ETV Bharat / sports

162 রানে শেষ প্রথম ইনিংস , ফলো-অন করতে নেমে চাপে দক্ষিণ আফ্রিকা - রাঁচিতে টেস্ট ম্যাচ

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয়ে যায় 162 রানে ৷ ফলো-অন করতে নেমে চাপে ডু প্লেসিরা ৷

ছবি
author img

By

Published : Oct 21, 2019, 2:41 PM IST

Updated : Oct 21, 2019, 3:32 PM IST

রাঁচি, 21 অক্টোবর : কম আলো আর বৃষ্টির ভ্রুকুটি ৷ তার মধ্যে ভারতীয় বোলাররা রাঁচি টেস্টে দক্ষিণ আফ্রিকাকে দু'বার আউট করতে পারবেন ? এই নিয়ে জল্পনা চলছিল প্রথম দিন থেকে ৷ কিন্তু, গতকাল প্রথম ওভারেই মহম্মদ শামি বুঝিয়ে দেন, তাঁরা প্রস্তুত ৷ তার প্রতিফলন দেখা গেল আজ খেলা শুরুর পর থেকেই ৷ মাত্র 162 রানে শেষ হয়ে গেল দক্ষিণ আফ্রিকার ইনিংস ৷ দ্বিতীয় ইনিংসে ফলো অন করতে নেমেও স্বস্তিতে নেই প্রোটিয়া শিবির ৷

প্রথম দিনের মতো গতকালও অনেক আগে খেলা বন্ধ করে দিতে হয় ৷ তখন পাঁচ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ছিল 9 ৷ আজ দিনের খেলা শুরুর পরই দাপট দেখাতে শুরু করেন উমেশ যাদব, শামিরা ৷ ভারতের সেরা স্পিন অস্ত্র রবিচন্দ্রন অশ্বিন একটি উইকেট না পেলেও ভারতীয় বোলারদের দাপটে 162 রানে অল আউট হয়ে যান ফাফ ডু প্লেসিরা ৷

দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ রান জ়ুবায়ুর হামজ়ার ৷ করেন 62 ৷ ভারতের হয়ে উমেশ যাদব তিন উইকেট নেন ৷ দুটি করে উইকেট নেন শামি, জাডেজা ৷ অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে দুটো উইকেট পান শাহবাজ় নাদিম ৷

প্রথম ইনিংসে ভারতের লিড 335 রান ৷ প্রত্যাশিতভাবে দক্ষিণ আফ্রিকাকে ফের ব্যাট করতে পাঠান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ৷ বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টি ও কম আলোর কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত ৷

সিদ্ধান্ত যে একেবারে ঠিক, তা ফের বুঝিয়ে দিচ্ছেন শামিরা ৷ ইতিমধ্যে 4 উইকেট হারিয়ে ধুঁকছে দক্ষিণ আফ্রিকা ৷ দ্বিতীয় ইনিংসে জ্বলে উঠেছেন শামি ৷ এখনও পর্যন্ত নিয়েছেন তিনটি উইকেট ৷ অন্যটি নিয়েছেন উমেশ ৷

রাঁচি, 21 অক্টোবর : কম আলো আর বৃষ্টির ভ্রুকুটি ৷ তার মধ্যে ভারতীয় বোলাররা রাঁচি টেস্টে দক্ষিণ আফ্রিকাকে দু'বার আউট করতে পারবেন ? এই নিয়ে জল্পনা চলছিল প্রথম দিন থেকে ৷ কিন্তু, গতকাল প্রথম ওভারেই মহম্মদ শামি বুঝিয়ে দেন, তাঁরা প্রস্তুত ৷ তার প্রতিফলন দেখা গেল আজ খেলা শুরুর পর থেকেই ৷ মাত্র 162 রানে শেষ হয়ে গেল দক্ষিণ আফ্রিকার ইনিংস ৷ দ্বিতীয় ইনিংসে ফলো অন করতে নেমেও স্বস্তিতে নেই প্রোটিয়া শিবির ৷

প্রথম দিনের মতো গতকালও অনেক আগে খেলা বন্ধ করে দিতে হয় ৷ তখন পাঁচ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ছিল 9 ৷ আজ দিনের খেলা শুরুর পরই দাপট দেখাতে শুরু করেন উমেশ যাদব, শামিরা ৷ ভারতের সেরা স্পিন অস্ত্র রবিচন্দ্রন অশ্বিন একটি উইকেট না পেলেও ভারতীয় বোলারদের দাপটে 162 রানে অল আউট হয়ে যান ফাফ ডু প্লেসিরা ৷

দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ রান জ়ুবায়ুর হামজ়ার ৷ করেন 62 ৷ ভারতের হয়ে উমেশ যাদব তিন উইকেট নেন ৷ দুটি করে উইকেট নেন শামি, জাডেজা ৷ অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে দুটো উইকেট পান শাহবাজ় নাদিম ৷

প্রথম ইনিংসে ভারতের লিড 335 রান ৷ প্রত্যাশিতভাবে দক্ষিণ আফ্রিকাকে ফের ব্যাট করতে পাঠান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ৷ বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টি ও কম আলোর কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত ৷

সিদ্ধান্ত যে একেবারে ঠিক, তা ফের বুঝিয়ে দিচ্ছেন শামিরা ৷ ইতিমধ্যে 4 উইকেট হারিয়ে ধুঁকছে দক্ষিণ আফ্রিকা ৷ দ্বিতীয় ইনিংসে জ্বলে উঠেছেন শামি ৷ এখনও পর্যন্ত নিয়েছেন তিনটি উইকেট ৷ অন্যটি নিয়েছেন উমেশ ৷

New Delhi, Oct 21 (ANI): Ahead of Diwali, Delhi was seen covered with smog. A hazy morning was witnessed at India Gate. The air quality of the national capital continued to be 'poor'. Earlier, CM Arvind Kejriwal had requested state governments to take measures as air quality is deteriorating day by day.
Last Updated : Oct 21, 2019, 3:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.