ETV Bharat / sports

তিরুবনন্তপুরমে 8 উইকেটে জিতে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ানরা - india vs west second t20

তিরুবনন্তপুরমে শিবম দুবেকে তিন নম্বরে ব্যাট করতে পাঠান কোহলি । 30 বলে 54 রান করে অধিনায়কের আস্থার সম্মান রাখেন শিবম ।

Shivam
shivam dube
author img

By

Published : Dec 8, 2019, 8:53 PM IST

Updated : Dec 9, 2019, 12:12 AM IST

তিরুবনন্তপুরম, 8 ডিসেম্বর : তিরুবনন্তপুরমে দ্বিতীয় এক দিনের ম্যাচে ভারতকে 8 উইকেটে হারাল ওয়েস্ট ইন্ডিজ় । ওপেনার লেন্ডল সিমন্সের দুরন্ত 67 রানের ইনিংস ক্যারিবিয়ানদের জয়ের ভিত গড়ে দেয় । আরেক ওপেনার এভিন লিউস করেন 40 রান । প্রথম উইকেটে 73 রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের কাছে পৌঁছে দেন দুই ওপেনার ।

লিউস প্যাভেলিয়নে ফেরার পর হেটমেয়ারকে সঙ্গী করে লড়াই জারি রাখেন সিমন্স । জুটিতে 39 রান যোগ করে আউট হন হেটমেয়ার । এরপর নিকোলাস পুরানের সঙ্গে জুটি বেঁধে ওয়েস্ট ইন্ডিজ়ের জয় নিশ্চিত করেন লেন্ডল সিমন্স ।

এর আগে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক কাইরন পোলার্ড । প্রথমে ব্যাট করে 7 উইকেটে 170 রান তোলে ভারত ।

প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ রোহিত শর্মা । 18 বলে 15 রান করে প্যাভেলিয়নে ফেরেন মুম্বইকর । তিরুবনন্তপুরমে শিবম দুবেকে তিন নম্বরে ব্যট করতে পাঠান কোহলি । 30 বলে 54 রান করে অধিনায়কের আস্থার সম্মান রাখেন শিবম ।

প্রথম ম্যাচে দুরন্ত লড়াই উপহার দেওয়া লোকেশ রাহুল দ্বিতীয় ম্যাচে ব্যর্থ । মাত্র 11 রান করে পিয়েরের বলে আউট হন তিনি । এদিকে ক্রমশ ভয়ঙ্কর হয়ে ওঠা বিরাট কোহলিকে 19 রানে ফেরান কেসরিক উইলিয়ামস ।

তিরুবনন্তপুরম, 8 ডিসেম্বর : তিরুবনন্তপুরমে দ্বিতীয় এক দিনের ম্যাচে ভারতকে 8 উইকেটে হারাল ওয়েস্ট ইন্ডিজ় । ওপেনার লেন্ডল সিমন্সের দুরন্ত 67 রানের ইনিংস ক্যারিবিয়ানদের জয়ের ভিত গড়ে দেয় । আরেক ওপেনার এভিন লিউস করেন 40 রান । প্রথম উইকেটে 73 রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের কাছে পৌঁছে দেন দুই ওপেনার ।

লিউস প্যাভেলিয়নে ফেরার পর হেটমেয়ারকে সঙ্গী করে লড়াই জারি রাখেন সিমন্স । জুটিতে 39 রান যোগ করে আউট হন হেটমেয়ার । এরপর নিকোলাস পুরানের সঙ্গে জুটি বেঁধে ওয়েস্ট ইন্ডিজ়ের জয় নিশ্চিত করেন লেন্ডল সিমন্স ।

এর আগে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক কাইরন পোলার্ড । প্রথমে ব্যাট করে 7 উইকেটে 170 রান তোলে ভারত ।

প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ রোহিত শর্মা । 18 বলে 15 রান করে প্যাভেলিয়নে ফেরেন মুম্বইকর । তিরুবনন্তপুরমে শিবম দুবেকে তিন নম্বরে ব্যট করতে পাঠান কোহলি । 30 বলে 54 রান করে অধিনায়কের আস্থার সম্মান রাখেন শিবম ।

প্রথম ম্যাচে দুরন্ত লড়াই উপহার দেওয়া লোকেশ রাহুল দ্বিতীয় ম্যাচে ব্যর্থ । মাত্র 11 রান করে পিয়েরের বলে আউট হন তিনি । এদিকে ক্রমশ ভয়ঙ্কর হয়ে ওঠা বিরাট কোহলিকে 19 রানে ফেরান কেসরিক উইলিয়ামস ।

Thiruvananthapuram (Kerala), Dec 08 (ANI): After snatching a stunning triumph in Hyderabad, 'Men in Blue' will aim to steal the three-match series by registering another victory against the West Indies in the second T20I at the Greenfield Stadium in Kerala's Thiruvananthapuram on December 08. The cricket fans are really excited after the victory of Team India in the first T20I match and want to see local boy Sanju Samson in action.
Last Updated : Dec 9, 2019, 12:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.