । এই বছরের শুরুতে অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হারিয়ে এসেছিল ভারত । কিন্তু তারপর নিজেদের ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের মুখ দেখেছে ভারত । তবে 2019 বিশ্বকাপের মঞ্চটা একদমই আলাদা । তাই আজ লড়াই হবে সমানে সমানে ।

ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ সহজেই জিতেছে । ব্যাট হাতে রোহিত শর্মা অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়েছেন । অন্যদিকে, বল হাতে যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার ভালো খেলেছেন । এদিকে অস্ট্রেলিয়াও তাদের প্রথম দুটো ম্যাচ জিতেছে । প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে তারা হারিয়ে দিয়েছে উইন্ডিজ়কে । দু'টি দলের কাছেই আজকের ম্যাচ তাদের জয়ের ধারা ধরে রাখার লড়াই ।

ভারত যে ভাবে বিশ্বকাপ শুরু করেছে তাতে অনেকটাই স্বস্তিতে থাকবে টিম ম্যানেজমেন্ট । এই বিশ্বকাপ বড় রানের হবে এমনটাই আগাম বার্তা ছিল । কিন্তু প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে দাপটের সঙ্গে বল করেছে ভারতের বোলাররা তাতে ভারতীয় দলের শক্তিশালী দিক হয়ে উঠতে পারে বোলিংই । বিশেষ করে যুজবেন্দ্র চাহালের স্পিন, সঙ্গে বুমরার গতি ।

অবশ্য এই সব হিসেবকে ছাপিয়ে যেতে পারে বিরাট কোহলি বনাম মিচেল স্টার্কের লড়াই । যদিও প্রথম ম্যাচে রান পাননি বিরাট কোহলি (১৮) । তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাটের গড় ৫৩-র ওপরে । অন্য দিকে, মিচেল স্টার্ক উইন্ডিজ়ের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছেন । বুমরা ও ডেভিড ওয়ার্নারের লড়াইও জমে যেতে পারে ব্যাটে-বলে ।

লন্ডন, 9 জুন : আজ বিশ্বকাপে কেনিংটন ওভালে ম্যাচ খেলতে নামছে ভারত-অস্ট্রেলিয়া । বিশ্বকাপের আসরে এই দুই দল বার বার মুখোমুখি হয়েছে । যাতে জয়ের ‌নিরিখে অনেকটাই এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া । এই বছরের শুরুতে অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হারিয়ে এসেছিল ভারত । কিন্তু তারপর নিজেদের ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের মুখ দেখেছে ভারত । তবে 2019 বিশ্বকাপের মঞ্চটা একদমই আলাদা । তাই আজ লড়াই হবে সমানে সমানে ।

ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ সহজেই জিতেছে । ব্যাট হাতে রোহিত শর্মা অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়েছেন । অন্যদিকে, বল হাতে যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার ভালো খেলেছেন । এদিকে অস্ট্রেলিয়াও তাদের প্রথম দুটো ম্যাচ জিতেছে । প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে তারা হারিয়ে দিয়েছে উইন্ডিজ়কে । দু'টি দলের কাছেই আজকের ম্যাচ তাদের জয়ের ধারা ধরে রাখার লড়াই ।

ভারত যে ভাবে বিশ্বকাপ শুরু করেছে তাতে অনেকটাই স্বস্তিতে থাকবে টিম ম্যানেজমেন্ট । এই বিশ্বকাপ বড় রানের হবে এমনটাই আগাম বার্তা ছিল । কিন্তু প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে দাপটের সঙ্গে বল করেছে ভারতের বোলাররা তাতে ভারতীয় দলের শক্তিশালী দিক হয়ে উঠতে পারে বোলিংই । বিশেষ করে যুজবেন্দ্র চাহালের স্পিন, সঙ্গে বুমরার গতি ।

অবশ্য এই সব হিসেবকে ছাপিয়ে যেতে পারে বিরাট কোহলি বনাম মিচেল স্টার্কের লড়াই । যদিও প্রথম ম্যাচে রান পাননি বিরাট কোহলি (১৮) । তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাটের গড় ৫৩-র ওপরে । অন্য দিকে, মিচেল স্টার্ক উইন্ডিজ়ের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছেন । বুমরা ও ডেভিড ওয়ার্নারের লড়াইও জমে যেতে পারে ব্যাটে-বলে ।

Male (Maldives), June 09 (ANI): Prime Minister Narendra Modi left for Sri Lanka from Maldives's Male today. PM Modi will meet Sri Lanka's President Maithripala Sirisena later in the day. During his visit, PM will hold discussions with Maithripala Sirisena. PM Modi will be the first foreign leader to visit the island nation after the Easter bombings that killed over 250 people, including 11 Indians. This will be Modi's third visit to Sri Lanka. Earlier, he visited the country in 2015 and 2017.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.